ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

হিমাগারে স্লিপ সংকট, চরম বিপাকে আলুচাষিরা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
শেয়ার
হিমাগারে স্লিপ সংকট, চরম বিপাকে আলুচাষিরা
ছবি: কালের কণ্ঠ

জয়পুরহাটের কালাই উপজেলার আলুচাষিরা এবছর চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। জমি থেকে আলু তোলার উপযুক্ত সময় হলেও তারা হিমাগারে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় স্লিপ পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে অনেকেই কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য বড় ধরনের লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

কৃষকদের অভিযোগ, হিমাগার মালিকরা মজুতদার ও ব্যবসায়ীদের কাছে আগেভাগেই স্লিপ বিক্রি করে দিচ্ছেন,যার ফলে প্রকৃত চাষিরা স্লিপ থেকে বঞ্চিত হচ্ছেন।

চলতি মৌসুমে কালাই উপজেলায় ১২ হাজার ৫০০ হেক্টরের বেশি জমিতে আলুর আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। উপজেলা কৃষি বিভাগের তথ্যানুযায়ী, এ বছর প্রায় ৩ লাখ ১২ হাজার ২৭৫ টন আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কিন্তু পুরো উপজেলায় মাত্র ১১টি হিমাগার থাকায় সংরক্ষণ সুযোগ সীমিত হয়ে পড়েছে।

এই হিমাগারগুলোর মোট ধারণক্ষমতা মাত্র ৭০ হাজার টন, যা মোট উৎপাদনের মাত্র ২২.৪১ শতাংশ।

ফলে অধিকাংশ আলু হিমাগারে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। এতে কৃষকরা বাধ্য হয়ে বাজারে কম দামে আলু বিক্রি করছেন, যার ফলে বাজারেও আলুর দরপতন ঘটছে এবং কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে।

নর্থপোল কোল্ড স্টোরেজে আলু রাখতে না পেরে কাদিরপুর গ্রামের কৃষক মিরাজ আলি ক্ষোভ প্রকাশ করে বলেন, "হিমাগার মালিকেরা মজুতদারদের কাছে আগেভাগেই স্লিপ বিক্রি করে দিয়েছেন। ফলে প্রকৃত কৃষকরা স্লিপ পাচ্ছে না।

বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করতে হচ্ছে, যা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।"

শিয়ালমারী গ্রামের কৃষক মুকাব্বের হোসেন ক্ষোভ  প্রকাশ করে বলেন, 'পল্লী কোল্ড স্টোরেজে স্লিপ নেই!তাহলে এত আলু কোথায় যাবে! যদি সংরক্ষণ করতে না পারি, তাহলে তো লস হবেই। মাথা ঠিক রাখতে পারছি না!'

সাঁতার গ্রামের আলুচাষি সাজ্জাদ হোসেন ক্ষোভ জানিয়ে বলেন, ''আলু এখনো ক্ষেতেই আছে, অথচ সাউথপোল কোল্ড স্টোরেজে জায়গা নেই! এটা কেমন নিয়ম? সবই হিমাগারের মালিকদের কারসাজি। এখন তাহলে আলু কম দামে বিক্রি করতে হবে।"

হিমাগারে আলু সংরক্ষণের জন্য সাধারণত দুই ধরনের বুকিং পদ্ধতি চালু রয়েছে, 

১. লুজ বুকিং: কৃষক আলু বিক্রির পর হিমাগারের ভাড়া পরিশোধ করেন।

এবছর ৫০ কেজির এক বস্তার সংরক্ষণ খরচ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

২. পেইড বুকিং: সংরক্ষণের আগেই পুরো টাকা পরিশোধ করতে হয়, তবে কালাই উপজেলায় কোনো হিমাগার এই পদ্ধতি অনুসরণ করে না। কৃষকদের অভিযোগ, হিমাগার মালিকরা আগেভাগেই মজুতদার ও ব্যবসায়ীদের কাছে স্লিপ বিক্রি করে দিয়েছেন। ফলে প্রকৃত কৃষকরা স্লিপ পাচ্ছেন না।

নর্থপোল কোল্ড স্টোরেজের ম্যানেজার মোনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, "হিমাগারের ধারণক্ষমতা অনুযায়ী ৩৫% ব্যবসায়ী ও মজুতদারদের জন্য রেখে বাকি ৬৫% আলুচাষীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যারা আগে এসে স্লিপ নিয়েছেন, তারাই কেবল আলু সংরক্ষণের সুযোগ পাচ্ছেন। এখন যেসব আলুচাষী স্লিপ সংগ্রহ না করে ক্ষোভ প্রকাশ করছেন, তাদের জন্য কিছুই করার নেই। আমাদের ধারণক্ষমতার বাইরে তো আলু সংরক্ষণ করতে পারি না!"

পল্লী কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. সাব্বির হোসেন বলেন, "প্রত্যেক আলুচাষীর জন্য ৫০ বস্তা করে স্লিপ বুকিং চলছে। আমরা আগাম স্লিপ দিইনি। যে আগে আসবে, সে-ই আলু সংরক্ষণের সুযোগ পাবে।" তবে কৃষকদের প্রশ্ন, "যদি আগাম স্লিপ দেওয়া না হয়ে থাকে, তাহলে আগেই সব শেষ হয়ে গেল কীভাবে?"

কালাই উপজেলার কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় আশঙ্কা প্রকাশ করে বলেন, "আলু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে কৃষকরা ভবিষ্যতে আবাদ কমিয়ে দেবেন। বিশেষ করে বীজ আলু সংরক্ষণের ব্যবস্থা না থাকলে পরবর্তী মৌসুমে আলুর উৎপাদনও কমে যেতে পারে।"

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান জানান, "যদি কোনো হিমাগার কর্তৃপক্ষ স্লিপ বিতরণে অনিয়ম করে থাকে বা মজুতদারদের সুবিধা দিয়ে কৃষকদের বঞ্চিত করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।"

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক এমপির ভাই ফরিদ মোল্লার কারাদণ্ড, কোটি টাকা অর্থদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
সাবেক এমপির ভাই ফরিদ মোল্লার কারাদণ্ড, কোটি টাকা অর্থদণ্ড
সংগৃহীত ছবি

পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম  ফিরোজের ছোট ভাই একেএম ফরিদ মোল্লাকে এক বছরের কারাদণ্ড এবং এক কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার প্রথম শ্রেণির ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী এ.টি.এম মোকাম্মেল হোসেনের কাছ থেকে দীর্ঘ ব্যবসায়িক সম্পর্কের সুবাদে ফরিদ মোল্লা বিভিন্ন সময়ে মোট এক কোটি ৮০ লাখ টাকা ধার নেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিয়ে ক্ষমতাবান ভাইয়ের প্রভাব দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।

পরে ২০১৯ সালের ২২ ডিসেম্বর ফরিদ মোল্লা তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব (মেসার্স মনিরা এন্টারপ্রাইজ) থেকে বাদীকে এক কোটি ৮০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু পরদিন চেকটি রূপালী ব্যাংকের পটুয়াখালী নিউ টাউন কর্পোরেট শাখায় জমা দিলে তা ডিজঅনার হয়।

এরপর বাদী ২০২০ সালের ৯ জানুয়ারি আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু আসামি বাদীর দাবি অস্বীকার করেন।

নিরুপায় হয়ে বাদী মোকাম্মেল হোসেন আদালতের দ্বারস্থ হন।

বাদীপক্ষ অভিযোগ করেন, আসামির ভাই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা হওয়ায় তাদের দাপটে অভিযোগের বিচারিক কার্যক্রম প্রভাবিত হয়ে আসছিল। তবে ৫ আগস্টের পর মামলার বিকচারিক কার্যক্রমে গতি আসে। এরপর রায় পেয়ে বাদি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ব্যবসায়ী এ.টি.এম মোকাম্মেল হোসেন বলেন, ‘আমি সবসময় সততার সঙ্গে ব্যবসা করেছি। দীর্ঘ ছয় বছর ধৈর্য ধরার পর আজ ন্যায়বিচার পেয়েছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করায় আদালতের প্রতি কৃতজ্ঞ।’

আসামিপক্ষের বিরুদ্ধে ন্যায়বিচার প্রভাবিত করার অভিযোগ প্রসঙ্গে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলাটি প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইনের বিজয় হয়েছে।

’ 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল-আমীন সুজন বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে তারা নানাভাবে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেছিলো। সর্বশেষ এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের ১৫ বছর পটুয়াখালীতে দল ও ভাইয়ের প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়েছেন ফরিদ। এছাড়াও অন্যের অন্যের দরপত্র পাওয়া কাজও নিজে প্রভাব খাটিয়ে ভাগিয়ে নিয়েছেন।

মন্তব্য

শেরপুরে অটোরিক্সা চাপায় গৃহবধূ নিহত

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
শেয়ার
শেরপুরে অটোরিক্সা চাপায় গৃহবধূ নিহত

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় শিরিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শেরপুরের নকলা উপজেলার চরসন্তি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শিরিনা বেগম ওই এলাকার রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নকলা থাকার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।

 

ওসি হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয়দের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নকলার গৌরদ্বার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি একটি অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চরবসন্তি মোড়ে অটো থেকে নামেন।

তারপর বাড়িতে যাওয়ার জন্য আরেকটি অটোরিক্সার নিতে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এসময় পাশ দিয়ে যাওয়া আরেকটি অটোরিক্সা তাকে চাপা দিলে শিরিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য

বেলকুচিতে বিএনপির ২ নেতার পদ স্থগিত, যুবদলের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বেলকুচিতে বিএনপির ২ নেতার পদ স্থগিত, যুবদলের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ
ছবি: কালের কণ্ঠ

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা পরিপস্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে ওয়ার্ড বিএনপির ২ নেতার পদ স্থগিত এবং যুবদলের বিভিন্ন ইউনিটের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা বিএনপি। 

বুধবার (৯ এপ্রিল) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন, বেলকুচি পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ফটিক হোসেন।

আরো পড়ুন
কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন

কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন

 

বহিষ্কারের জন্য সুপারিশ করা যুবদল নেতারা হলেন, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোয়াদ্দার, শরিফ আল আকবর শশী ও হাফিজুল ইসলাম এবং পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, হাবিল ওরফে হাবলু ও ২নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা পরিপস্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির সুপারিশ অনুযায়ী উল্লিখিত ৯ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিএনপির ২ নেতার পদ ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। আর ৭ যুবদল নেতার বহিষ্কারাদেশ কার্যকরের জন্য যুবদল জেলা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। যা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছেন।


 

মন্তব্য

চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা
সংগৃহীত ছবি

এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আল আমীন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর আল আমীনকে হত্যা করেন ধর্ষণের শিকার ওই যুবক। তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। 

আরো পড়ুন
কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন

কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন

 

গাজীপুর মহানগরের বাসন থানার পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৯ এপ্রিল) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন হত্যা মামলা আসামি। 

পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

আরো পড়ুন
মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

 

পিবিআই জানায়, শেরপুর সদরের পাকুরিয়া ফকিরপাড়া আশ্রাব আলীর ছেলে আল আমীন পাঁচ বছর ধরে গাজীপুরের চান্দনা পূর্বপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। পেশায় পান-সিগারেট বিক্রি করতেন।

আসামিকে গত শনিবার নিজের ভাড়া বাসায় নিয়ে আসেন আল আমীন। 

পিবিআই জানায়, রাতের তারা একই কক্ষে ঘুমান। শেষ রাতে ওই যুবককে ধর্ষণ করেন আল আমীন। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে আল আমীনকে হত্যার পর পাশের একটি কক্ষে লাশ রেখে পালিয়ে যান তিনি।

ঘর থেকে লাশের গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। গত সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দিনই নিহত আল আমীনের মা আকলিমা আক্তার বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আল আমীন হত্যাকাণ্ডে জড়িতকে মঙ্গলবার শ্রীপুরের শৈলাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই এর গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ