বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। কোনো অন্যায়কারীর জন্য বিএনপি কোনোভাবেই দায় নিবে না।
সোমবার (১৭ মার্চ) উপজেলা সদরের মেরুং ইউনিয়নের বেলছড়ি জামে মসজিদ মাঠে দীঘিনালা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনিয়ম, দুর্নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ওয়াদুদ ভূইয়া।
আরো পড়ুন
আত্মীয়-স্বজনের সঙ্গে ইফতার করলেন ব্যারিস্টার নজরুল ইসলাম
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের সঙ্গে ইফতার করার জন্য আজকের আয়োজন। বিএনপি মানুষের জন্য কাজ করে, আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করলে মানুষের উন্নয়নে কাজ করা হবে।
ইফতার মাহফিলে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
দোয়া ও ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর বর রাজা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন প্রমুখ।