বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭টি বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলন-সংগ্রাম করিনি। আমরা এ দেশের মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি।
আরো পড়ুন
ভাগাড়ে কোনোভাবেই ময়লা ফেলা যাবে না : পরিবেশ উপদেষ্টা
শনিবার (৫ এপ্রিল) গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের আদর্শের জনক মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শহীদ জিয়াউর রহমান একটি কথা বলতেন- ‘একজন দলের প্রকৃত কর্মী সে-ই, যে দুঃসময়ে দলকে ফেলে পালিয়ে যায় না, ঠিক সুসময় যখন আসে তখন তার চরিত্র হারায় না।’ তাই আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের এই সংগঠনকে শক্তিশালী করতে হবে।
আরো পড়ুন
রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি : রাশেদ খান
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছোটখাটো ভুলত্রুটি যদি নিজেদের মধ্যে হয়ে থাকে, মতভেদে হয়ে থাকে, তাহলে আমাদের সেটি ভুলে যেতে হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাকে কখনো যেন প্রতিহিংসায় রূপ না দিই।
আপনাদের মনে রাখতে হবে, একটি বৃহৎ শক্তির সঙ্গে লড়াই করে এখানে টিকে থাকতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্যসচিব ওলিউর রহমান হাওলাদারসহ দলের সিনিয়র নেতারা বক্তব্য দেন।