ঢাকা, বুধবার ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

অভিনেতা মঞ্জুর হোসেন আর নেই

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
অভিনেতা মঞ্জুর হোসেন আর নেই
মঞ্জুর হোসেন
চলে গেলেন চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মঞ্জুর হোসেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বনানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
 
মঞ্জুর হোসেনের জন্ম ১৯৩৭ সালে। তিনি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাও করেছেন।
তার অভিনীত প্রথম সিনেমা- ‘রাজধানীর বুকে’, এরপর তিনি ‘হারানো দিন’, ‘পয়সে’, ‘ধারাপাত’, ‘সাত রং’, ‘তালাশ’, ‘শীত বিকেল’, ‘বন্ধন’, ‘মিলন’, ‘কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘কাঞ্চন মালা’, ‘ছোট সাহেব’, ‘বাজানা’, ‘রূপবান’, ‘নয়ন তারা’, ‘তুম মেরে হো’, ‘কুলি’, ‘মুক্তি’, ‘সংসার’, ‘নোলক’, ‘শাহজাদী গুলবাহার’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেছেন। তার প্রযোজিত পরিচালিত দুটি সিনেমা হচ্ছে ‘সমাপ্তি’ ও ‘দুটি মন দুটি আশা’।
 
জীবনের শেষ সময়ে এসে মঞ্জু হোসেন ব্যবসাতেই মগ্ন ছিলেন বেশি। রাজধানীর নবাবপুরে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
অভিনয় না করলেও প্রায় সময়ই তিনি বিএফডিসিতে আসতেন। তবে বিগত প্রায় দুই বছর যাবৎ তাকে আর এখানে দেখা যায়নি।
মন্তব্য

সম্পর্কিত খবর

বাংলা সিনেমা মানুষ দেখছে, এটাই খুশির সংবাদ : ইমরান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
বাংলা সিনেমা মানুষ দেখছে, এটাই খুশির সংবাদ : ইমরান
ইমরান মাহমুদুল

দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন অসংখ্য হিট গানে। সিনেমাতেও রয়েছে তার কণ্ঠের জনপ্রিয় গান। সদ্যই ঈদ কাটিয়ে কাতার থেকে ফিরলেন দেশে।

আর দেশে ফিরেই সিনেমা দেখতে চেয়ে রীতিমতো অবাক হয়েছেন এ গায়ক। কারণ আগামী দুই দিন ঈদের কোনো ছবিরই টিকিট নেই!

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ৬ সিনেমা। তবে দর্শকদের পছন্দের তালিকায় আছে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’। ঈদের দিন থেকে হাউজফুল যাচ্ছে দুই সিনেমা।

দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন ইমরানও।
 

আরো পড়ুন
শুটিংয়ে ওড়নার নিচে রসুন দিয়ে রাখতাম : ‍নুসরাত ফারিয়া

শুটিংয়ে ওড়নার নিচে রসুন দিয়ে রাখতাম : ‍নুসরাত ফারিয়া

 

বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।

তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”

আরো পড়ুন
‘সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত’

‘সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত’

 

সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক। 

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। 

মন্তব্য

শুটিংয়ে যাওয়ার আগে দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত : ‍নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শুটিংয়ে যাওয়ার আগে দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত : ‍নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন-৩’। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা সজল।

ছবিটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। রহস্য, ভয়ের আবহ আর অতিপ্রাকৃত অভিজ্ঞতায় মোড়া এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। ফলে শুটিংয়ের সময়ে অজানা আতঙ্ক কাজ করেছে নুসরাত ফারিয়ার মনে।

আরো পড়ুন
মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

 

সম্প্রতি সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন এ অভিনেত্রী।

ফারিয়া জানালেন, শুটিং করতে গিয়ে কীভাবে তাদের ভেতরে একটা অজানা শঙ্কা কাজ করত। বিশেষ করে শতবর্ষী এক গাছের নিচে শুটিং করার সময় টিমের মধ্যে ছড়িয়ে পড়েছিল ভয়ের অনুভূতি। 

নুসরাত ফারিয়া বলেন, ‘যখন শুটিংয়ে যেতাম, তখন মনের ভেতরে একটা ভয় থাকে, যেকোনো কিছু হতে পারে। আমরা শুটিং করেছি একটি বড় গাছের নিচে।

গাছটা একশ বছরের পুরনো। সেখানে অপমৃত্যুর ঘটনাও আছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, পাশে শ্মশান আছে।’

আরো পড়ুন
‘পাইরেসিকে রুখে দিন’, কড়া বার্তা দিলেন শাকিব খান

‘পাইরেসিকে রুখে দিন’, কড়া বার্তা দিলেন শাকিব খান

 

ফারিয়া আরো বলেন, ‘আমার টিমের বিশেষ করে, হেয়ার স্টাইলিস্ট, মেকআপম্যান তারা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। শুটিংয়ে যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত।

কামিজের ওড়নার নিচে একটা রসুন দিয়ে রাখতাম, বা কিছু একটা দিয়ে রাখত যেন কোনো ধরনের খারাপ কিছু না হয়।’

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘জ্বীন-৩’। এতে সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুর সজল। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এটি জ্বিন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা।

মন্তব্য

‘ব্যাটম্যান’খ্যাত তারকা ভ্যাল কিলমারের জীবনাবসান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘ব্যাটম্যান’খ্যাত তারকা ভ্যাল কিলমারের জীবনাবসান
ভ্যাল কিলমার

হলিউডের তারকা অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ‘ব্যাটম্যান’খ্যাত এ তারকার বয়স হয়েছিল ৬৫ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি নিউজ এ খবর প্রকাশ করেছে।

কিলমার বেশ কয়েক বছর ধরে গলার ক্যানসারে ভুগছিলেন। ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্রুস ওয়েন, অলিভার স্টোনের ‘দ্য ডোরস’-এ জিম মরিসনের চরিত্রে অভিনয় তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়।

আরো পড়ুন
মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

 

১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন।

১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে। 

ভ্যাল কিলমার ১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা ছিলেন। ‘টপ গান’, ‘রিয়েল জিনিয়াস’, ‘টম্বস্টোন’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক সাফল্য পান এবং দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হন।

কিলমারের সবচেয়ে স্মরণীয় সিনেমার একটি  ১৯৯১ সালে মুক্তি পাওয়া অলিভার স্টোনের ‘দ্য ডোরস’। এখানে তিনি মরিসনের চরিত্রে অভিনয় করেন।

আরো পড়ুন
ঈদের তৃতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

ঈদের তৃতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

 

গলায় ক্যান্সার বাসা বাঁধায় দীর্ঘদিন ধরেই রূপালি পর্দায় আর দেখা যেত না ভ্যাল কিলমারকে। কিন্তু ২০২১ সালে ‘টপ গান: দ্য ম্যাভেরিক’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। যদিও ক্যান্সারের কারণে কথা বলার সমস্যা রয়েই গিয়েছিল।

বিরতি ভেঙে ২০২১ সালের ‘টপ গান: ম্যাভেরিক’-এ অভিনয় করেছিলেন এই অভিনেতা। তবে গলার ক্যানসারের কারণে তখন তিনি কথা বলতে পারতেন না। ২০২১ সালে, তার জীবনের ওপর একটি তথ্যচিত্র, ‘ভাল’ প্রকাশিত হয়েছিল। তার ছেলে অভিনেতার কণ্ঠ দিয়েছেন।

মন্তব্য

ঈদের তৃতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ঈদের তৃতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম
‘তোমাদের গল্প’

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা।

ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন রয়েছে বেশ কিছু নাটক-টেলিফিল্ম। চলুন দেখে নেওয়া যাক কোন চ্যানেলে কী নাটক ও টেলিফিল্ম দেখতে পারবেন দর্শকরা।

এটিএন বাংলা
►সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বিসিএস টু।

পরিচালনা: আনিসুর রহমান রাজিব। অভিনয়ে: শামীম সরকার, সামান্তা পারভেজ। 
►রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: শেষটা তুমি। পরিচালনা: মাহমুদ মাহিন।
অভিনয়ে: মুশফিক ফারহান, স্পর্শিয়া। 
►রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বিয়ে টিয়ে। পরিচালনা: মুহম্মদ মিফতা আনন। অভিনয়ে: নিলয় আলমগীর, সাফা কবীর। 
►রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: বিটুইন আস।
রচনা: মশিউর রহমান। পরিচালনা: সহিদ-উন-নবী। অভিনয়ে: শামীম সরকার, অনিন্দিতা মিমি, মুনিরা মিঠু প্রমুখ।

আরো পড়ুন
মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

 

চ্যানেল আই
►বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম: তোমাদের গল্প। পরিচালনা: মোস্তফা জামাল রাজ। অভিনয়ে: জোভান, তটিনী, দিলারা জামান। নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে। বিকাল সাড়ে চারটায় দেখা যাবে পর্দায়।
►রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: ইতির ঈদি। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে: জোভান আহমেদ, কেয়া পায়েল। 
►রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: টোনাটুনির সংসার। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।

বৈশাখী টিভি
►বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ব্লাক মানি। পরিচালনা: হাসান জাহাঙ্গীর। অভিনয়ে: ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।
►বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মানি লোকের মান। পরিচালনা: ফরিদুল হাসান। অভিনয়ে: জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।
►সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: শাশুড়ির বিয়ে। পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে: মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।
►রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: লন্ডনি জামাই। পরিচালনা: আল হাজেন। অভিনয়ে: রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ট্রাক ড্রাইভার। পরিচালনা: রুহুল আমিন শিশির। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

আরো পড়ুন
নিশো ম্যাজিকে শো বাড়ল দাগি’র

নিশো ম্যাজিকে শো বাড়ল দাগি’র

 

এনটিভি
►সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: রূপবানের প্রেম। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ। 
►রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রাণের মানুষ। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: মাহমুদ হাসান রানা। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া শিমু, তারিক আনাম খান, শিল্পী সরকার অপু প্রমুখ। 
►রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক: দু’জন দু’জনার। রচনা ও পরিচালনা: মারুফ হোসেন সজিব। অভিনয়ে: ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। 
►রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: খুচরা পাপী। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: জিয়াউদ্দীন আলম। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল প্রমুখ।

আরো পড়ুন
‘পাইরেসিকে রুখে দিন’, কড়া বার্তা দিলেন শাকিব খান

‘পাইরেসিকে রুখে দিন’, কড়া বার্তা দিলেন শাকিব খান

 

দীপ্ত টিভি
►সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: আপনি না তুমি। পরিচালনা: মুরসালিন শুভ। অভিনয়ে: খায়রুল বাসার, কেয়া পায়েল। 
►রাত ৮টায় প্রচার হবে একক নাটক: কোন এক বসন্ত বিকেল। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। 
►রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: গুড ডক্টর। 
►রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কথা হবে হিসাব করে। 
►রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: ভেসে যাওয়া কোন হাওয়ায়। পরিচালনা: মোসাব্বের হোসেন মুয়ীদ। অভিনয়ে: সাদিয়া আয়মান, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ।

আরটিভি
►সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: অপুর সংসার। রচনা: লিমন আহমেদ। পরিচালনা: নিকুল কুমার মন্ডল। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, ফারিয়া শাহরিন প্রমুখ। 
►রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: এক্সট্রা। রচনা ও পরিচালনা: ইমাম হোসেন শামীম। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক প্রমুখ। 
►রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক: হোটেল মায়ের দোয়া। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: সাব্বির অর্ণব, মাহিমা প্রমুখ।

মাছরাঙা টিভি
►রাত ৮টায় প্রচার হবে একক নাটক: শো অফ। রচনা: অনিক। পরিচালনা: বর্ণ নাথ। অভিনয়ে: নিলয়, তানিয়া বৃষ্টি প্রমুখ। 
►রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: ফিরে দেখা। রচনা ও পরিচালনা: মহিদুল মহিম। অভিনয়ে: জোভান, তটিনী প্রমুখ।

নাগরিক টিভি
►রাত ৮টায় প্রচার হবে একক নাটক: আদুরে মেয়ে। পরিচালনা: সাদমান রনি। অভিনয়ে: জাহের আলভী, তিথি প্রমুখ।

বাংলাভিশন
►রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ভবঘুরে ভালোবাসা। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে জোভান, তটিনী প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ