ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

কলকাতায় ‘হাওয়া’ সিনেমা দেখতে লম্বা লাইন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
কলকাতায় ‘হাওয়া’  সিনেমা দেখতে লম্বা লাইন
নন্দনে হাওয়া দেখতে লম্বা লাইন। ভারতীয় গণমাধ্যমকর্মীর ফেসবুক থেকে নেয়া ছবি।

বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’ কলকাতার নন্দনে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। আজ শনিবার থেকে শুরু হচ্ছে এই উৎসব।

পাঁচ দিনব্যাপী চলমান এ উৎসব শেষ হবে আগামী ২ নভেম্বর। কলকাতায় ২৯ অক্টোবর নন্দন-১-এ দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ‘হাওয়া’ সিনেমাটি প্রদর্শন হবে।

এর আগেই এদিন সকাল থেকেই সিনেমাটি দেখতে লম্বা লাইনে দেখা গেছে হাজার-হাজার লোক।

শনিবার বাংলাদেশ সময় দুপুর ১টার পর স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেন সেখানকার গণমাধ্যমে কর্মরত ভাস্বতী ঘোষ।

সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে এই ক্যাপশনে ভাস্বতী লেখেন, ‘‘হাওয়া গরম! বাংলাদেশের সিনেমা দেখতে নন্দন চত্বরে বিরাট লাইন। পুলিশের তরফে জানা যাচ্ছে, সকাল থেকেই হাজার-হাজার লোক।

কেউ ছাতা মাথায়, কেউ জোগাড় করেছেন চেয়ার। এরাই কিন্তু টলিউডের বাংলা সিনেমারও দর্শক! অতএব, এই প্যারোডি লেখাই যায়… ‘তুমি বন্ধু কালা পাখি  আমি যেন কী ঘরের সিনেমা দেখতে তোমায় আনতে পারিনি…’  (হাতেগোনা ছবি ছাড়া)।’’ 

জানা যায়, শনিবারের শো ছাড়াও ৩১ অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নন্দন-২-এ ও সবশেষ ২ নভেম্বর নন্দন-২-এ সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ‘হাওয়া’ সিনেমা দেখানো হবে। সবার জন্য উন্মুক্ত থাকছে শোগুলো।

প্রবেশে কোনো টিকিট লাগবে না। 

পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মাণ করেছেন হাওয়া। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, নাজিফা তুষিসহ অনেকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আমার সন্তানের বাবা একজন শ্রেষ্ঠ বাবা : অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আমার সন্তানের বাবা একজন শ্রেষ্ঠ বাবা : অপু বিশ্বাস
শাকিব খান, আব্রাম খান জয় ও অপু বিশ্বাস

ঢালিউডের আইকনিক জুটি অপু বিশ্বাস ও শাকিব খান। ঢাকাই সিনেমার অন্যতম সেরা এ জুটি একসঙ্গে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। সিনেমায় অভিনয় করতে করতে বাস্তব জীবনেই দুজন জড়িয়ে যান প্রেমের সম্পর্কে। অবশেষে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজন।

আট বছর পর তাদের সন্তান আব্রাম খান জয় পৃথিবীতে আসে। এরপরের গোপন দাম্পত্য জীবন, প্রকাশ্যে আসা ও সম্পর্কে ভাঙন, দুজনের গল্প কোনো সিনেমার চেয়ে কম নয়।

আরো পড়ুন
হল কাঁপাচ্ছে ‘বরবাদ’, থানায় যেতে হলো নির্মাতাদের

হল কাঁপাচ্ছে ‘বরবাদ’, থানায় যেতে হলো নির্মাতাদের

 

তবে শাকিব-অপুর সম্পর্ক আগের মতো না থাওলেও ছেলেকে জয় ঘিরে তাদের সব কিছু। জন্মদিন থেকে শুরু করে যেকোনো উৎসবেই শাকিবকে ছেলের পাশে দেয়া যায়।

এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদে ছেলে আব্রামকে নিয়ে বেশ খুনসুটি করেছেন শাকিব। শত ব্যস্ততার মাঝেও এ যেন বাবা-ছেলের এক অন্য রকম বন্ধন। অপু বিশ্বাসের শেয়ার করা ছবিতেই দেখা যায় বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস শাকিব-আব্রামের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ধরা দিয়েছে বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব। ছবি শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছে, ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত।’

আরো পড়ুন
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

 

তার কথায়, ‘কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উৎযাপন করল। এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল।

আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।’

অপুর পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঈদ মোবারক, মাশাআল্লাহ বাবা ছেলেকে খুবই সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক অনেক অনেক, শুভ কামনা তোমাদের জন্য।’

আরো পড়ুন
পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

 

এবারের ঈদে অপুর কোনো ছবি মুক্তি না পেলেও মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে বরবাদ। মুক্তির প্রথম দিনই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরো রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।

মন্তব্য

হল কাঁপাচ্ছে ‘বরবাদ’, থানায় যেতে হলো নির্মাতাদের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
হল কাঁপাচ্ছে ‘বরবাদ’, থানায় যেতে হলো নির্মাতাদের
থানায় ‘বরবাদ’ টিম

ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে ‘বরবাদ’।

আরো পড়ুন
পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

 

মুক্তির প্রথম দিন দুর্দান্ত সাড়া ফেলেছে ‘বরবাদ’। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে।

কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’-এর পাইরেসি।  আর সেই অসাধু ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় হাজির হলেন বরবাদের পরিচালক-প্রযোজক।

বিষয়টি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রযোজক-পরিচালক দুজনেই। ‘বরবাদ’ সিনেমার প্রযোজক স্বার্থহীন আক্তার সুমি বলেন, ‘আমারা সিনেমাটির পাইরেসি বন্ধ করতে মুক্তির আগেই একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছিলাম।

তারা সোশ্যাল মিডিয়ায় পাইরেসি বন্ধ করতে কাজ করে। এ কারণে বরবাদের যেসব ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এসেছে সেগুলো সক্রিয়ভাবেই নেমে যাচ্ছে। কিন্তু যারা সিনেমা হল থেকে ফোন বা ক্যামেরা দিয়ে কপি করছেন সেসব ফুটেজ ডিলিট করতে আমাদের একটা আইনি ব্যবস্থা নেওয়ার জরুরি ছিল। এ জন আমরা একা পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে।’ 

আরো পড়ুন
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

 

এ বিষয়ে সুমি আরো বলেন, ‘সকালে টেলিগ্রাম গ্রুপে আমাদের সিনেমা দেখার পর আমরা থানায় আসি।

এভাবে করলে তো সিনেমা করা যাবে না। এটা তো হল মালিকদের ব্যবসার ক্ষতি আর সেই সঙ্গে আমাদের জন্যও বিষয়টা ক্ষতিকর।’

বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিচ্ছেন। মেহেদি হাসান হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে বলেন,  “‘বরবাদ’ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। ‘বরবাদ’ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীর কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়।  আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে।”

এবারের ঈদের সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ‘বরবাদ’।  এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরো রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।

মন্তব্য

পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!
পরীমনির মেহেদি করা হাতে ‘এস’ লেখা (ফেসবুক থেকে নেওয়া)

সাম্প্রতিক সময়ে গায়ক শেখ সাদীর সঙ্গে ঢাকাই সিনেমার সর্বাধিক জনপ্রিয় নায়িকা পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। গত কয়েকমাসে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন দুজন। ভক্ত নেটিজেনদের দাবি, প্রেম করছেন দুজন। যদিও পরী ও সাদী বার বার অস্বীকার করে এসেছেন এমন দাবি।

তবে ঈদে নতুন করে আবারও বাতাস লেগেছে সেই গুঞ্জনে।

আরো পড়ুন
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

 

ঈদে পরীমনি একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। তার মেহেদী হাতের সেই ছবি দেখে নেটিজেনরা মেলাচ্ছেন অন্য হিসাব। পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, নায়িকার মেহেদি রাঙা হাতে ‘এস’ শব্দটি লেখা রয়েছে।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’ তবে ছবিটি দেখে বোঝা যাচ্ছে, হাতে ক্যানুলা লাগানো। তবে কি অসুস্থ পরীমনি? পোস্টের মন্তব্যের অপশন বন্ধ করে রেখেছেন পরী।
 

এদিকে, পরীর সেই ছবি দেখে আবারও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন ভক্ত অনুরাগীরা। অনেকের মতে, এই এস সাদীর নাম ইঙ্গিত করে। সরাসরি স্বীকার না করলেও সাদীর সঙ্গেই প্রেমে জড়িয়েছেন পরী। এমনকী সেই পোস্টের মন্তব্যের ঘরেও দেখা যাচ্ছে এমন মন্তব্য। যা দেখে ভক্তরা বলছেন, ‘এস’ শেখ সাদীর নামের প্রথম অক্ষর।

ভক্তরা সেই ছবি শেয়ার করে লিখছেন, ‘লুকিয়ে লুকিয়ে পরীমনি আর শেখ সাদী প্রেম করছি কিন্তু বাঙালির সেটা এবার ধরে ফেলেছে।’ আরেকজনের কথায়, ‘ছবি শেয়ার করে সাদীর নামের প্রথম অক্ষর লিখেছে, আমরা সব বুঝি।’

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তাঁর স্থানীয় জামিনদার হয়েছেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর থেকেই আলোচিত শেখ সাদী। তখন থেকেই শুরু হয় দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন। যদিও তারা দুজনেই প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন। জানিয়েছেন তারা ভাল বন্ধু। তবে ভক্তরা এখনও দুজনকে ঘিরে কৌতুহল জারি রেখেছেন। সুযোগ পেলেই পরী-সাদীকে ঘিরে আলোচনায় জমিয়ে রাখছেন শোবিজঅঙ্গন। এখন দেখার পালা, সত্যিই কি সম্পর্কে জড়িয়েছেন পরী-সাদী। নাকি পুরোটাই নিছক গুঞ্জন, যেমনটা তারা বলেছেন। সময়ই বলে দেবে আসল সত্য কি।

মন্তব্য
ঈদ সিনেমা

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?
‘বরবাদ’ দেখতে দর্শকদের ভিড়

ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে বরবাদ।

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

বাংলা মুভি রিভিউ এর তথ্যমতে, ঈদের দিন মাল্টিপ্লেক্স গুলোতে বাংলা সিনেমা গুলো প্রায় ৬০ লক্ষ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭ টি শো হাউজফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো।

সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও একক ভাবে কোন সিনেমা রেকর্ড করতে পারেনি। 

প্রথমদিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। বরবাদের (২৮ লাখ) ওয়ার্ড অফ মাউথ পজেটিভ হলেও দরদ (৩০ লাখ) ও তুফানের (২৯ লাখ) চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে। আজ সবগুলো সিনেমার শো সংখ্যা বাড়ছে, স্বভাবতই আয়ও বাড়বে।

‘বরবাদ’ সিনেমার বাজেট ১৫ কোটি টাকা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।

মন্তব্য

সর্বশেষ সংবাদ