ঢালিউডের আইকনিক জুটি অপু বিশ্বাস ও শাকিব খান। ঢাকাই সিনেমার অন্যতম সেরা এ জুটি একসঙ্গে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। সিনেমায় অভিনয় করতে করতে বাস্তব জীবনেই দুজন জড়িয়ে যান প্রেমের সম্পর্কে। অবশেষে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজন।
আট বছর পর তাদের সন্তান আব্রাম খান জয় পৃথিবীতে আসে। এরপরের গোপন দাম্পত্য জীবন, প্রকাশ্যে আসা ও সম্পর্কে ভাঙন, দুজনের গল্প কোনো সিনেমার চেয়ে কম নয়।
আরো পড়ুন
হল কাঁপাচ্ছে ‘বরবাদ’, থানায় যেতে হলো নির্মাতাদের
তবে শাকিব-অপুর সম্পর্ক আগের মতো না থাওলেও ছেলেকে জয় ঘিরে তাদের সব কিছু। জন্মদিন থেকে শুরু করে যেকোনো উৎসবেই শাকিবকে ছেলের পাশে দেয়া যায়।
এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদে ছেলে আব্রামকে নিয়ে বেশ খুনসুটি করেছেন শাকিব। শত ব্যস্ততার মাঝেও এ যেন বাবা-ছেলের এক অন্য রকম বন্ধন। অপু বিশ্বাসের শেয়ার করা ছবিতেই দেখা যায় বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস শাকিব-আব্রামের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ধরা দিয়েছে বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব। ছবি শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছে, ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত।’
আরো পড়ুন
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?
তার কথায়, ‘কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উৎযাপন করল। এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল।
আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।’
অপুর পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঈদ মোবারক, মাশাআল্লাহ বাবা ছেলেকে খুবই সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক অনেক অনেক, শুভ কামনা তোমাদের জন্য।’
আরো পড়ুন
পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!
এবারের ঈদে অপুর কোনো ছবি মুক্তি না পেলেও মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে বরবাদ। মুক্তির প্রথম দিনই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরো রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।