<p>শাকিরা দাবি করেন যে তার প্রাক্তন সঙ্গী জেরার্ড পিকের কারণে তাঁর ক্যারিয়ার অনেক বছরের জন্য পিছিয়ে গেছে। কলম্বিয়ান গায়িকা শনিবার প্রকাশিত সানডে টাইমসের একটি নতুন সাক্ষাৎকারে বলেছেন, ‘দীর্ঘ সময় আমি জেরার্ডের পাশে থাকার জন্য আমার ক্যারিয়ার আটকে রেখেছিলাম, যাতে সে ফুটবল খেলতে পারে।’ </p> <p>শাকিরা আরো বলেন, ‘প্রেমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি।’</p> <p>বার্সেলোনার সাবেক ডিফেন্ডার পিকের সঙ্গে শাকিরার সাক্ষাৎ ২০১০ সালের বিশ্বকাপের সংগীত প্রচারের সময়। সেই বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গানটি দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন ফেলে দেন শাকিরা। তখনই পিকের সঙ্গে মন দেয়া নেয়া শুরু হয় এই কলম্বিয়ান পপ তারকার। পরের বছর সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন এই জুটি।</p> <figure class="image"><img alt="1" height="300" src="https://people.com/thmb/TB5RhsVUCxTuPjKXY1qvAsK_oZk=/1500x0/filters:no_upscale():max_bytes(150000):strip_icc():focal(1019x569:1021x571)/shakira-gerard-pique-1-4d71ef8091cf4e86ab45b1b4fbe79015.jpg" width="400" /> <figcaption><sub><em>শাকিরা-পিকে</em></sub></figcaption> </figure> <p>১১ বছর একসঙ্গে থাকার পর ২০২২ সালের জুনে বিচ্ছেদ ঘোষণা করেন স্পেন ও বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকে এবং পপ তারকা শাকিরা। পিকে তাদের সম্পর্কের শেষ দিকে শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন, এমনটাই অভিযোগ উঠেছিল। এই ফুটবল খেলোয়াড় তখন থেকে ২৩ বছর বয়সী ছাত্রী ক্লারা চিয়া মার্টির সঙ্গে যুক্ত হয়েছেন। কাতালোনিয়ায় সামারফেস্ট সার্ডানিয়া উৎসবে দুজনের চুম্বনের ছবি স্প্যানিশ মিডিয়া আউটলেট সোশ্যালাইট প্রকাশ করেছিল। এরপর থেকেই ভাঙন শুরু পিকে-শাকিরা জুটির। শেষ পর্যন্ত যা গড়ায় বিচ্ছেদ পর্যন্ত। যদিও তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে অনেক গুজব রয়েছে। তবে মুলত পিকের প্রতারনার কারণেই সংসার ভেঙেছেন শাকিরা, যা তিনি একাধিকবার দাবিও করেছেন।</p> <p>তবে বিচ্ছেদের ক্ষত এখনো দগদগে শাকিরার মনে। তাই সুযোগ পেলেই পিকের সম্পর্কে নিজের ক্ষোভ উগলে দিতে ভুলেননা শাকিরা। গত বছর নিজের গানেও তুলে এনেছেন পিকের বেইমানির অংশ। নিজের গানে সাবেক প্রেমিক ফুটবলার ও তাঁর প্রেমিকাকে তুলোধুনো করেছেন শাকিরা। </p> <p>পিকের সঙ্গে বিচ্ছেদের পর এখন পর্যন্ত একাই রয়েছেন শাকিরা। মাঝে টম ক্রুজ ও লুইস হ্যামিল্টনের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করেন তিনি। শাকিরার ভাষ্যমতে, এই মুহূর্তে সন্তান ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত তিনি। এছাড়াও কর ফাঁকির মামলায় বেশ নাজেহাল হতে হয়েছে অভিনেত্রীকে। গতবছর স্প্যানিশ কর ফাঁকির মামলায় একটি সমঝোতায় পৌঁছান শাকিরা। ১৪.৫ মিলিয়ন ইউরো (১৫.৭ মিলিয়ন) দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে হওয়া মামলায় বার্সেলোনায় বিচার ও কারাদণ্ড এড়াতে প্রসিকিউটরদের সাথে একটি চুক্তিতে পৌঁছান এই পপতারকা। চুক্তির অংশ হিসাবে, তিনি মামলায় উল্লেখিত বকেয়া পরিমাণের ৫০ শতাংশ চার্জ এবং জরিমানা গ্রহণ করেছেন। বর্তমানে দুই সন্তানকে নিয়ে মায়ামিতেই বসবাস করছেন শাকিরা।</p>