<p>মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলার মাধ্যমে যুবকের সঙ্গে তরুণীর পরিচয়। মাত্র দেড় মাসের পরিচয়ে যুবকের প্রেমে মজে ২১ ভরি স্বর্ণালংকার খুইয়েছেন তরুণী। প্রতারণার অভিযোগে নাফিজুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।</p> <p>নাফিজুর বরিশাল বিমানবন্দর থানার অধীন বাবুগঞ্জ উপজেলার পশ্চিম পাংশা এলাকার বাসিন্দা। ভুক্তভোগী তরুণী ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাফিজুরের সহযোগী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকার শফিউল আলম প্রিন্সকেও (২৩) গ্রেপ্তার করা হয়।</p> <p>গতকাল শুক্রবার বিএমপির উত্তর বিভাগের উপকমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার রুনা লায়লা জানান, ভুক্তভোগী তরুণী গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটনের লালবাগ থানায় একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের বিরুদ্ধে অপহরণ, স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন। লালবাগ থানার ওসি অভিযোগ গ্রহণ করে ভুক্তভোগীর পরিবারকে বরিশালের বিমানবন্দর থানা পুলিশের কাছে পাঠান। পাশাপাশি লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) বিমানবন্দর থানার পুলিশকে বিষয়টি সম্পর্কে অবগত করেন।</p> <p>বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সনজীত চন্দ্র নাথের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে বাবুগঞ্জের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে নাফিজুর ও তার সহযোগী প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১১ ভরি এক আনা দুই রতি স্বর্ণালংকার, ৭১০ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।</p> <p>মামলার তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার তরুণীর কাছ থেকে ২১ ভরি দুই আনা স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান নাফিজুর। এ ছাড়া এর আগে নগদ ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তরুণীর কাছ থেকে আরো ৩৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তারা।</p>