ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬
স্বরণ

শ্রীদেবীর প্রয়াণ দিবস আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শ্রীদেবীর প্রয়াণ দিবস আজ
সংগৃহীত ছবি

শ্রীদেবী কাপুরের প্রয়াণ দিবস আজ। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু সংখ্যক কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। পুরো নাম শ্রী আম্মা ইয়াঙ্গের আয়্যাপান।

১৯৬৩ সালের ১৩ আগস্ট তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন শ্রীদেবী।

হিন্দি চলচ্চিত্রে প্রথম নারী সুপারস্টার বিবেচিত হন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো কানদান কারুনাই চলচ্চিত্রে অভিনয়। এটি ১৯৬৭ সালে মুক্তি পেয়েছিলো।

ষাটের দশক জুড়ে এবং সত্তরের দশকের মাঝামাঝি পর্যন্ত শ্রীদেবী অনেক তামিল চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

১৯৭৬ সালের তামিল চলচ্চিত্র মুনড্রু মুদিচ্চু ছিল শ্রীদেবী অভিনীত প্রথম তামিল ভাষার চলচ্চিত্র। যেখানে তিনি মুখ্য নায়িকার ভূমিকায় অভিনয় করেন। তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমান পরিচালক কৈলাস বলচন্দ পরিচালিত চলচ্চিত্রটিতে তখনকার তরুণ অভিনেতা কমল হাসন এবং রজনীকান্তও অভিনয় করেন।

 

১৯৭৭ সালে মুক্তি পায় গায়েত্রী, কবিকুয়িল এবং ১৬ ভায়াথিনিলে, তামিল চলচ্চিত্রের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক পি ভারতীরাজার এই ১৬ ভায়াথিনিলে ছিল শ্রীদেবীর জীবনের মাইলফলক, ব্যাপক দর্শকপ্রিয়তা সহ চলচ্চিত্রটি ব্যবসা সফল সিনেমা ছিল সেসময়। শ্রীদেবী তামিল চলচ্চিত্র শিল্পের তারকা খ্যাতির পথ এই চলচ্চিত্রের মাধ্যমেই তৈরি হয়েছিল।

১৯৭৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত শ্রীদেবী ছিলেন তামিল চলচ্চিত্র শিল্পের একজন কর্মব্যস্ত নায়িকা। তার কাছে প্রচুর চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব আসতো এবং আশির দশকেই শ্রীদেবী একজন নিয়মিত পুরোদস্তুর বলিউড চলচ্চিত্র অভিনেত্রী হয়ে ওঠেন। যদিও ১৯৭৯ সালের বলিউড চলচ্চিত্র সোলভা সাওয়ান ছিল শ্রীদেবী অভিনীত প্রথম মুখ্য নায়িকা হিসেবে চলচ্চিত্র এবং ১৯৭৫ সালের জুলী চলচ্চিত্রটি ছিল তার অভিনীত প্রথম হিন্দি চলচ্চিত্র যেটাতে তিনি একজন কিশোরীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো-সোলা শাওন, চাঁদনি, লামহে, মিস্টার ইন্ডিয়া, নাগিন, ইংলিশ ভিংলিশ, মম, লাদলা, কশানা কশানাম, চালবাজ, সাদমা, মিন্দাম কোকিলা, থুনাইভান, হিম্মতওয়ালা, রূপ কি রানি চন্দ্র ক্যা রাজা, ঘুমরাহ, কালাকার, টোফা ইত্যাদি।

বিনোদন শিল্পে তার অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে। এছাড়াও তিনি পেয়েছেন একটি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, নন্দী পুরস্কার, তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ। 

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি (আজকের দিনে) দুবাইয়ে মৃত্যুবরণ করেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

পেছনে ফেলেছেন শাহরুখ-ক্রুজদের, যেভাবে বিশ্বের সেরা ধনী অভিনেতা টাইলর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
পেছনে ফেলেছেন শাহরুখ-ক্রুজদের, যেভাবে বিশ্বের সেরা ধনী অভিনেতা টাইলর
টম ক্রুজ, শাহরুখ খান ও টাইলর পেরি

২০২৫ সালের বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। গত মাসে প্রকাশিত এই নতুন তালিকায় বিশ্বের প্রায় তিন হাজারের বেশি ডলার বিলিয়নিয়ারদের নাম রয়েছে, যার মধ্যে মিডিয়া ও বিনোদন জগতের মানুষও আছেন। এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছে এমন একটি নাম, যার কথা অনেকেই হয়তো ভাবেননি। তিনি টাইলার পেরি।

তবে মজার বিষয় হচ্ছে, এ অভিনেতার ক্যারিয়ারে নেই কোনো ব্লকবাস্টার সিনেমা। তবু তিনি ধনী অভিনেতাদের শীর্ষে!

আরো পড়ুন
গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ফোর্বসের তালিকায় অভিনেতা, পরিচালক, লেখক ও প্রযোজক টাইলার পেরির মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পদ নিয়ে তিনি পিছনে ফেলেছেন টম ক্রুজ (৮০০ মিলিয়ন), শাহরুখ খান (৭৭০ মিলিয়ন), ডোয়াইন ‘দ্য রক’ জনসন (৭০০ মিলিয়ন) এবং এমনকি জনপ্রিয় কমেডিয়ান জেরি সাইনফেল্ডকেও (১.১ বিলিয়ন)।

টাইলার পেরি মূলত জনপ্রিয় ‘মাদিয়া’ ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচিত।

এই ফ্র্যাঞ্চাইজির অধীনে তৈরি হয়েছে একাধিক সিনেমা ও টিভি শো। যদিও এই সিরিজের কোনোটিই বিশ্বজুড়ে বিশাল আয় করেনি, তবুও এর মোট আয় ৬৬০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। টাইলার পেরির সাফল্যের মূল রহস্য তার কনটেন্ট কৌশলে। তিনি নিজেই তার তৈরি সব কনটেন্টের শতভাগ মালিক।

আরো পড়ুন
আমি খারাপ অভিনয়শিল্পী নই

আমি খারাপ অভিনয়শিল্পী নই

 

টাইলার পেরি ২০১৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন তার নামের স্টুডিস, যেটা যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় ৩৩০ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে রয়েছে ১২টি সাউন্ডস্টেজ এবং এমনকি একটি হোয়াইট হাউজের স্কেল মডেলও। অন্যদিকে, টাইলার পেরি সাত বছর ধরে ওপ্রাহ উইনফ্রের ‘ওয়ন’ টিভি চ্যানেলের জন্য কনটেন্ট তৈরি করেছেন। এরপর ২০১৯ সালে তিনি ভায়াকমের সঙ্গে একটি বড় চুক্তি করেন, যার মাধ্যমে তিনি বিট প্লাস স্ট্রিমিং সার্ভিসের ২৫% মালিকানায় অংশ নেন। এসব কৌশল ও বিনিয়োগই তাকে নিয়ে এসেছে বিলিয়ন ডলারের ক্লাবে।

ফোর্বসের প্রকাশিত তিন হাজারেরও বেশি বিলিয়নিয়ারের তালিকায় টাইলার পেরি আছেন যৌথভাবে ২৩৫৬তম স্থানে। জনপ্রিয়তা বা সিনেমার বক্স অফিস হিট নয়, বরং পরিকল্পিত কনটেন্ট মালিকানা ও ব্যবসায়িক দূরদর্শিতাই তাকে নিয়ে এসেছে এই উচ্চতায়।

মন্তব্য

শাহরুখের সিনেমার গান শুনে কেঁপে উঠলেন ক্যান্সার আক্রান্ত তাহিরা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শাহরুখের সিনেমার গান শুনে কেঁপে উঠলেন ক্যান্সার আক্রান্ত তাহিরা
সংগৃহীত ছবি

দ্বিতীয় বারের মতো স্তন ক্যানসার থাবা বসিয়েছে তার শরীরে। ভেঙ্গে পড়েননি, বরং এবারও লড়াইয়ের জন্য প্রস্তুত আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। হাতে সূর্যমুখী ফুল নিয়ে বার্তা দিয়েছেন, ‘আমি সেরে উঠছি’। তার মধ্যেই তাহিরার আরও একটি বার্তা মন খারাপ করে দিয়েছে তার অনুরাগীদের।

 

সম্প্রতি চিকিৎসার কারণে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাহিরাকে। সেখানে শাহরুখ খান অভিনীত ‘কাল হো না হো’ সিনেমার শীর্ষসঙ্গীত বাজছিল। তাহিরা সাময়িকভাবে নাকি সেই গান শুনে ভয়ে কেঁপে উঠেছিলেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গানটি বন্ধ করে দেওয়ার অনুরোধও জানান তিনি।

সংবাদমাধ্যমে সে কথা নিজেই জানিয়েছেন তাহিরা।

Ayushmann Khurrana and Tahira Kashyap on holiday mode, to ring in New Year  in the US

পেশায় পরিচালক-লেখক তাহিরা জানান, সাত বছর পরে আবারও ক্যান্সার ফিরে এসেছে। তার ফের চিকিৎসা শুরু হয়েছে। যার জন্য হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে তাকে।

সে দিন তার স্ক্যান করানো হচ্ছিল। আচমকা কানে আসে ‘কাল হো না হো’ গানটি। ছবির নায়কও ক্যানসার আক্রান্ত। ক্রমশ মৃত্যু নিকট হচ্ছে তার। এমন আবহে গানটি নেপথ্য সঙ্গীত হিসাবে ব্যবহৃত হয়েছে।

গানটি কানে আসামাত্র তাহিরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন, ‘দয়া করে এখনই গানটি বন্ধ করে দিন।’ গানের কথা, সুর তাকে এতটাই ছুঁয়ে গিয়েছিল বলেই কি তিনি সাময়িক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন? মৃত্যুভয় দেখা দিয়েছিল তার মনে? এর উত্তর অবশ্য তাহিরা দেননি। 

তবে নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গে স্ত্রীকে সাহস জুগিয়েছেন স্বয়ং আয়ুষ্মান। সমাজমাধ্যমে লিখেছেন, ‘দ্বিতীয়বারও তোমার পাশে আছি।’ 

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম ক্যানসারে আক্রান্ত হন তাহিরা।

মন্তব্য

শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্তিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্তিক
সংগৃহীত ছবি

সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডের পর এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন কার্তিক আরিয়ান। এমনই গুঞ্জন বেশ অনেক দিন ধরে। যদিও অভিনেতা জানিয়েছেন তিনি ‘সিঙ্গেল’। 

কিছুদিন আগেই কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তার আসন্ন ছবির নায়িকাকে।

তাতেই কার্তিক আরিয়ান-শ্রীলীলার প্রেম ছাঁদনাতলা পর্যন্ত গড়াচ্ছে, এমনই গুঞ্জন বলিউডে। 

সম্প্রতি উত্তরবঙ্গে ও সিকিমে শ্রীলীলার সঙ্গে শুটিং করছেন কার্তিক। সেখানকার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে শ্রীলীলা ও কার্তিকের ক্যামেরার পিছনের রসায়ন দেখে দুইয়ে-দুইয়ে চার করতে ব্যস্ত অনুরাগীর।

তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা। 

Who is Sreeleela? Actress linked to Kartik Aaryan, created a sensation in  Pushpa 2's item number | PINKVILLA

কার্তিক সাফ জানান, আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছে। কিছুটা ঠিক, কিছুটা অসত্য। আমি এটা বলব যে আমি সিঙ্গেল।

অভিনেতার কথায়, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয়েছে যে আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে। আসলে বাইরে যে এত কথা হয় আমাকে নিয়ে, আমি ভাবি এত তথ্য তো আমি নিজেও জানি না নিজেকে নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আমি এটা বুঝতে পেরেছি যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন থাকতে হবে।’

মন্তব্য

গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের
মুস্তাফা জাহিদ

পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। বিশ্বজুড়ে যার ভক্ত-অনুরাগী রয়েছে। সদ্যই ঢাকায় এসেছেন তিনি। কথা ছিল, ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন।

কিন্তু শেষ পর্যন্ত ঢাকায় এসেও আর গান গাওয়া হলো না তার। কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

কনসার্ট শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে আয়োজক প্রতিষ্ঠান ফেসবুকে জানিয়ে দেয়, কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ দর্শানো হয়েছে- নিরাপত্তাজনিত সমস্যাকে।

আরো পড়ুন
আগুনে পুড়ল ফ্যাসিস্টের মোটিফ, ফায়ার সার্ভিস বলছে ‘রহস্যজনক’

আগুনে পুড়ল ফ্যাসিস্টের মোটিফ, ফায়ার সার্ভিস বলছে ‘রহস্যজনক’

 

ঢাকার শিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর– এই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকরা কারো সঙ্গেই যোগাযোগ রাখেননি বলে অভিযোগ করেছেন শিল্পীরা। বিষয়টি নিয়ে এ কে রাহুল বলেন, একজন আন্তর্জাতিক শিল্পী অতিথি হয়ে দেশে এসেছেন। প্র্যাকটিসও করেছেন।

অথচ আয়োজকরা একেবারে শেষ মুহূর্তে গায়েব হয়ে গেলেন। এটা শুধু লজ্জাজনক নয়, শিল্পীসমাজের জন্য অপমানজনকও।

ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, আয়োজকরা গতকাল যে পেমেন্ট দেওয়ার কথা বলেছিল, সেটিও দেয়নি। তখন থেকেই সন্দেহ হয়েছিল কিছু একটা হতে পারে।

আরো পড়ুন
ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান

ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান

 

অন্যদিকে, এই কনসার্টের জন্য তিন ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছিল।

জেনারেল এক হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন তিন হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। কনসার্টটি হওয়ার কথা ছিল পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। তবে ভেন্যু কর্তৃপক্ষ জানায়, ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’  নামের কোনো প্রতিষ্ঠানের আজকের দিনের জন্য বুকিং ছিল না। তারা যোগাযোগ করেছিল ঠিকই, কিন্তু কোনো পেমেন্ট দেয়নি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য দর্শক ভেন্যুতে হাজির হন। কিন্তু সেখানে গিয়ে দেখেন গেট বন্ধ, নেই কোনো আয়োজনের চিহ্ন। দর্শকরা আয়োজকের নম্বরে ফোন করলেও সব নম্বর বন্ধ পাওয়া গেছে বলে জানা যায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ