<p>বেসামরিক পাঁচ ধরনের পদে মোট ৩৯ জন নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রামের কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের (নিউমুরিং) অধীনে এসব জনবল নেওয়া হবে। আবেদন ফি জমা দিয়ে দরকারি কাগজপত্রসহ প্রার্থীদের সরাসরি বাছাই পরীক্ষায় অংশ নিতে হবে।</p> <p> </p> <p>আগ্রহী প্রার্থীদের কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সব সনদের মূল কপিসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।</p> <p><br /> <strong>পদের বিবরণ :</strong></p> <p>১. হাইলি স্কিল্ড (গ্রেড-২)<br /> পদ সংখ্যা : ১টি (অটো ইলেকট্রিক মেকানিক)<br /> যোগ্যতা : এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের ২ বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমান পাসসহ ২ বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা।<br /> বেতন : ৯,৩০০ টাকা ও অন্যান্য ভাতা।</p> <p><br /> ২. স্কিল্ড গ্রেড<br /> পদ সংখ্যা : ৭টি (ডিজেল ফিটার-১, গ্যাস কাটার-১, ইলেকট্রনিকস-৪ ও ইলেকট্রনিকস/রেডিও মেকানিক-১)<br /> যোগ্যতা : এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স উত্তীর্ণ। অথবা এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।<br /> বেতন : ৯,০০০ টাকা ও অন্যান্য ভাতা। </p> <p><br /> ৩. সেমি স্কিল্ড (গ্রেড-১)<br /> পদ সংখ্যা : ৯টি (ওয়েল্ডার-১, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার-১, মেশিনিস্ট/টার্নার-১, ফ্রিজ মেকানিক-১, অটোমোবাইল-১, মেকানিক্যাল ফিটার-১, ইলেকট্রনিকস/রেডিও মেকানিক-১, ডিজেল ফিটার-১ ও প্লেটার-১)<br /> যোগ্যতা : এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।<br /> বেতন : ৮,৮০০ টাকা ও অন্যান্য ভাতা।</p> <p><br /> ৪. সেমি স্কিল্ড (গ্রেড-২)<br /> পদ সংখ্যা : ৯টি (কার্পেন্টার-১, ওয়েল্ডার-১, পেইন্টার-১, ইলেকট্রিশিয়ান-৩, ডিজেল ফিটার-২ ও মেশিনিস্ট-১)<br /> যোগ্যতা : এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেটধারী। অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস।<br /> বেতন : ৮,৫০০ টাকা ও অন্যান্য ভাতা। </p> <p>৫. অদক্ষ শ্রমিক<br /> পদ সংখ্যা : ১৩টি<br /> যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস (কারিগরি ট্রেড কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার)।<br /> বেতন : ৮,২৫০ টাকা ও অন্যান্য ভাতা। </p> <p><br /> <strong>বয়সসীমা : </strong>৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। </p> <p> </p> <p><br /> <strong>আবেদন ফি :</strong> পদভেদে ফি ৫০ থেকে ১০০ টাকা।</p> <p><strong>নির্বাচনী পরীক্ষার তারিখ :</strong> ৮ সেপ্টেম্বর ২০২৪, সকাল সাড়ে ৮টা।</p> <p><strong>বাছাই পরীক্ষার স্থান : </strong>নেভি হাসপাতাল গেট (বানৌজা ঈসা খান), নিউমুরিং, চট্টগ্রাম।</p> <p><strong>নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে : </strong><a href="https://csd.navy.mil.bd/notice/49760-ete-circular.pdf" target="_blank">https://csd.navy.mil.bd/notice/49760-ete-circular.pdf</a></p>