করোনা থেকে সেরে ওঠার পর শরীরে নানারকম সমস্যা দেখা দেয়। কারো কম, কারো-বা বেশি। একেকজনের একেকরকম উপসর্গ। এর মধ্যে ব্যায়াম করা কি উচিত? কী ধরনের ব্যায়াম করলে শরীরের উপকার হবে? এ ধরনের নানা প্রশ্ন ঘুরতে থাকে অনেকের মনে।
করোনা থেকে সেরে ওঠার পর শরীরে নানারকম সমস্যা দেখা দেয়। কারো কম, কারো-বা বেশি। একেকজনের একেকরকম উপসর্গ। এর মধ্যে ব্যায়াম করা কি উচিত? কী ধরনের ব্যায়াম করলে শরীরের উপকার হবে? এ ধরনের নানা প্রশ্ন ঘুরতে থাকে অনেকের মনে।
যেটা প্রথমেই মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার শরীর। যেহেতু একেক জনকে একেক রকম ভাবে আক্রমণ করছে, তাই নিজের শরীর নিজেকেই বুঝে নিতে হবে। ধরুন আপনার আগের তুলনায় এখন শারীরিক সমস্যা কম।
বাড়ির মধ্যেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দেখে নিন কতটা হাঁপিয়ে যাচ্ছেন। যদি মনে হয় পারবেন, তাহলে স্পট ওয়াকিং বা এক জায়াগায় হাঁটতে পারেন। তবে সেটা ১০-১২ মিনিটের বেশি নয়।
সিটিং মার্চ
যদি দেখেন হাঁটতে কষ্ট হচ্ছে, তাহলে একটা চেয়ারে বসুন। এক জায়গায় বসেই হাঁটার ভঙ্গিতে পা চালান। এটাকে বলে সিটিং মার্চ।
পায়ের পাতার ব্যায়াম
টিপ-টো এক্সারসাইজ বা পায়ের পাতার ব্যায়াম বসে বসেই করতে পারবেন। পায়ের পাতা টানটান করুন। গোল করে ঘোরান। প্রথম ডান ডিকে দিয়ে গোল করে, তারপর বাম দিক দিয়ে। পায়ের আঙুল টানটান করুন। দাঁড়িয়ে পায়ের আঙুলে ওপর ভর দিয়ে উঁচুতে ওঠার চেষ্টা করুন। সিড়ির কয়েক ধাপ ওঠানামা করতে পারেন। সিড়ির ধাপে পা রেখে হাটু ভাঁজ করে পা স্ট্রেচ করার ব্যায়মগুলোও করে দেখে নিন আপনার কতটা অসুবিধা হচ্ছে।
স্ট্রেচিং
হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। হাত, পা, হাঁটু, শরীরের ওপরের অংশ, শরীরের নিচের অংশ স্ট্রেচ হয়- এমন ধরনের সহজ ব্যায়াম করুন। হাত সামনের দিকে বা ওপর দিকে তোলা-নামানোর ব্যায়মগুলো করতে পারেন। এতে বেশি ক্লান্তি আসবে না।
যোগ ব্যায়াম
যোগ ব্যায়াম শরীরে পাশাপাশি মনের সুস্থাতার জন্যেই কার্যকরী। ১৫-২০ মিনিট সহজ কিছু আসন এবং নিঃশ্বাস-প্রশ্বাসের ব্যায়ামগুলো করতে পারেন।
সূত্র : আনন্দবাজার
সকালের নাশতায় আমরা বিভিন্ন আইটেম রাখি। খেয়ে থাকি আটা বা ময়দার রুটি। তবে মাঝেমধ্যে চাইলে তৈরি করতে পারেন লাচ্ছা পরোটা।
এ ছাড়া যেকোনো উপলক্ষকে সামনে নিয়েও এই নাশতা তৈরি করতে পারেন।
এই বিশেষ পরোটায় অনেকগুলো স্তর থাকে। মাংস বা সেমাইয়ের সঙ্গে এর স্বাদ একেবারে আলাদাই। জেনে নিন সহজে বাড়িতে কিভাবে বানাবেন।
উপকরণ (৫ জনের জন্য)
প্রণালী
প্রথমে ময়দাতে লবণ, চিনি ও ২ টেবিল চামচ সাদা তেল ও ২টি ডিম ভেঙে ভালোভাবে মিশিয়ে নিন। ১ ঘণ্টা ঢেকে রাখুন। এরপর লেচি কেটে নিন। থালায় তেল মাখিয়ে লেচি নিয়ে হাতের সাহায্যে বাড়াতে হবে।
লেচিগুলো আবার তেল মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর থালায় তেল মাখিয়ে হাতের সাহায্যে সাবধানে পরোটা বাড়িয়ে নিন। তেল গরম করে ছাঁকা তেলে পরোটা ভেজে তুলে নিন।
সূত্র : আজতক বাংলা
ফলের রাজা আম। আর গ্রীষ্ম এলেই দেখা পাওয়া যায় এই রাজার। এই মৌসুমে আম খাওয়া কতটা উপকারী, তা মোটামুটি অনেকেই জানেন। তবে এই গাছের পাতাও যে বহু রোগ থেকে দূরে রাখতে পারে, তা কি জানেন?
শুধু কি রোগ? ওজন কমানো থেকে ত্বকের যত্নে আম পাতার উপকারিতা আশ্চর্য করবে সবাইকে।
ওজন কমাতে সাহায্য করে
ওজন বাড়ার ভয়ে অনেকেই আম খেতে গিয়ে ভয় পান। তবে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত এক রিপোর্ট দাবি করেছে, আমগাছের পাতা ওজন কমাতে সাহায্য করে।
হার্ট ভালো রাখতে
হার্টের জন্য উপকারী আমপাতা। ওই রিপোর্টেই দাবি করা হয়েছে, আম পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্টের মতো উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে। আমপাতার গুণে কোলেস্টেরলের চিন্তা দূর হয়ে যেতে পারে! বলা হচ্ছে, সব মিলিয়ে ভালো থাকে হার্ট।
ত্বকের যত্নে
আমপাতা শুধু রোগ দূর করতেই ওস্তাদ নয়, ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও উপকারী। ব্রণ, র্যাশ, দাগ ছোপ দূর করতেও আমপাতা উপকার দিয়ে থাকে। তবে সংবেদনশীল ত্বক হলে বা ত্বকের বিশেষ কোনো অবস্থা হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আমপাতার রস
রিপোর্টে দাবি করা হচ্ছে, আমপাতার রস টোনার হিসেবে খুবই কার্যকরী। বয়সের ছাপ পড়া থেকে ত্বককে আগলে রাখতে এই আমপাতা কার্যকরী।
চুলের বৃদ্ধিতে উপকারী
শুধু কি ত্বক, চুলের বৃদ্ধিতেও আমপাতা উপকারী বলে দাবি করছে ওই রিপোর্ট। আমপাতায় থাকা ভিটামিন সি এবং ভিটামিন এ চুল মজবুত করে এবং চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয়।
হজমের গোলমাল
হজমের গোলমাল ঠেকাতেও এই আমপাতার গুণের অভাব নেই। কোষ্ঠকাঠিন্য় থেকে পেট ফাঁপা, এমন নানান ধরনের সমস্যায় আমপাতা কার্যকরী ফল দেয়। রিপোর্ট দাবি করেছে, হজমে সাহায্য করে আমপাতা।
কিভাবে ব্যবহার করবেন
আমের পাতা ফুটিয়ে নিয়ে তার রস হিসেবে ব্যবহার করতে পারেন। আবার আমের পাতা শুকিয়ে তা গুঁড়া করেও ব্যবহার করতে পারেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
শখের জামা কাপড় কাচতেই গেলেই বিপদ। সুতি বা যেকোনো কাপড়, ভালো করে কাচতে গেলেই রং উঠে যায়। রং ওঠেই ক্ষান্ত হয় না। হালকা রঙের অন্য পোশাকেও সে সব লেগে যায়।
কাপড় হাতেই কাচুন বা মেশিনে, অনেক সময় গাঢ় রঙের পোশাক থেকেও রং বের হতে থাকে হু-হু করে। এক বার কাচতেই তা ফিকে হয়ে যায়। বিশেষত নতুন পোশাক কাচতে গেলে এই সমস্যার সম্মুখীন হতেই হয়। এর সহজ সমাধান আছে হাতের কাছেই।
কাপড় কাচার যন্ত্র বা ওয়াশিং মেশিনে কাপড় কাচার সময় শুধু মিশিয়ে নিতে হবে রান্না ঘরের একটি উপাদান। সেটি হচ্ছে সামান্য একটু লবণ।
লবণে কী কাজ হবে
সৈন্ধব লবণ বা হিমালয়ান রক সল্ট নয়, বাড়িতে রান্নায় ব্যবহার করা সাদা লবণেই কাজ হবে। এতে থাকে সোডিয়াম ক্লোরাইড।
তা ছাড়া বার বার কাচতে কাচতে পোশাকের রং ফিকে হয়ে যায়। লবণের ব্যবহারে এই সমস্যার সমাধান হবে।
কিভাবে ব্যবহার করবেন
সূত্র : আনন্দবাজার
গরমকালে অনেকের কাছেই পান্তাভাত অত্যন্ত প্রিয়। আগের দিনের ভাতে পানি ঢেলে সেটিকে ভিজিয়ে রাখা হয় আর পরেরদিন কাঁচা মরিচ, পেঁয়াজ, ভর্তা দিয়ে খাওয়া হয় পান্তা ভাত। শুধু স্বাদেই নয়, পুষ্টির দিক থেকেও পান্তাভাত অসাধারণ।
পুষ্টিগুণে ভরপুর পান্তাভাত
গবেষণায় দেখা গেছে, সদ্য রান্না করা ভাতে প্রতি ১০০ গ্রামে আয়রন থাকে ৩.৪ মিলিগ্রাম।
ডায়াবেটিস ও পান্তাভাত—সতর্কতা ও উপকারিতা
অনেকেই মনে করেন পান্তাভাত ডায়াবেটিস বাড়িয়ে দেয়।
পান্তাভাতেও সাধারণ ভাতের মতোই গ্লাইসেমিক ইনডেক্স ও গ্লাইসেমিক লোড বেশি।
সূত্র : নিউজ ১৮ বাংলা