জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কাজে উৎসাহ পাবেন। বাড়তি আয়ের সুযোগ আসবে।
পাওনা আদায়ে অগ্রগতি হবে। আটকে যাওয়া কাজ সচল হতে পারে। ঘনিষ্ঠ কারো সমস্যায় সহযোগিতা করতে হতে পারে। ব্যবসায় লাভবান হওয়ার সুযোগ আসবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। পরিকল্পনায় অগ্রগতি হবে। আপনার কর্মদক্ষতা অন্যের দৃষ্টি আকর্ষন করবে। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ থাকবে।
ব্যবসা বাণিজ্যেগতি আসবে।
আরো পড়ুন
জামায়াতের স্বেচ্ছা গ্রেপ্তার কর্মসূচি স্থগিত
মিথুন (২১ মে-২০ জুন): কর্মক্ষেত্রে প্রসার লাভ ও আর্থিক দুশ্চিন্তার কিছুটা অবসান হবে। উদ্বেগের মধ্যেও অর্থ আগমনের সম্ভবনা। মানসিক অতৃপ্তি থাকতে পারে। কোরো অসুস্থাতায় চিন্তিত থাকতে পারেন।
পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই): সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি হবে। পাওনা আদায়ে বিলম্ব। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সার্বিক উন্নয়ন তরান্বিত করতে সময়ের সঠিক ব্যবহার প্রয়োজন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): কাজের চাপ থাকবে। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। ব্যবসায়িদের টাকা বাজারে আটকে থাকতে পারে। কোনো ঘটনায় মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। ভয় নেই দুর্ভাগ্য ও আশীর্বাদ রূপে দেখা দিতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): আজস্মিক প্রাপ্তির সম্ভবনা আছে। কাজকর্মে প্রসার লাভ হবে। আর্থিক উন্নতির যোগ আছে। বিনোদনমূলক কাজে আগ্রহ বাড়বে। নতুন সম্ভবনা ও সুযোগকে কাজে লাগাতে হবে। শুভ কাজে যুক্ত থাকুন।
আরো পড়ুন
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): গৃহ, আবাসন ও ভূমি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা বিলম্ব হতে পারে। কারো সান্নিধ্যে সময় ভালো কাটবে। শরীর ভালো থাকবে তবে যত্নের প্রয়োজন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কোনো সংবাদে আশাবাদী হবেন। অন্যের দুঃখ-কষ্টে সহজেই আবেগে আপ্লুত হতে পারেন। ভাবাবেগের পরিবর্তে বস্তু নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে সবকিছু বিচার করুন। মন ভালো রাখুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কোনো আর্থিক সুবিধা পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহন করতে পারেন। সব কাজেই গতি ক্রমশ বৃদ্ধি পাবে। আপনার মনোভাব আপনাকে সুখি থাকতে সাহায্য করবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): ভালো কাজের সুযোগ আসবে। আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। নিজেকে পরিচর্যা করার এবং যা আপনি সব থেকে পছন্দ করবেন তা করার পক্ষে ভালো দিন।
আরো পড়ুন
গাড়ি গন্তব্যে না পৌঁছালে পুরো ভাড়া দিতে হবে?
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নিয়মিত কাজে বাধা আসতে পারে। কোনো বড় আর্থিক সমস্যা আসবে না তবে ব্যয় সম্পর্কে সতর্ক হওয়া বুদ্ধিমানের কাজ। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং তারা কি চায় তা জানার চেষ্টা করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আয়ের নতুন কোনো উৎস পেতে পারেন। কোনো বন্ধুর অপ্রত্যাশিত যোগাযোগ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনতে পারে। কজকর্মে উন্নতি ও আর্থিক দিক অনুকূলে। অবসর সময়টি আপনজনের সঙ্গে ব্যয় করুন।
আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ। যোগাযোগ: ০১৭১১০৫৭৩৭৭ই-মেইল: amasud9995@gmail.com www.astrologerahmedmasud.com