<p>সারা দেশে জেঁকে বসেছে কনকনে শীত। দুই দিন ধরে অভিমানী সূর্য মুখ লুকিয়ে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন।</p> <p>আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দেশের বিভিন্ন বিভাগ ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে।</p> <p>ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার আকাশে ঘন থেকে অতিঘন কুয়াশার উপস্থিতি থাকায় সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ময়মনসিংহ ও খুলনা বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকলেও সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সূর্যের আলো দেখা যেতে পারে।</p> <p>বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে রাস্তাঘাট। আর যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষের আনাগোনা তুলনামূলক কম। তবে যারাই বের হচ্ছেন, বৃষ্টির মতো কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় ভোগান্তিতে পড়ছেন। একাধিক গরম পোশাক গায়ে জড়িয়েও যেন শীতের সঙ্গে পারা দায়।</p> <p>অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় হালকা কুয়াশা থাকায় সকাল ১০টা থেকে ১২টার মধ্যে সূর্যের আলোর দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। </p>