<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘একাত্তরের লড়াই ছিল পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে। একইভাবে চব্বিশের লড়াইও ছিল আওয়ামী জাহিলিয়াত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে।’ </p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘এই দুটি লড়াই ছিল বাঙালি জাতির ইতিহাসের লড়াই। সুতরাং একটিকে দিয়ে আরেকটি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিষয়টি এমন নয়। এই দুটি লড়াই থেকে আমাদের শিক্ষা রয়েছে।’</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন জনমতের লক্ষ্যে প্রচারপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে তিনি উপজেলা সদর এলাকায় বিভিন্ন দোকান, পথচারীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। এ সময় দেবীদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘১৯৭১ ব্যর্থ হয়েছে বলে ২০২৪ এসে থামতে হয়েছে। আবার যদি চব্বিশ ব্যর্থ হয় তাহলে হয়তো অন্য কোনো ক্ষেত্রে ইতিহাসের কোনো এক পর্যায়ে আমাদের নিজেরদের প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। সুতরাং একটি অপরটির মুখোমুখি দাঁড় না করিয়ে বরং একটি অপরটি ইতিহাসের প্রতারিত হয়েছে সে হিসেবে দেখা উচিত। রাজনৈতিক মতপার্থক্য রয়েছে সেগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হওয়া উচিত।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা হওয়ার কথা ছিল, যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এটির ঘোষণা করা হবে। সে জায়গা থেকে আমরা গণমানুষের আকাঙ্খা তুলে ধরার জন্য মানুষের কাছে ছুটে যাচ্ছি, প্রান্তিক জনপথ থেকে যারা আন্দোলনে নেমে এসেছিল সমাজের প্রত্যেকটি স্তুরের মানুষের কাছে ছুটে যেতে চেষ্টা করছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। পরবর্তী বাংলাদেশ বিনিমার্ণের ক্ষেত্রে তাদের যে আশা আকাঙ্খা এই জুলাই গণঅভ্যুত্থনের ঘোষণাপত্রে যাতে প্রতিফলিত হয়।</p> <p style="text-align:justify">অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে হাসনাত বলেন, আমি আশা করছি, সরকার আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা করার প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিবেন।</p> <p style="text-align:justify">প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশনের ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির বিষয়ে তিনি আরও বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ এর পথযাত্রা এবং ১৯৭১ থেকে ২০২৪ এর পথযাত্রা সেটি সুস্পষ্ট সেখানে বর্ণনা থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রামের দীর্ঘ সময়ের যে ইতিহাস রয়েছে সে ইতিহাসের স্বীকৃতি থাকতে হবে। আওয়ামী জাহিলিয়াতের সময় খুন, গুম, হত্যা নির্যাতন, নিপীরণসহ আওয়ামীলীগ প্রণোয়ন করেছে সেটারও বর্ণানা থাকতে হবে।</p>