<p>সাপকে নিয়ে অনেক মিথ্যা ধারণা প্রচলিত আছে, তার মধ্যে একটি হলো: সাপ কি উড়তে পারে? এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে সাপের শারীরিক গঠন এবং তাদের চলাচলের ধরন সম্পর্কে কিছু তথ্য জানা দরকার।</p> <p>সাপের শরীরে কোনো পাখা নেই, তাই তারা উড়তে পারে না। তবে, কিছু সাপ নিজেদের শরীরকে বিশেষভাবে ব্যবহার করে এক গাছ থেকে আরেক গাছে বা একটি জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে পারে। সাপের চলাচলের ধরন সাধারণত কয়েকটি ভাগে বিভক্ত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপের রাজ্য স্নেক আইল্যান্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728026623-0a3dda2ebe4c0cfa7c5b839f8ce92444.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপের রাজ্য স্নেক আইল্যান্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/04/1431714" target="_blank"> </a></div> </div> <p>সের্পেন্টাইন মুভমেন্ট হলো এটি সাপের সাধারণ চলার ধরন। এ পদ্ধতিতে সাপ তার দেহকে S আকারে কুণ্ডলী পাকিয়ে মাটির উপর দিয়ে সরে চলে। দ্বিতীয় পদ্ধতিটা হলো রেক্টিলিনিয়ার মুভমেন্ট। এটা হলো কিছু ভারী সাপের ধীরগতিতে সোজাসুজি চলার পদ্ধতি। সাইড-ওয়াইন্ডিং মুভমেন্ট সাপের চলাচলের তৃতীয় পদ্ধতি। মরুভূমি অঞ্চলের সাপেরা এই পদ্ধতিতে চলাচল করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কি লাফ দিতে পারে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/25/1727254292-4e334e5d9cb3f7c5f4d84e888e36c6f3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কি লাফ দিতে পারে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/25/1428784" target="_blank"> </a></div> </div> <p>উড়ন্ত সাপ নামে পরিচিত কিছু সাপ আছে। এরা প্রকৃতপক্ষে উড়তে পারে না। এরা গাছ থেকে গাছ পর্যন্ত বাতাসে শরীর ছেড়ে দিয়ে আরেক গাছে যেতে পারে। এই বিশেষ ধরনের সাপগুলি (Chrysopelea প্রজাতি) দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে দেখা যায়। এদের শরীরের নিচের দিকটা প্রসারিত করে এবং বাতাসের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা ১০-১৫ মিটার পর্যন্ত লাফিয়ে যেতে পারে। এটা সাপের জন্য প্রাকৃতিকভাবে নিজেকে শিকার ধরার বা বিপদ থেকে বাঁচানোর একটি কৌশল। এটাকে মোটেও সাপের ‘ওড়া’ বলা যাবে না, এমনি সত্যিকারের লাফানোও বলা যাবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লাউডগা সাপ কি উড়ে উড়ে কামড়ায়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727091550-120b1a772994a9234f2ba454ee171505.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লাউডগা সাপ কি উড়ে উড়ে কামড়ায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/23/1428180" target="_blank"> </a></div> </div> <p>উড়ন্ত সাপ যখন গাছের শাখা থেকে লাফিয়ে পড়ে, তখন তারা নিজেদের শরীরকে প্রসারিত করে একটি সামঞ্জস্যপূর্ণ আকার দেয়, যেন তারা বাতাসে ভেসে যেতে পারে। এই প্রক্রিয়াটি gliding নামে পরিচিত। এ ধরনের সাপের শরীর লম্বা এবং চ্যাপ্টা হয়। ফলে তারা বাতাসে ভেসে থাকে এবং গন্তব্যস্থলের দিকে সঠিকভাবে পৌঁছে যায়। সাপের এই ধরনের চলাচলকে প্রকৃত উড়া বলা না গেলেও এটি এক ধরনের বাতাসে ভেসে চলা, যা দেখতে অনেকটা ওড়ার মতো মনে হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কি দুধ-কলা খায়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/20/1724148031-29c26f4946d508d43765f41c04e4d8cf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কি দুধ-কলা খায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/08/20/1416871" target="_blank"> </a></div> </div> <p>উড়ন্ত সাপ তাদের শিকার ধরার জন্য বা শিকারি প্রাণী থেকে পালানোর জন্য এই ক্ষমতাটি ব্যবহার করে। গাছ থেকে গাছে দ্রুত গতি ছুটে গিয়ে তারা শিকার ধরে বা বিপদ থেকে দূরে সরে যায়। এর ফলে তারা দ্রুত এবং নিরাপদে স্থানান্তরিত হতে পারে। এটা তাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এ পদ্ধতিতে কখনোই পাখির উড্ডয়নের সঙ্গে তুলনা করা চলে না।</p> <p>সূত্র: হাউ ইটস ওয়ার্কস<br />  </p>