<p>মানুষের শরীরের ৭০ ভাগেই পানি। তাই বলে কি আপনি নিজেকে পানি ভাববেন। আপনি ভাবুন আর নাই ভাবুন, বিড়ালেরা নিজেদের তরল পদার্থ ভাবে। অন্ত সাম্প্রতিক এক গবেষণায় পাও তথ্য ঘেঁটে বিজ্ঞানীরা তা-ই বলছেন।</p> <p>বিড়ালের কথা ভাবলেই প্রথমেই মনে প্রথমেই আসে তাদের নরম, সুন্দর এবং অদ্ভুত নমনীয় দেহের কথা। গবেষণায় দেখা গেছে, বিড়ালের দেহের নমনীয়তা এতটাই বেশি যে এটি ছোট ছোট গর্তের মধ্য দিয়েও অনায়াসে ঢুকতে পারে। মজার বিষয় হলো, বিড়ালরা নিজেদের যেন একধরনের ‘তরল পদার্থ’ হিসেবে কল্পনা করে! বিজ্ঞানীরা এই ধারণা নিয়েই কাজ শুরু করেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণও পান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে ভালুকের পাসপোর্ট আছে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730013759-4f956841101a95de63054e2d3e60a95d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে ভালুকের পাসপোর্ট আছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/27/1439680" target="_blank"> </a></div> </div> <p><strong>গবেষণা কী বলছে?</strong><br /> হাঙ্গেরির ইৎভশ লোরান্ড বিশ্ববিদ্যালয়ের এথোলজিস্ট পিটার পংগ্রাকজ বিড়ালের এই অদ্ভুত নমনীয়তা নিয়ে গবেষণা করেন। বিড়ালেরা ছোট গর্তের মধ্যে দিয়ে কীভাবে এবং কতটা সহজে চলাফেরা করে, তা বোঝার জন্য তিনি বিভিন্ন আকার ও উচ্চতার গর্ত ব্যবহার করেন। প্রথমে তিনি দেখতে চাইলেন, বিড়ালেরা কত ছোট গর্তে ঢুকতে পারে। বিস্ময়ের ব্যাপার হলো, তাদের শরীরের প্রস্থের অর্ধেক আকারের গর্তেও তারা অনায়াসে ঢুকে যেতে পারে।</p> <p>তবে এই নমনীয়তা আরামদায়ক গর্তের ক্ষেত্রেই কার্যকর। গবেষণায় দেখা যায়, যদি গর্তটি আরামদায়ক মনে না হয়, বিড়াল কিছুটা দ্বিধা বোধ করে এবং কখনও ঢুকতেও চায় না। তবে যখন গর্ত তাদের দেহের প্রস্থের চেয়ে সংকীর্ণ হলেও আরামদায়ক মনে হয়, তখন বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই ঢুকে পড়ে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উটপাখি কেন উড়তে পারে না?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730005680-6bc6df17eecacd49231fa9f9dac73a9e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উটপাখি কেন উড়তে পারে না?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/27/1439642" target="_blank"> </a></div> </div> <p><strong>নিজের দেহ সম্পর্কে সচেতনতা</strong><br /> বিড়ালেরা তাদের দেহের আকার ও আকৃতি সম্পর্কে সচেতন। গবেষণায় পিটার পংগ্রাকজ দেখিয়েছেন, বিড়ালরা কেবল গর্তের প্রস্থই বোঝে না, বরং গর্তের উচ্চতারও হিসেব করে। যেমন, যদি গর্তটি তাদের কাঁধের উচ্চতার নিচে থাকে, তারা বিকল্প কোনো পথ খোঁজার চেষ্টা করে। অনেক সময় পুরো বোর্ডটিই লাফিয়ে পার হওয়ার চেষ্টাও করে।</p> <p>তবে বিড়াল নিয়ে গবেষণা করা বেশ চ্যালেঞ্জিং। কারণ বিড়ালেরা কুকুরের মতো নির্দেশ মেনে কাজ করতে পছন্দ করে না। তাই গবেষণাগারে না এনে বিড়ালদের নিজ নিজ বাসায় গিয়ে গবেষণা চালানো হয়, যেখানে তারা স্বস্তি বোধ করে। গবেষণায় অংশ নেয়া ৩৮টি বিড়ালের মধ্যে ৩০টি বিড়াল সফলভাবে পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে বিজ্ঞানীরা তাদের দেহ-সচেতনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাতির দাঁত এত বড় হয় কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729932680-0b727bed8198e9a05154413d06f03efe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাতির দাঁত এত বড় হয় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/26/1439346" target="_blank"> </a></div> </div> <p><strong>কুকুর ও বিড়ালের মধ্যে পার্থক্য</strong><br /> এর আগে পিটার পংগ্রাকজ কুকুরের ওপর একই ধরনের পরীক্ষা করেছিলেন। সে সময় দেখা যায়, কুকুরেরা তাদের শরীরের আকার সম্পর্কে সচেতন, কিন্তু তারা অনেক ছোট গর্তে ঢুকতে যাওয়ার আগে সাবধানতা অবলম্বন করে। বিড়ালদের তুলনায় কুকুরের ক্ষেত্রে এ ধরনের নমনীয়তা ও তরল পদার্থের মতো আচরণ দেখা যায় না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে সাপ পুরুষ ছাড়াই বংশবিস্তার করতে পারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729773290-6e2542eacad08e9bd0a9c5728b77c54e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে সাপ পুরুষ ছাড়াই বংশবিস্তার করতে পারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/24/1438727" target="_blank"> </a></div> </div> <p><strong>ভবিষ্যৎ পরিকল্পনা</strong><br /> এই গবেষণায় পাওয়া তথ্যকে আরও গভীরভাবে বুঝতে গবেষক পিটার নতুন পরীক্ষণ পদ্ধতির পরিকল্পনা করেছেন। বিড়ালেরা কঠিন পরিস্থিতিতে তাদের শরীরের আকার ও ওজন সম্পর্কে কতটা সচেতন, সেটিও তিনি পরীক্ষা করবেন। তাদের এই দেহ-সচেতনতা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে কীভাবে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করাই হবে ভবিষ্যৎ গবেষণার উদ্দেশ্য।</p> <p>বিড়ালের এই নমনীয়তা এবং নিজস্ব দেহ-সচেতনতা দেখে সত্যিই মনে হয়, এরা যেন নিজেকে ‘তরল পদার্থ’ বলে মনে করে, যা যে কোনো সংকীর্ণ জায়গায় প্রবাহিত হতে পারে।</p> <p>সূত্র: সায়েন্স ডেইলি<br />  </p>