চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচের আগে ব্রাজিল শিবিরে চোটের ধাক্কা। হ্যামস্ট্রিংয়ে আঘাত পাওয়া লিভারপুলে খেলা গোলরক্ষক আলিসনের পর চোটের কারণে চিলি ও পেরুর বিপক্ষে খেলার সম্ভাবনা নেই ভিনিসিয়ুস জুনিয়রেরও। পরশু রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ঘাড়ে আঘাত পেয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। পরীক্ষা-নিরীক্ষার পর স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে চোটের ব্যাপারটি নিশ্চিত করা হলেও তাঁকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা জানায়নি।
আলিসনের পর ভিনিকেও পাচ্ছে না ব্রাজিল
খেলা ডেস্ক

ব্রাজিল ফুটবল ফেডারেশনও এ নিয়ে কিছু বলেনি। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাছাইয়ের দুই ম্যাচে ভিনিকে পাচ্ছে না ব্রাজিল।
চোটে পড়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ডান পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি।
লিভারপুল কোচ আর্নে স্লট অবশ্য অ্যালিস্টারের চোটের প্রকৃত অবস্থা কেমন বা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন কি না তা জানাতে পারেননি। বলিভিয়া ও ভেনিজুয়েলার বিপক্ষে দুটি ম্যাচ আছে আর্জেন্টিনার।
সম্পর্কিত খবর

মায়ামির সঙ্গে নতুন চুক্তির পথে মেসি
ক্রীড়া ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে আরো অন্তত এক বছর মেজর লিগ সকারে (এমএলএস) দেখা যেতে পারে। ইন্টার মায়ামির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করতে যাচ্ছেন বলে জানা গেছে।
মায়ামির সঙ্গে ৩৭ বছর বয়সী এই বিশ্বকাপজয়ীর বিদ্যমান চুক্তি ২০২৫ সালের শেষে শেষ হওয়ার কথা থাকলেও, দি অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, মেসি চুক্তি নবায়ন করতে পারেন। শীঘ্রই একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পারেন তিনি।
২০২৩ সালে ডেভিড বেকহামের সহ-মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আমেরিকান ফুটবলে নতুন উদ্দীপনা এনেছেন। তার সঙ্গে সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজ এই দলে খেলেন। যা এমএলএস-এর জনপ্রিয়তা বাড়িয়েছে।

শুরুর আগেই পিএসএল শেষ লিটনের
ক্রীড়া ডেস্ক

এবারের পিএসএলের ড্রাফট থেকে লিটন দাসকে দলে ভিড়িয়েছিল করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবি থেকে পুরো আসরে খেলার অনুমতিও পেয়েছিলেন তিনি। সেই সুবাদে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন।
অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন লিটন। পরীক্ষা করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে।
ফেসবুক পোস্টে লিটন লিখেছেন,‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন।
‘দুঃখজনকভাবে, আমার পিএসএল অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কামনা করছি।
আজ ১২ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৯টায় মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে করাচি কিংসের এবারের পিএসএল মিশন।

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ
ক্রীড়া ডেস্ক

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি। সঙ্গে বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন তিনি।
২০২৪ সাল দুর্দান্ত কেটেছে মিরাজের।
দর্শক-সমর্থকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা।
পুরস্কার বিজয়ীদের তালিকা-
স্পোর্টস পারসন অব দা ইয়ার: চ্যাম্পিয়ন- মেহেদী হাসান মিরাজ
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- ঋতুপর্ণা চাকমা (ফুটবল)।
বর্ষসেরা ক্রিকেটার- মেহেদী হাসান মিরাজ।
বর্ষসেরা ফুটবলার- ঋতু পর্ণা চাকমা।
বর্ষসেরা আর্চার- সাগর ইসলাম।
বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- জহির রায়হান।
উদীয়মান ক্রীড়াবিদ- নাহিদ রানা (ক্রিকেট)।
বর্ষসেরা দাবাড়ু- মনন রেজা নীড়।
বর্ষসেরা দলগত সাফল্য- জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল।
সক্রিয় সংস্থা- যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি।
বর্ষসেরা কোচ- মওদুদুর রহমান শুভ (হকি)।
তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব- বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি)।
বর্ষসেরা সংগঠক- মো. ইমরুল হাসান (সভাপতি বসুন্ধরা কিংস)।
বর্ষসেরা আম্পায়ার- শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
বিশেষ সম্মাননা- হামিদুল ইসলাম।

‘নাইটহুড’ পাচ্ছেন অ্যান্ডারসন
ক্রীড়া ডেস্ক

মাঠের পারফরম্যান্সে অনেক পুরস্কারই পেয়েছেন জেমস অ্যান্ডারসন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় মাঠ থেকে পুরস্কার নেওয়ার সুযোগ নাই আর তার। তবে দুই দশকের বেশি সময় ইংল্যান্ডের ক্রিকেটে অনবদ্য অবদান রাখায় দুর্দান্ত এক স্বীকৃতি জুটেছে তার।
‘নাইটহুড’ পুরস্কার পেতে যাচ্ছেন অ্যান্ডারসন।
২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের।
এর আগে ২০১৬ সালে বাকিংহাম প্যালেসে প্রিন্স অব ওয়েলসের কাছ থেকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) মেডেল পুরুস্কারও নিয়েছেন অ্যান্ডারসন।