<p>নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরেছে ভারত। সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া বিপক্ষে জিতলেই সেমিফাইনালের জায়গা নিশ্চিত হতো ভারতেরও। তবে ম্যাচ হেরে ভারতের সেমিফাইনাল ভাগ্য ঝুলে গেছে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের ওপর। পাকিস্তান জিতলেই কেবল ভারত সেমিতে যেতে পারবে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের দিকেই তাকিয়ে রয়েছে ভারতীয়রা।</p> <p>৪ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট চার ম্যাচে ৪। এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের পয়েন্টও সমান। তবে নেট রান রেটে পিছিয়ে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে বাদ পড়বে ভারত। আর পাকিস্তান জিতলে ভারতের সেমিফাইনালে উঠার সম্ভাবনা অনেক বেশি। যদিও পাকিস্তানেরও সমান ৪ পয়েন্ট হবে। সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকবে ভারত। </p> <p>তবে ম্যাচ পরিত্যক্ত হলেও ভারত সেমিতে যেতে ব্যর্থ হবে। সেক্ষেত্রে সেমিতে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে নিউজিল্যান্ড।</p> <p>দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এখন দ্বিতীয় দল হিসেবে সেমিতে যেতে পাকিস্তানের জয়ের দিকেই তাকিয়ে রয়েছে ভারতীয়রা।<br />  </p>