<p>২০২৪ সালে ক্রিসমাসের দিন প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে লিভারপুল।টটেনহামের বিপক্ষে অলরেডদের ৬-৩ ব্যবধানের জয় লিভারপুলের শীর্ষস্থান আরো সুসংহত করে। অন্যদিকে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করে চেলসি সাময়িকভাবে শীর্ষে ওঠার সুযোগ হারায়।</p> <p>এটি প্রিমিয়ার লিগের ইতিহাসে সপ্তমবারের মতো বড়দিনের আগে লিভারপুলের শীর্ষে থাকা। তবে আগের ছয়বারের মধ্যে তারা মাত্র একবার (২০১৯-২০) শিরোপা জিতেছে। এর মানে অলরেডদের শীর্ষে থাকার পর প্রিমিয়ার লিগ জয়ের হার শতকরা মাত্র ১৬.৬। সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে তারা শীর্ষে ছিল, কিন্তু সেবার তারা মৌসুম শেষ করেছিল তৃতীয় অবস্থানে থেকে।</p> <p><img alt="1" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/25/my1198/WSDFASDTGF.jpg" width="1000" /></p> <p><strong>বড়দিনে শীর্ষে থাকা : ইতিহাস কী বলে?</strong></p> <p>শীর্ষ লিগের (১৯৯২ সালের আগে প্রিমিয়ার লিগের নাম ছিল প্রথম বিভাগ ফুটবল) ইতিহাস বিবেচনা করলে, লিভারপুলের শিরোপা জয়ের হার কিছুটা বেশি। তারা এখন পর্যন্ত ২১ বার ক্রিসমাসে শীর্ষে ছিল, যার মধ্যে ১১ বার (৫৫%) তারা লিগ শিরোপা জিতেছে।  </p> <p>ইংলিশ শীর্ষ লিগের ১২৫টি মৌসুমে ক্রিসমাসে শীর্ষে থাকা দলগুলোর মধ্যে ৫৫টি দল শিরোপা জিতেছে, যা মোটের ৪৪%। তবে প্রিমিয়ার লিগ যুগে এই হার কিছুটা বেড়েছে। এই সময়ে বড়দিনে শীর্ষে থাকা দল ৩২টি মৌসুমের মধ্যে ১৬ বার শিরোপা জিতেছে, যা ৫০%। </p> <p>এর মধ্যে পরপর মৌসুমে ক্রিসমাসে শীর্ষে থাকা দল শিরোপা জিতেছে (২০০৯-১০ থেকে ২০১২-১৩ এবং ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ পর্যন্ত)। এ ছাড়াও, ২০০৪-০৫ থেকে ২০০৬-০৭ পর্যন্ত টানা তিন মৌসুমেও এই ঘটনা ঘটেছে।</p> <p><strong>ক্রিসমাসে শীর্ষে থাকার দল এবং তাদের পারফরম্যান্স:  </strong></p> <p>১৯৯২ :  নরউইচ সিটি (মৌসুম শেষে ৩য়)  <br /> ১৯৯৩ :  ম্যানচেস্টার ইউনাইটেড (মৌসুম শেষে ১ম)  <br /> ১৯৯৪ :  ব্ল্যাকবার্ন রোভার্স (মৌসুম শেষে ১ম)  <br /> ১৯৯৫ :  নিউক্যাসল ইউনাইটেড (মৌসুম শেষে ২য়)  <br /> ১৯৯৬ : লিভারপুল (মৌসুম শেষে ৪র্থ)  <br /> ১৯৯৭ : ম্যানচেস্টার ইউনাইটেড (মৌসুম শেষে ২য়)  <br /> ১৯৯৮ : অ্যাস্টন ভিলা (মৌসুম শেষে ৬ষ্ঠ)  <br /> ১৯৯৯ : লিডস ইউনাইটেড (মৌসুম শেষে ৩য়)  <br /> ২০০০ : ম্যানচেস্টার ইউনাইটেড (মৌসুম শেষে ১ম)  <br /> ২০০১ : নিউক্যাসল ইউনাইটেড (মৌসুম শেষে ৪র্থ)  <br /> ২০০২ :  আর্সেনাল (মৌসুম শেষে ২য়)  <br /> ২০০৩ : ম্যানচেস্টার ইউনাইটেড (মৌসুম শেষে ৩য়)  <br /> ২০০৪ : চেলসি (মৌসুম শেষে ১ম)  <br /> ২০০৫ : চেলসি (মৌসুম শেষে ১ম)  <br /> ২০০৬ : ম্যানচেস্টার ইউনাইটেড (মৌসুম শেষে ১ম)  <br /> ২০০৭ : আর্সেনাল (মৌসুম শেষে ৩য়)  <br /> ২০০৮ : লিভারপুল (মৌসুম শেষে ২য়)  <br /> ২০০৯ : চেলসি (মৌসুম শেষে ১ম)  <br /> ২০১০ :  ম্যানচেস্টার ইউনাইটেড (মৌসুম শেষে ১ম)  <br /> ২০১১ : ম্যানচেস্টার সিটি (মৌসুম শেষে ১ম)  <br /> ২০১২ : ম্যানচেস্টার ইউনাইটেড (মৌসুম শেষে ১ম)  <br /> ২০১৩ : লিভারপুল (মৌসুম শেষে ২য়)  <br /> ২০১৪ : চেলসি (মৌসুম শেষে ১ম)  <br /> ২০১৫ : লেস্টার সিটি (মৌসুম শেষে ১ম)  <br /> ২০১৬ : চেলসি (মৌসুম শেষে ১ম)  <br /> ২০১৭ : ম্যানচেস্টার সিটি (মৌসুম শেষে ১ম)  <br /> ২০১৮ : লিভারপুল (মৌসুম শেষে ২য়)  <br /> ২০১৯ : লিভারপুল (মৌসুম শেষে ১ম)  <br /> ২০২০ : লিভারপুল (মৌসুম শেষে ৩য়)  <br /> ২০২১ : ম্যানচেস্টার সিটি (মৌসুম শেষে ১ম)  <br /> ২০২২ : আর্সেনাল (মৌসুম শেষে ২য়)  <br /> ২০২৩ : আর্সেনাল (মৌসুম শেষে ২য়)  <br /> ২০২৪: লিভারপুল … (মৌসুম শেষে অবস্থান?)  </p> <p>লিভারপুল এখন প্রিমিয়ার লিগের ইতিহাসে ক্রিসমাসে টেবিলের শীর্ষে থাকায় ম্যানচেস্টার ইউনাইটেডের সমান (৭ বার)। আগের পাঁচবার ব্যর্থ হওয়ার পর লিভারপুল শিরোপা জিতেছিল ২০১৯-২০ মৌসুমে। </p> <p>ক্রিসমাসে শীর্ষে থাকার পর লীগ জয়ে আর্সেনালের শেষ সাফল্য ছিল ১৯৪৭-৪৮ মৌসুমে। তাদের সর্বশেষ সাতবার ক্রিসমাসে শীর্ষে থাকার পর লীগ জিততে ব্যর্থ হয়েছে। ২০২৩ সালেও দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করতে হয় তাদের। </p> <p>ইংলিশ লিগের ইতিহাসে ক্রিসমাসে সর্বোচ্চ লিডের রেকর্ডটি ম্যানচেস্টার সিটির দখলে, ২০১৭-১৮ মৌসুমে ১৩ পয়েন্ট এগিয়ে ছিল তারা। এই লিডকে শিরোপায় পরিণত করেছিল পেপ গার্দিওলার দল। ওই মৌসুমে তারা অসংখ্য রেকর্ড ভেঙেছিল, যেমন সর্বাধিক পয়েন্ট (১০০), সর্বাধিক জয় (৩২), সর্বাধিক গোল (১০৬), এবং সর্বোচ্চ গোল পার্থক্য (+৭৯)। তারা লীগ শেষ করেছিল ১৯ পয়েন্টের ব্যবধান রেখে, যা ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ ব্যবধান।</p> <p>ক্রিসমাসে সর্বোচ্চ লিড ধরে রাখা সত্ত্বেও শিরোপা না জেতার সবচেয়ে বড় উদাহরণ নিউক্যাসল ইউনাইটেডের। ১৯৯৫-৯৬ মৌসুমে ক্রিসমাসে ১০ পয়েন্টের লিড নিয়েও শেষ পর্যন্ত লিগ করতে হয়েছিল দ্বিতীয় স্থানে থেকে।</p>