<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স। টানা তিন ম্যাচ হারা দলটি গতকাল চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ২-০ গোলে। লিগে চার ম্যাচই হারল চট্টগ্রাম আবাহনী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লিগে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মুন্সীগঞ্জে ব্রাদার্সকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে কামাল বাবুর দল। আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে বড় হারের ধাক্কা এদিন সামলে নেয় রহমতগঞ্জ। দ্বিতীয় মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় তারা। ৭০ মিনিটে চেক সেনের সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাদার্স। ৯ মিনিটের মধ্যে নাবীব নেওয়াজ জীবনের গোলে আবারও এগিয়ে যায় রহমতগঞ্জ। আর যোগ করা সময়ে ব্যবধান আরো বাড়ান বোয়াটেং। কিংস অ্যারেনায় ওয়ান্ডারার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসি। </span></span></span></span></span></p>