<p>মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দারুণ আত্মবিশ্বাস সঙ্গী হয়েছে বাংলাদেশ নারী দলের। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরেও সিরিজে দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়ে বাংলাদেশ।</p> <p>শেষ দুটিতে জিতে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করেছে বাংলাদেশ। যার শেষ জয়টি এসেছে আজ। সিরিজ হারের শঙ্কা নিয়ে কলম্বোর বার্গার রিক্রিয়েশন ক্লাব মাঠে প্রথমে ব্যাটিং করে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে প্রতিপক্ষকে ১০৫ রানে আটকিয়ে দেন ফাহমিদা ছোঁয়া-জান্নাতুল মাওয়ারা।</p> <p>বাংলাদেশকে ২১ রানে জয় এনে দেওয়ার ম্যাচে সেরা বোলার জান্নাতুল। ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে পরাজয়ের ব্যবধান কমান হানসিকা। এর আগে বাংলাদেশ ১২৬ রানের সংগ্রহ পায় তিনটি বিশোর্ধ্ব ইনিংসের কল্যাণে। সর্বোচ্চ ২৮ রান করেন জান্নাতুল।</p> <p>এর আগে বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ‍উইকেটের জয় পায়। আর প্রথম দুই ম্যাচে ৫ উইকেট ও ৬৫ রানে হেরে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ প্রস্তুতি ছিল। মালয়েশিয়ায় ‘ডি’ গ্রুপে বাংলাদেশের বাকি সঙ্গী হচ্ছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল। আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।</p>