হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান। তার জায়গায় দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটার টিম সাইফার্টকে।
নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন মার্ক চ্যাপম্যান। পরে ফিল্ডিংয়ের সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান।
স্ক্যানের পর জানা গেছে, তার হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার হয়েছে।
শনিবার মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে সুস্থ হয়ে ফিরতে পারবেন বলে আশা করছেন কোচ গ্যারি স্টেড, ‘প্রথম ওয়ানডেতে বিশেষ এক ইনিংস খেলার পর চ্যাপম্যানের ইনজুরির খবর হতাশাজনক। তবে ভালো দিক হলো, তার চোট গুরুতর নয়। তাই আমরা আশাবাদী, তিনি দ্রুত রিহ্যাব সম্পন্ন করে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন।
’
চ্যাপম্যানের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া সাইফার্ট পাকিস্তানের বিপক্ষে সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ২৪৯ রান করেন তিনি। স্টেড বিশ্বাস করেন, ৫০ ওভারের ফরম্যাটেও এই ফর্ম ধরে রাখতে পারবেন সাইফার্ট।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড :
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদি আশোক, মাইকেল ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, মিচ হেই, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও'রউর্ক, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়াং।