ভালোবাসার পুনর্যাত্রা

মালিহা মনজুর মৌমি
মালিহা মনজুর মৌমি
শেয়ার
ভালোবাসার পুনর্যাত্রা

একই সংগঠনে কাজের সূত্রে তাদের পরিচয়। শুরু থেকেই তারা একে অপরের প্রতি কিছু ভিন্ন অনুভূতির ছোঁয়া পায়। এর মাঝেই শুরু হয় তাদের ভালোবাসার গল্পের। তবে তাদের সম্পর্কটা সহ্য হয়নি অনেকেরই।

ঈশান আর তোঘনী পাশাপাশি বসে আছে, তবু যেন এক আকাশ সমান দূরত্ব এসে দাঁড়িয়েছে তাদের মাঝে।
ঈশান বলল, আমার ওপর ভরসা রাখো, আমরা এই বিয়েটা থামাতে সক্ষম হবো।
- আর কোনো উপায় নেই, আমাকে ক্ষমা করে দিও....
সেদিন নিরাশ হয়েই বাড়ি ফিরে ঈশান। এদিকে এই সুযোগ হাতছাড়া করেনি দিশা।

প্রথম থেকেই তার ঈশানকে পছন্দ। তবে ঈশান ভালোবাসে তোঘনীকে। দিশা ছিল তোঘনীর সবচেয়ে কাছের বন্ধু।

তোঘনীর পরিবার থেকে তার বিয়ে ঠিক করেছে।

অনিচ্ছা সত্ত্বেও পরিবারের চাপে সে না করতে পারছে না।

সেদিন রাতে ঈশান দিশাকে অনেক অনুরোধ করে বলে, আমার পক্ষে সম্ভব নয় এভাবে থাকা, আপনি তোঘনীকে একটু বুঝান দয়া করে।
- আমি ওকে বুঝানোর অনেক চেষ্টা করেছি। তবে আপনাকে কিছু কথা বলি?
- জি বলুন।
- তোঘনী বলেছে সে সেই ছেলেকেই বিয়ে করতে চায়।

সে আপনাকে আর ভালোবাসে না।
- তোঘনী কী সত্যি এভাবে বলেছে?
দিশা এভাবেই একের পর এক মিথ্যে বলতে থাকে। 

এর মাঝে বিয়েটা বন্ধ করতে সক্ষম হয় তোঘনী।

মাস দুয়েক পর ঈশানের সাথে তোঘনীর দেখা। দিশার বলা কথাগুলো মনে পড়ে ঈশানের। সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, রেগে গিয়ে তোঘনীকে অনেক কথা শোনাতে থাকে। তোঘনী এসবের কিছুই বুঝতে পারছিল না। একরকম বিভ্রান্তি নিয়ে সে দিশার দিকে তাকায়, দিশাকে দেখে তোঘনী বুঝতে পারে সবটা। তোঘনী কিছু না বলেই সেখান থেকে চলে যায়।

ঈশান আবার তোঘনীর কাছে গিয়ে বলে, আমাকে দয়া করে সবটা খুলে বলো।
- সব তো শুনেছ-ই!
- আমি সত্যিটা জানতে চাই।
- যদি বলি দিশা মিথ্যে বলেছিল?
- আমি তোমাকে বিশ্বাস করি।
- দিশা কখনো আমাদের ভালো চায়নি। সে আমাদের আলাদা করতে এসব বলেছিল।
- ওর কথাগুলো আমি বিশ্বাস করিনি।

তোঘনী একথা শুনে নিঃশব্দে কাঁদে। হঠাৎ ঈশান বলে উঠে, ভালোবাসি তোমায়।
- আমিও তো অনেক বেশি ভালোবাসি।

মন্তব্য

সম্পর্কিত খবর

থেকো আমার সাথে

সজীব চন্দ্র দাশ
সজীব চন্দ্র দাশ
শেয়ার
থেকো আমার সাথে

পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে লাবণ্য ও অমিতের আমেজ-উত্তেজনা ও প্রস্তুতির কমতি নেই। তাদের বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বসন্ত এটি। দিন টাকে উদযাপন করতে লাবণ্য নীল রঙের শাড়ি পরেছে, অমিতও কিঞ্চিৎ নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে; তবে পুরোপুরি নীল রং বললে ভুল হবে!

দুই জন পাশাপাশি ক্যাম্পাসের কৃষ্ণচূড়া শোভিত রাস্তায় হেঁটে চলেছে। প্রথম দর্শনে দেখলে মনে হবে হাত দুটো বিনা সুতায় গেঁথে আছে; সময় যত গড়াচ্ছে তাদের হাঁটার গতি তত কমে আসছে! এক পর্যায়ে লাবণ্য নজরুল ভাস্কর্যের পাদদেশে বসে খোশ গল্প করার প্রস্তাব দেয়, প্রেয়সীর প্রস্তাব কী অমিত প্রত্যাখ্যান করতে পারে? দুজন পাশাপাশি বসে আছে আর আকাশপানে আনমনা দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখলে মনে হবে শত জনমের বিরহ তাদের ঘিরে রেখেছে।

হঠাৎ লাবণ্যের চোখে পড়ল এক জোড়া শালিক বকুলের ডালে বসে আছে। সে অমিতকে বলল, 'দেখো শালিক দুটো কত সুন্দরভাবে নিজেদের মধ্যে ভালোবাসা বিনিময় করছে। ঈশ! তুমি আমি যদি পুরোটা সময় এভাবে কাটিয়ে দিতে পারতাম!'
পরক্ষণেই অমিত বলল, 'একদিন সবই হবে, শুধু সময়ের অপেক্ষা।'
সাথে সাথেই লাবণ্য বলে ওঠে, 'সামনের বসন্তে এভাবে তোমার পাশাপাশি বসতে পারব তো? আজকের মতো কোপায় ফুল গেঁথে দিবে তো?'
এবার অমিত কিছুটা চুপচাপ বসে আছে, অমিত জানে না সামনের দিনগুলোতে কি হতে চলছে।
লাবণ্যকে হারানোর ভয় তাকে সব সময় তাড়া করে বেড়ায়! কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর অমিত বলল, 'চলো চন্দ্রবিন্দু ক্যাফেতে যাই, এক কাপ চায়ের চুমুকে তোমার সৌন্দর্য অবলোকন করব।'

চন্দ্রবিন্দু ক্যাফেতে বসে দুজনে চা পান করছে। অমিত চায়ের কাপে চুমুক দিচ্ছে আর অবলীলায় লাবণ্যের দিকে তাকিয়ে আছে। পলকহীন চাহনিতে প্রেয়সীর সৌন্দর্য অবলোকন করছে, মাঝেমধ্যে চায়ের কাপে চুমুক দিতে ভুলে যাচ্ছে।

হঠাৎ লাবণ্য লক্ষ্য করল অমিতের চোখের কিনারা বেয়ে অশ্রু গড়াচ্ছে! লাবণ্য জিজ্ঞেস করল, 'কি হয়েছে অমিত?'
এবার অমিত কিছুটা কাঁপা গলায় বলল, 'তুমি আমার জীবনে আছো তো? বাকিটা জীবন তোমার এই অপরূপ সৌন্দর্য অবলোকন করতে পারব তো?'
লাবণ্য কিছুটা অভয় দিয়ে বলল, 'হ্যাঁ, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি শুধু বাকিটা জীবন আমার সাথে থেকো।' এই বলে লাবণ্য শক্ত করে অমিতের হাতটা চেপে ধরল। দুজনেই কিছুটা চুপচাপ থাকার পর অমিত বলল, 'অনেকটা রাত হয়েছে। চলো তোমাকে হলে দিয়ে আসি।
'
এই বলে দুজনে হল সম্মুখে হাঁটতে শুরু করল। হল গেটে এসে দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল।

'আর কিছু চাই না, এক একবার তুমি শুধু আমার পাশে থাইকো; দাসী ভাবিয়া একবার এমন বসন্তে দেখা দিও, কেবল চক্ষু পরিতৃপ্ত করিব।' এই কথা বলে লাবণ্য হলে প্রস্থান করল।

মন্তব্য

জাদুকরময় রাত

নূরনবী সোহাগ
নূরনবী সোহাগ
শেয়ার
জাদুকরময় রাত

পৃথিবীর জন্য যিনি নির্ভেজাল মুগ্ধতা চাষ করেন, তিনি আমার জাদুকর। তাকে প্রথম দেখেছিলাম ডিপার্টমেন্টের সিঁড়িতে, চোখেমুখে অদ্ভুত মায়া নিয়ে ধাপ গলে নামছিলেন। সেদিন থেকেই গোপন অস্থিরতায় ক্রমশ ডুবতে শুরু করলাম। দিনদুয়েক খোঁজখবর নিয়ে তার সম্পর্কে জেনে বুকের সাহস হাঁটুতে গিয়ে ঠেকল।

নামের পাশে লেখা লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। নতুন ফ্যাকাল্টি। এত মানুষের ভিড়ে কেন তাকেই এত নিখুঁতভাবে ভালো লাগতে হবে? দ্বিধায় পড়লাম। মনকে বুঝিয়েও পরিত্রাণ পেলাম না।

অবস্থা শোচনীয় হয়ে উঠল। নাহ! এভাবে হবে না। রিটেক বা সেমিস্টার ড্রপের পানিশমেন্ট রিস্ক নিয়ে হলেও তার মুখোমুখি একবার দাঁড়াতে হবে। এমন ভাবনা থেকে তার ফোন নাম্বার, ফেসবুক আইডি সংগ্রহ করলাম।
সাতপাঁচ না ভেবে মেসেঞ্জারে লিখলাম ‘নক নক, কেউ কি আছেন?’ প্রত্যুত্তর আসলো এবং খুচরো কথাবার্তার একদিন পরে লিখলেন, ‘আপনি ২৩ ইনটেক, আইডি ২৮, সেকশন ১। কাল ৩১৫ নাম্বার রুমে এসে দেখা করবেন।'

এই পর্যায়ে পুরোপুরি বোবা হয়ে গেলাম। পরপর দুইদিন তিনি ‘হ্যালো’ লিখলেও রিপ্লাইয়ের জন্য কোনো শব্দই খুঁজে পেলাম না। পরবর্তী ৩ দিনের মাথায় মিডটার্ম পরীক্ষা শুরু।

লুকিয়ে বাঁচিয়ে পরীক্ষা দিই আর ফুড়ুৎ করে তাকে একনজর দেখেই চলে আসি। শেষ পরীক্ষার দিন হল থেকে বের হতেই ফোনে কল আসলো। নাম্বার দেখে গলা শুকিয়ে গেল। রিসিভ করতেই ব্যস্ত অথচ মিহিকণ্ঠে শুনলাম, ‘আপনি কোথায়?’ 
- ‘জি। ক্যাম্পাসে।’ 
- ‘শ্যামলী আসেন। ডিপিআরসির সামনে অপেক্ষা করছি।’
- ‘জি।’

কি রকম একটা ঘোরে থেকে বাসে, দৌড়ে, হেঁটে শ্যামলী পৌঁছলাম। বুক ধড়ফড় করছে, কোনোকিছুই ঠিকঠাক ভাবতে পারছি না। ইতিমধ্যেই দ্বিতীয় কল, ‘আপনি অন্যমনস্ক কেন? দেখে রাস্তা পার হন। সাবধানে।’

তার মুখোমুখি দাঁড়াতেই বললেন, ‘অফিস রুমে আসেননি কেন?’
- ‘জি? অসুস্থ ছিলাম।’
- ‘অসুস্থ থাকবেন তাহলে পিছনে ঘুরঘুর করেছেন কেন?'
- ‘জি?’
- ‘ভীতু।’
একটা বক্স হাতে দিয়ে বললেন, ‘ডার্ক চকলেট। রাতে খাবার পরে খাবেন। ভয় কমবে।’
যাওয়ার সময় মুখটিপে হাসলেন যেন।

আমি ঠায় দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছি। বুকের ধড়ফড় স্বাভাবিক হয়ে আসছে। শুধু মনে হচ্ছে, এই ঢাকা শহর, এই রাত, এই ব্যস্ততা এর আগে এত মুগ্ধকর লাগেনি কোনোদিন...

মন্তব্য

অপ্রিয় ভালোবাসা

সিনাত আরা
সিনাত আরা
শেয়ার
অপ্রিয় ভালোবাসা

রাত ৯টায় একটা মেসেজ পেয়ে থমকে যাই। যেখানে লেখা, আমি রাজু। আপাতত বেকার তবে কিছু একটা করার চেষ্টা করছি। আমার বাসা নাভারণ তবে থাকি না সেখানে।

পড়াশোনা শেষ করেছি। আমি মদ পান করি মাঝে মাঝে এবং খুব পছন্দের সাথে সিগারেট খাই। পরিবারে সবাই থাকলেও আমি পরিবারের বাইরে থাকতে পছন্দ করি। সেদিক দিয়ে বলতে পারেন আমি একা।
আমি আমার মতো থাকতে পছন্দ করি। আপনার যদি ভালো লাগে তাহলে আমরা কিছুদিন কথা বলে বিয়ের সিদ্ধান্ত নিতে পারি তবে সেটা অবশ্যই পালিয়ে।

আমি একটা মাত্রিমনিয়াল সাইটে বিয়ের বায়োডাটা দিয়েছিলাম। সেখানে দেখে যোগাযোগ করেছে।

তবে এমন প্রস্তাব পাব কখনো চিন্তা করিনি। আমি মদ খাওয়াতো দূরের কথা সিগারেট খাওয়া লোক পর্যন্ত দেখতে পারি না। সে আবার ফ্যামিলি পছন্দ করে না। তার মেসেজ পেয়ে প্রথমে মনে হয়েছিল বিয়ে তো দূরের কথা সামনে পেলে গোটা চারেক থাপ্পড় মারতাম। 

ঠিক দুইদিন পরে কি মনে করে রিপ্লাই করলাম।

তারপর মাঝে মাঝে কথা হতো।

রাজুর সব কথা কেমন যেন অদ্ভুত। তার কখনো মনে হয় সারাবিশ্বের মানুষ মেরে ফেলি আবার মনে হয় সে কিছুদিন পরে নিজেকে মেরে ফেলবে। এরকম হাজারও কথা। কেমন যেন তাকে জানার আগ্রহ বাড়ে। একটু একটু করে কথা আগাতে থাকে। সে একটা বিজনেস দাঁড় করাতে চেষ্টা করে। সেখানে আমি ও যোগ দেই।

রাজু হঠাৎ একদিন বলে বসে, 'চলো প্রেম করি।'
এমন একটা মানুষকে আর যাই হোক ভালোবাসা যায় না। তারপরও সময় চাই সিদ্ধান্ত নেওয়ার। রাজু বলে, 'তাড়াতাড়ি জানিও।'
তারপর কি মনে করে 'হ্যা' বলি। মনে বিশ্বাস ছিল, প্রেম হলেও এই মানুষ সংসারি হবে না। প্রেম তো করাই যায় কিছুদিন। এভাবে কিছুদিন কাটতে থাকে।

তারপর আসে সেই ক্ষণ যা আমি কখনোই আশা করিনি। রাজু একদিন বলল, 'চলো বিয়ে করি।'
আমি আবার সময় চাই তিন মাস। প্রথমদিকে রাজি হলেও পনের দিনের মাথায় গিয়ে রাজু বলে, তিন মাস থাকতে পারবে না। দ্রুত বিয়ে করবে।

এমন একটা মানুষকে বিয়ে করার কথা ভাবতে গেলেই আমার গা শিউরে ওঠে। কিছুতেই মনকে বোঝাতে পারি না। এদিকে রাজু বলে, "হয় বিয়ে করো না হয় 'না' বলো। কিছু একটা করো।"
আমি না বলতে পারি না, মায়া লাগে। এদিকে আবার পালিয়ে বিয়ে করতে হবে। কেউ থাকতে পারবে না। রাজুর পরিবার বলতেও কিছু নাই। কি করব ভেবে পাই না। শেষমেষ মায়া কাটাতে না পেরে দুজনে বিয়ে করে ফেলি। 

আশ্চর্যের বিষয় হলো এই মানুষটা সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ। যেটা সে বিয়ের আগে বলেছিল তার সাথে কোনো সম্পর্ক নাই তার। রাজু আর আমি, সুখে দুঃখে ভেসে চলেছি দুইটা বছর। এভাবে চলতে চাই আরো বহু বছর..

মন্তব্য

কবিতায় ভালোবাসা

রাশিদুল ইসলাম
রাশিদুল ইসলাম
শেয়ার
কবিতায় ভালোবাসা

ক্যান্টিনে ফোন হাতে বসে আছি হঠাৎই পিছে থেকে কেউ বলে উঠল, প্রিয়তমেষু অজান্তা, হতে চাই তোমার নীলরঙা আকাশের সাদা মেঘ, হতে চাই অনন্তকাল মেঘভেজা নীলিমা। 
পিছে ফিরে তাকাতেই দেখি নীলাদ্রি। দেখা মাত্রই লজ্জায় মুখ ফিরিয়ে নিল। বৃষ্টি প্রায় থেমে গেছে চায়ের দাম মিটিয়ে ওরা চলে গেল।

আর কোনো কথা হলো না।

আমি সাজিদ। নীলাদ্রি আমার ১ বছরের জুনিয়র। ওর সাথে কখনো কথা হয়নি।

ওকে চিনি ভার্সিটির এক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে। আমরা দুজনে দুই গ্রুপের প্রতিযোগী ছিলাম। 

ক্লাস শেষে ভার্সিটি ক্যাম্পাসে বসে ফোনের নোট প্যাডে লিখছিলাম এমন সময় রিনরিনে কণ্ঠ শুনতে পেলাম। কৃষ্ণচূড়া গাছের নিচেই ঠিক আমার উল্টো দিকে নীলাদ্রি তার বান্ধবীদের সাথে গল্প করছে ।

একবুক সাহস সঞ্চার করে তার সামনে গিয়ে বললাম, 'তোমার সাথে একটু কথা ছিল।'
- জি বলুন।
- তোমাকে যেদিন প্রথম দেখি কবিতা আবৃতির সময় ওইদিনই তোমার চোখের মায়া আর আবৃত্তির প্রেমে পড়ি কিন্তু সামনে এই বিষয়ে কথা বলার সাহস হয়নি।
- এখন এতো সাহস কই পেলেন ? 
- ক্যান্টিনে দেখার পর ওই চোখের মায়া আর উপেক্ষা করতে পারিনি তাই খোঁজ নিয়ে জানতে পারি তোমার জীবনে কেউ নেই। তাই মনে জমা থাকা কথা গুলো বলে দরকার তাই।

- ক্লাসের সময় হয়ে গেছে এখন যাও পরে বলব। (অস্বস্তি অনুভব করায় বলতে চাইলাম না।)
- নাহ, এখনি বলবেন? না হলে আবার কি ভেবে সামনে আসা বাদ দিবেন!
- আচ্ছা, কেউ যদি ফাল্গুনের এই শুভ্রতায় তোমার কোমলমতি কনিষ্ঠ আঙুল ধরে হাঁটতে চায়? অনুমতি কি মিলবে তার?
- কিছু কিছু চাওয়াগুলোর স্বভাবই হলো শরতের ওই সাদা মেঘের ভেলার ন্যায়, যা কখনো ঝুম বৃষ্টি হয়ে ঝরে না।
- শরতের সাদা মেঘের ভেলাই আবার হেমন্তের শেষ প্রান্তরে কুয়াশা হয়ে লুটিয়ে পড়ে ঘাসের বুকে।
- অতঃপর দুজনে পারি জমাব অচেনা কোনো এক দিগন্তে, যেখানে ইচ্ছে হলেই মেঘের অণু হয়ে ঝরে পরা যাবে।

পরিশেষে শুরু হলো তাদের এক নতুন অধ্যায়। পরে অবশ্য জানা যায়, নীলাদ্রির পছন্দ ছিল সাজিদের করা ছেলে মানুষী। এলোমেলো চুলে তার দুরন্তপনা, সবার সাথে মেশার এক অসম্ভব ক্ষমতা। মেয়েদের সামনে পড়লেই তার মধ্যে যে মিশুক ভাব ফুটে ওঠে তা ছিল নীলাদ্রির ভালোলাগার উৎস।

মন্তব্য

সর্বশেষ সংবাদ