<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর আবারও উত্তপ্ত  হয়ে উঠেছে। গতকাল শনিবার সকালে রাজ্যের জিরিবাম জেলায় সন্দেহভাজন কুকি বিদ্রোহী ও মেইতেই জনজাতির মধ্যে সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে পুলিশ জানায়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজ্যের রাজধানী  ইম্ফল থেকে ২২৯ কিলোমিটার দূরে নাংছাপ্পি গ্রামে সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের হামলায় ৬৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ বলছে, মণিপুরের মইরাং শহরে কুকি বিদ্রোহীদের রকেটচালিত বোমার আঘাতে গত শুক্রবার মেইতেইয়ের এক বৃদ্ধ পূজারি নিহত হওয়ার পর গতকাল এই আক্রমণ হলো।  সূত্র জানায়, গতকাল কুকি ও মেইতেই জনজাতির সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বন্দুকযুদ্ধে আরো পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে চারজন কুকি এবং একজন মেইতেই। এই সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পরিচয় দিয়ে থাকে। জিরিবামের পুলিশের দাবি, তারা ঘটনাস্থলে গেলে তাদের দিকেও গুলি ছোড়া হয়েছে। পরে পুলিশ পাল্টা জবাব দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  সূত্র জানায়, গত শুক্রবার মণিপুরের বিষ্ণুপুরে সাবেক মুখ্যমন্ত্রী মাইরেমবাম কোইরেংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ওই বাড়ির সামনে ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন এক বৃদ্ধ। তিনি বোমার আঘাতে নিহত হন। পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা রাজ্যের রাজধানী ইম্ফলে  দুটি  রাইফেলস ক্যাম্পের অস্ত্র লুট করার চেষ্টা চালায়। এ সময় ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করা হয়। কয়েক দিন ধরেই মণিপুরে সহিংসতা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। পুলিশ জানায়,  তারা ড্রোনবিরোধী ব্যবস্থা মোতায়েন করেছে। সপ্তাহখানেক আগে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা  ইম্ফল পশ্চিম জেলার কিছু গ্রামে অস্ত্রবাহী ড্রোন দিয়ে হামলা চালায়। ভারতের মাটিতে কোনো সন্দেহভাজন বিদ্রোহীদের এটাই প্রথম ড্রোন দিয়ে আক্রমণের ঘটনা। পুলিশ বলছে, মণিপুরের সহিংসতা ঘিরে বহুমুখী পদক্ষেপ নিয়েছে তারা। সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো আকাশ থেকে ভূমিতে নজর রাখছে। পাহাড় ও সমতলে সন্দেহভাজন এলাকাগুলোয় চিরুনি অভিযান চলছে। পুলিশ আরো জানায়, সহিংসতায় প্ররোচনাকারীদের ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় একটি দল নজর রাখছে।  নিরাপত্তা বাহিনী বেশ কিছু বাংকার ধ্বংস করেছে। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></p>