<p>ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গতকাল শুক্রবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন। গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের ক্ষমতাচ্যুতি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছিল। কয়েক মাসের রাজনৈতিক সংকট থেকে ফ্রান্সকে বের করে আনার কঠিন দায়িত্ব এবার ৭৩ বছর বয়সী বায়রুর ওপর অর্পণ করছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী বায়রু যাতে দীর্ঘদিন ক্ষমতায় টেকেন সেটি নিশ্চিত করা ম্যাখোঁর প্রধান কাজ।</p> <p>মিশেল বার্নিয়ে মাত্র তিন মাস প্রধানমন্ত্রী পদে ছিলেন। এমপিরা তাকে সম্প্রতি পদচ্যুত করেছেন। ম্যাখোঁ তার প্রেসিডেন্ট পদের মেয়াদের মাঝামাঝি সময় পার করছেন। তার নিয়োগ করা ফ্রাঁসোয়া বায়রু হবেন এ বছরের চতুর্থ প্রধানমন্ত্রী।</p> <p>ম্যাখোঁর মিত্র বায়রু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেয়র এবং মোডেম পার্টির নেতা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার আগে দুজনের মধ্যে দুই ঘণ্টা আলোচনা হয়েছে। এলিসি প্রাসাদে ম্যাখোঁঁর সঙ্গে আলোচনা হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়।</p> <p>আগে থেকেই শোনা যাচ্ছিল ম্যাখোঁ গত বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। কিন্তু পরে তিনি তা পিছিয়ে গতকাল শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন।</p> <p>ফ্রান্সে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভের কারণে ৫৩ শতাংশ মানুষ সরকারের পতন চাওয়ার সময়ে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই তার বাজেট বিল পাস করিয়ে নিয়েছিলেন। এ কাজের মধ্যে দিয়ে বার্নিয়ে তার সরকারের অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ক্ষমতা হারান। নতুন প্রধানমন্ত্রীকেও এবার পার্লামেন্টে পাসের জন্য একটি বাজেট তৈরির তাৎক্ষণিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সূত্র : এএফপি</p> <p> </p> <p> </p>