<p>যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে গত বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, যা ঘটছে, তা সম্পূর্ণ পাগলামি।</p> <p>টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে গত বৃহস্পতিবার ম্যাগাজিনটিতে ট্রাম্পের দীর্ঘ এক সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেখানে ট্রাম্প বলেন, ‘এটি পাগলামি। রাশিয়ার কয়েক শ মাইল অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে আমার তীব্র আপত্তি আছে। আমরা এ ধরনের ঘটনা কেন ঘটাচ্ছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছি এবং আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছি। এটি চলতে দেওয়া উচিত হবে না।’</p> <p>গত মাসে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ওপর থেকে ওয়াশিংটনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার নিষেধাজ্ঞা তুলে নেন। এই অনুমোদনের ব্যাপারে হোয়াইট হাউস বলেছে, উত্তর কোরিয়ার ১৫ হাজার সেনাকে যুদ্ধ করতে ইউক্রেনে পাঠিয়েছে রাশিয়া। এ কারণে নিজের মত পরিবর্তন করে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইডেন।</p> <p>এদিকে ট্রাম্প বরাবরই বলে আসছেন, তিনি এই যুদ্ধের দ্রুত অবসান করবেন। তবে অবসানের প্রক্রিয়া খোলসা করে বলেননি তিনি। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছেন, তার কাছে দারুণ পরিকল্পনা আছে। তিনি একটি চুক্তিতে পৌঁছাতে চান এবং সেটি ইউক্রেনকে পরিত্যাগ করে নয়। তবে উত্তর কোরিয়ার সেনাদের মস্কোর হয়ে লড়াই করাটা খুবই জটিল বিষয় আখ্যায়িত করেছেন ট্রাম্প।</p> <p>ট্রাম্পের বক্তব্যে খুশি ক্রেমলিন : ক্রেমলিন গতকাল শুক্রবার বলেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার গভীরে মার্কিন সরবরাহকৃত অস্ত্র দিয়ে ইউক্রেনের হামলার ব্যাপারে যে তীব্র দ্বিমত পোষণ করেছেন, তার সঙ্গে মস্কো পুরোপুরি একমত।</p> <p>ট্রাম্পের এই বক্তব্যকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। গতকাল তারা বলেছে, রাশিয়ার বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে ইউক্রেনীয় হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক বিমান হামলা শুরু হয়েছে।</p> <p>ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘তার (ট্রাম্পের) বক্তব্য পুরোপুরি আমাদের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে আমরা খুশি হয়েছি।’ সূত্র : এএফপি</p> <p> </p>