<p>মার্কিন পররাষ্ট্রমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">অ্যান্টনি</span> ব্লিনকেন বলেছেন, তিনি গাজায় একটি যুদ্ধবিরতি  চুক্তির দিকে অগ্রগতির একটি উৎসাহজনক লক্ষণ দেখতে পাচ্ছেন। পাশাপাশি তিনি যুদ্ধবিরতির প্রস্তাব হামাস যেন  মেনে নেয়, সে ব্যাপারে সংগঠনটিকে বোঝানোর জন্য তুরস্ককে এগিয়ে আসার অনুরোধ করেছেন।</p> <p>তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হাকার</span> ফিদানের সঙ্গে গতকাল শুক্রবার সাক্ষাতের পর ব্লিনকেন এমন <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মন্তব্য</span> করেন। </p> <p>আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লিনকেন বলেন, আমরা গাজা নিয়ে আলোচনা করেছি। আমি মনে করি একটি যুদ্ধবিরতি কার্যকর করার সুযোগ আছে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। এটি সম্ভব হওয়ার মতো অনেক উৎসাহব্যঞ্জক লক্ষণ গত কয়েক <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সপ্তাহে</span> আমরা দেখেছি। তিনি বলেন, এ ব্যাপারে উপসংহার টানার জন্য হামাসকে বোঝানোর ক্ষেত্রে তুরস্ক একটি ভূমিকা পালন করতে পারে। আর এই বিষয়টিকে আমরা <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বাগত</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জানাই।</span> এর আগে গত বৃহস্পতিবার জর্দানে গিয়েও ব্লিনকেন গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ১২তম বারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ব্লিনকেন।</span>  </p> <p>এদিকে গাজার <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মন্ত্রণালয়</span> গতকাল শুক্রবার জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত হয়েছে। ১৪ মাসের বেশি সময় ধরে চলমান হামলায় গাজায় এ পর্যন্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">৪৪ হাজার</span> ৪৭৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ ছয় হাজার ৪৫৪ জন। সূত্র : এএফপি</p>