<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটেছে বাংলাদেশের। বাংলাদেশ ও পাকিস্তানের এই সখ্য ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে গতকাল বুধবার আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানোর কৌশল নিয়েছে বাংলাদেশের নতুন সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ। পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরো বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে প্রমাদ গুনছেন ভারতের গোয়েন্দারা। তাদের অনেকেই বলছে, পাকিস্তানবিরোধী হওয়ার পরও হাসিনা সরকারের আমলেই ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি জঙ্গি সংগঠন বিস্তার লাভ করেছিল। জামা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), আল-কায়েদা ইন্ডিয়া সাবকন্টিনেন্টসহ (একিউআইএস) একাধিক সংগঠনের আস্তানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে, যার পেছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতও মিলেছিল। এবার সহজে ভিসা পাওয়ার সূত্র ধরে জঙ্গি উপদ্রব আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকে বলছেন, পাকিস্তান ও বাংলাদেশের সখ্য বৃদ্ধি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ। কারণ তাতে দেশের পূর্ব ও পশ্চিম, দুই দিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে। তা ছাড়া এত দিন বাংলাদেশে জঙ্গি সংগঠনের আঁতুড়ঘর থাকলেও সে দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে তার মোকাবেলা করার সুযোগ ভারতের ছিল। কিন্তু সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি হলে ভারতের পক্ষে জঙ্গি দমনে সমন্বয় সাধন কার্যত অসম্ভব হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক সেনাকর্তাদের একাংশ সমাজমাধ্যমে যা বলছেন, তা-ও যথেষ্ট চিন্তার কারণ বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ওই ধরনের বক্তব্য জঙ্গিদের পক্ষান্তরে মদত জোগাতে পারে বলেও আশঙ্কা করছে ভারতের গোয়েন্দারা। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশ বলছে, ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানের জঙ্গিরা এবং ভারতের পূর্বদিকেও নিজেদের সংগঠনের শাখা তৈরি করতে পারে। বাংলাদেশি তরুণদের মধ্যে আরো ভারতবিদ্বেষী মনোভাব উসকে দিতেও পারে। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>