<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক বছরের বেশি সময় ধরে ইসরায়েল-গাজা যুদ্ধ চলছে। তবে যুদ্ধ চলার এই সময়ে ফিলিস্তিনের খবর প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ফেসবুক। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর খবর বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে বাধাও দিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফেসবুকের তথ্য-উপাত্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে বিবিসি। এতে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনের বার্তাকক্ষগুলোর সঙ্গে দর্শকশ্রোতা ও পাঠকদের সম্পৃক্ততা কমে গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে ফেসবুকের মালিক মেটা বলেছে, ইচ্ছাকৃতভাবে কোনো কণ্ঠস্বর দমনের অভিযোগ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্ব্যর্থহীনভাবে মিথ্যা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। বিবিসি ফাঁস হওয়া কিছু নথিও দেখেছে। এতে দেখা গেছে, মেটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তাদের ফিলিস্তিনি ব্যবহারকারীদের মন্তব্যগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর হাতে গোনা কয়েকজন বহিরাগত সাংবাদিক সেখানে ঢুকতে পেরেছেন। তাও ইসরায়েলি সেনাবাহিনীর পাহারায় তাঁরা সেখানে ঢুকতে সক্ষম হন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই পরিস্থিতিতে যাঁরা গাজার ভেতরের খবর শুনতে চান তাঁদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই সংবাদের মূল উৎস। তাঁদের কাছে পশ্চিম তীরের বাইরে থেকে পরিচালিত হওয়া প্যালেস্টাইন টিভি, ওয়াফা নিউজ এজেন্সি এবং প্যালেস্টাইন আল-ওয়াতান নিউজের মতো সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ সংবাদসূত্র।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের হামলার আগে ও পরে এক বছর ধরে ২০টি ফিলিস্তিনি সংবাদমাধ্যমের ফেসবুক পেজের সঙ্গে ব্যবহারকারীদের সম্পৃক্ততা যাচাই করেছে বিবিসি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে মানুষ এর বিষয়বস্তু দেখে নানা মন্তব্য, প্রতিক্রিয়া জানানো এবং বিষয়বস্তুটি পোস্ট বা শেয়ার করার মধ্য দিয়ে পেজটির সঙ্গে সম্পৃক্ত হন। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনি সংবাদমাধ্যমের পেজে পাঠক সম্পৃক্ততা ৭৭ শতাংশ কমতে দেখা গেছে। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>