<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৭ বছর যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে বন্দি থাকার পর নিজ দেশ কেনিয়ায় ফিরেছেন মোহাম্মদ আবদুল মালিক বাজাবু। পেন্টাগন গত মঙ্গলবার তাঁর মুক্তির ঘোষণা দেয়। গত মাসে বাজাবুর প্রত্যাবাসনের বিষয়টি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কংগ্রেসকে অবহিত করেছিলেন। বাজাবুর মুক্তির পর কুখ্যাত ওই কারাগারে এখন আরো ২৯ জন বন্দি আছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেনিয়ার মোম্বাসায় ২০০৭ সালে দেশটির কর্তৃপক্ষ আবদুল মালিক বাজাবুকে গ্রেপ্তার করে। কয়েক সপ্তাহ পর তাঁকে গুয়ানতানামো বে কারাগারে স্থানান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে আল-কায়েদার পূর্ব আফ্রিকা শাখার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি অব্যাহত গুরুতর ঝুঁকি থেকে সুরক্ষার বিবেচনায় আবদুল মালিক বাজাবু আর গুরুত্বপূর্ণ নন বলে গুয়ানতানামো বে কারাগারে বন্দি পর্যালোচনার নিয়মিত পরিষদ ২০২১ সালে নির্ধারণ করে। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p>