<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বের অন্যতম বৃহৎ বালির মরুভূমি রুব আল খালি (ইংরেজিতে এটা এম্পটি কোয়ার্টার নামে পরিচিত) সৌদি আরবে অবস্থিত। এটার আয়তন সাড়ে ছয় লাখ বর্গকিলোমিটার। মরুভূমিটির দক্ষিণ প্রান্ত থেকে উত্তর-পূর্ব প্রান্তের দূরত্ব ছয় শ কিলোমিটার। সৌদি অভিযাত্রী বদর আল শায়বানি হেঁটে একাকী এই বিশাল মরুভূমি পাড়ি দিচ্ছেন। তবে তাকে রসদপত্র সহায়তা দিচ্ছে তার টিম। গত ১৫ ডিসেম্বর তার অভিযাত্রা শুরু হয়। এই অভিযানকালে তিনি মরুভূমিটির প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ডকুমেন্টারি বানাতে এগিয়ে যাচ্ছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষয়িক চাকচিক্যের কারণে আরাম-আয়েশে বেড়ে ওঠা সৌদি নতুন প্রজন্মকে উৎসাহ দিতে শায়বানি এই কঠিন উদ্যোগ নিয়েছেন। তার বিশ্বাস, নতুন নতুন অভিজ্ঞতার স্বাদ নিতে হলে চ্যালেঞ্জ নিতেই হবে। অভিযান শুরুর আগে তিনি এরাব নিউজকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা আমার অভিযানের নতুন অধ্যায়। প্রিয় জন্মভূমির এই মরুভূমি পাড়ি দেওয়ার পরিকল্পনাটি আমার নিজের।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি আরবের আফিফ অঞ্চলের উম হাদিদ খনি এলাকা থেকে তার যাত্রা শুরু হয়েছে। শায়বানি আশা করছেন, ১৮ দিনে তিনি এই মরুভূমি পাড়ি দিতে পারবেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি বিশ্বের নানা প্রান্তে অনেক অভিযানে অংশ নিয়েছি। কিন্তু এই অভিযানটি আমার কাছে স্পেশাল। কারণ এটা আমার দেশ সৌদি আরবেই হচ্ছে। আমি সৌদি মরুভূমিকে পর্যটকদের জন্য বৈশ্বিক স্পট বানানোর স্বপ্ন দেখি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে শায়বানি দক্ষিণ মেরু অভিযানে গেছেন। ডকুমেন্টারি বানিয়েছেন। সূত্র : এরাব নিউজ</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>