<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছেন</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রদেশের বারেলির একটি আদালত। আগামী ৭ জানুয়ারি তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও একাধিক মামলায় বিভিন্ন আদালত থেকে তাঁকে সমন পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লোকসভা নির্বাচনে জাতগণনা নিয়ে এক মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে বারেলির ওই আদালতে মামলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আবেদনকারী পঙ্কজ পাঠকের দাবি, রাহুল গান্ধীর মন্তব্য দেশে গৃহযুদ্ধের সূচনা করতে পারে। তাঁর ভাষ্য, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাহুল গান্ধী জাতগণনা নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা দেশে গৃহযুদ্ধ শুরুর চেষ্টার মতো। আমরা প্রথমে এমপি-এমএলএ আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলাম। কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর আমরা জেলা জজ আদালতে যাই। সেখানে আমাদের আবেদন গৃহীত হয়েছে এবং রাহুলকে নোটিশ পাঠানো হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>