<p>বনকর্মীদের নাকানি-চুবানি খাইয়ে অবশেষে বন্দি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হলো</span> বাঘিনী জিনাত। গত ৭ ডিসেম্বর ভারতের ওড়িশা রাজ্যের একটি ব্যাঘ্র প্রকল্প <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">থেকে</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">পালিয়ে</span> তিন রাজ্য দাপিয়ে বেড়ায় তিন বছর বয়সী বাঘিনীটি। অবশেষে গত রবিবার পশ্চিমবঙ্গের বনকর্মীরা বাঘিনীটির যাত্রাভঙ্গ করতে সমর্থ হন।</p> <p>গত ২০ ডিসেম্বর ঝাড়খণ্ডের চিঁয়াবান্ধির <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জঙ্গল</span> থেকে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বাঘিনী</span> জিনাত পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ঢুকে যায়। তার পর থেকে একে ধরতে হিমশিম খাচ্ছিলেন বনকর্মীরা। তিন জেলা দাপিয়ে বেরিয়েছে। গত রবিবার স্থানীয় সময় বিকেল প্রায় ৪টার দিকে বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীটি। তারপর একে খাঁচাবন্দি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">করেন</span> বনকর্মীরা। প্রাথমিক <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য</span> পরীক্ষার পর রাতেই বাঘিনীটিকে বাঁকুড়া থেকে কলকাতার আলীপুরের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">পশু</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হাসপাতালে</span> নিয়ে আসা হয়। সেখানেই <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">পরীক্ষা</span> শেষে এটিকে ফের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ওড়িশা</span> পাঠিয়ে দেওয়া হবে।</p> <p>ভারতের মহারাষ্ট্রে তাডোবা-আন্ধারি বাঘ সংরক্ষণে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জন্ম</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জিনাতের।</span> তারপর তাকে ওড়িশার সিমলিপালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই বেড়ে ওঠে জিনাত। সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">থেকে</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">পশ্চিমবঙ্গে</span> ঢোকার পর বনকর্মীরা সমানে বাঘিনী জিনাতকে ধরার আপ্রাণ চেষ্টা চালান। আগুন <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জ্বালিয়ে</span><span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">, </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ফাঁদ</span> পেতে তাঁরা জিনাতকে বাগে আনার চেষ্টা চালান। কিন্তু <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জিনাত</span> এসব ফাঁদে পা দেওয়ার বদলে এক জেলা থেকে অন্য জেলায়, এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে এত দিন ঘুরে বেড়িয়েছে। শেষ পর্যন্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বনকর্মীদের</span> ঘুমপাড়ানি গুলিতে তার এই বেহিসাবি পথযাত্রা থামল। সূত্র : আনন্দবাজার পত্রিকা, ডয়চে ভেলে</p> <p> </p>