সিরিয়ার জন্য ২৩৫ মিলিয়ন ইউরোর বড় একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউয়ের সংকট ব্যবস্থাপনা প্রধান হাদজা সিরিয়া সফরকালে গতকাল শুক্রবার এই ঘোষণা দেন। সিরিয়ার ছাড়াও পাশের দেশগুলোতেও এই সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। লাহবিব বাশার আল-আসাদ সরকারের পতনের পর প্রথম কোনো ইইউ কর্মকর্তা সিরিয়া সফরে গেছেন।
সিরিয়ার জন্য বড় সহায়তা প্যাকেজ ঘোষণা ইইউয়ের
কালের কণ্ঠ ডেস্ক

সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ শেষে দামেস্কে এক সংবাদ সম্মেলনে লাহবিব বলেন, ‘আমি সিরিয়া এবং প্রতিবেশী দেশগুলোতে ২৩৫ মিলিয়ন ইউরো মানবিক সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা করতে এখানে এসেছি। আমাদের সহায়তা তহবিল আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জরুরি অবস্থার মতো মৌলিক চাহিদা পূরণে অবদান রাখবে।’
লেবাননসহ প্রতিবেশী দেশগুলো বছরের পর বছর ধরে লাখ লাখ সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে লাহবিব আরো বলেন, ‘আমাদের বিশ্বাস, সিরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিরিয়ার সব অঞ্চলে মানবিক সহায়তা প্রদানকারীদের জন্য অবাধ এবং নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করবে। এর মধ্যে পূর্বের দুর্গম এবং সংঘাতকবলিত এলাকাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
লাহবিব বলেন, ‘আমরা একটি সন্ধিক্ষণে রয়েছি এবং আগামী দিনগুলোতে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
গত বছরের ৮ ডিসেম্বর আসাদকে উত্খাতের প্রাথমিক হামলায় নেতৃত্ব দিয়েছে শারার ইসলামপন্থী দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। ১ মার্চ পর্যন্ত দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার নিযুক্ত করা হয়েছে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এই দল সংখ্যালঘুদের আশ্বস্ত করার চেষ্টা করেছে যে তাদের কোনো ক্ষতি করা হবে না এবং আইনের শাসনকে সম্মান করা হবে।
সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে ঝড়ে ১৬ মৃত্যু বন্যার শঙ্কা
কালের কণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্য-পূর্বাঞ্চলে মারাত্মক ঝড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার জাতীয় আবহাওয়া পরিষেবা আগামী দিনগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। গত শুকবার থেকে অঞ্চলটিতে বেশ কয়েকটি টর্নেডো হয়েছে। আরকানসাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত এলাকায় ঝড়ের ফলে বহু ভবন-স্থাপনা ক্ষতিগ্রস্ত ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
সূত্র : এএফপি

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার
কালের কণ্ঠ ডেস্ক

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি গতকাল রবিবার বলেছেন, রাতভর চালানো এসব হামলায় অন্তত দুজন নিহত ও সাতজন আহত হয়েছে। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ‘রাশিয়ার বিমান হামলার সংখ্যা বাড়ছে। এটি প্রমাণ করে যে রাশিয়ার ওপর চাপ এখনো অপর্যাপ্ত।

সংক্ষিপ্ত
সিসি ও ম্যাখোঁর সঙ্গে বৈঠকে বসছেন জর্দানের রাজা
কালের কণ্ঠ ডেস্ক

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে আজ সোমবার কায়রোতে একটি বৈঠকে যোগ দেবেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। জর্দানের সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে গতকাল রবিবার এ খবর জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আল-সিসির আমন্ত্রণে এই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

ওয়াক্ফ আইনের বিরুদ্ধে আরো মামলা, বিক্ষোভ
কালের কণ্ঠ ডেস্ক

ভারতে ওয়াক্ফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আরো মামলা হয়েছে। সারা কেরালা জামিয়াতুল উলেমা নামের একটি মুসলিম সংগঠন নতুন মামলাটি করেছে। সেই সঙ্গে এই আইনের বিরোধিতা করে দেশটিতে বিক্ষোভ চলছেই।
গত শনিবার ওয়াক্ফ বিলে সম্মতি দেন ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু।
ওয়াক্ফ আইনের বিরোধিতা করে বিক্ষোভ করছে দেশটির মুসলিম সম্প্রদায়। ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন অন্যায় দাবি করে এই আইনের প্রতিবাদে পথে নেমেছে ভারতের জামিয়ত উলেমায়ে হিন্দ সংগঠনের একটি বড় অংশ।