গদ্য
মানুষ মুহম্মদ (স.)
মোহাম্মদ ওয়াজেদ আলী
জ্ঞানমূলক প্রশ্ন
১। মানুষ মুহম্মদ (স.) কী ধরনের রচনা?
উত্তর : মানুষ মুহম্মদ (স.) একটি প্রবন্ধ।
২। মানুষ মুহম্মদ (স.)-এর লেখক কে?
উত্তর : মানুষ মুহম্মদ (স.)-এর লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী।
৩। মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর : মোহাম্মদ ওয়াজেদ আলী অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
৪। মোহাম্মদ ওয়াজেদ আলীর রচনার অন্যতম বৈশিষ্ট্য কী?
উত্তর : মোহাম্মদ ওয়াজেদ আলীর রচনার অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি সহজ-সরল ভাষায় অসাধারণ কথাগুলো লিখতেন।
৫। হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুশয্যার পাশে শেষ পর্যন্ত কে ছিলেন?
উত্তর : হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুশয্যার পাশে শেষ পর্যন্ত আবুবকর (রা.) ছিলেন।
৬। হযরত মুহম্মদ (স.) সত্য প্রচার করতে গিয়ে কোথায় খুব বেশি পরীক্ষার সম্মুখীন হন?
উত্তর : হযরত মুহম্মদ (স.) সত্য প্রচার করতে গিয়ে তায়েফে খুব বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন।
৭। কোন খবর পেয়ে বহু লোক জমায়েত হয়েছিল?
উত্তর : হযরত মুহম্মদ (স.)-এর অসুস্থতার খবর পেয়ে বহু লোক জমায়েত হয়েছিল।
৮। কে উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠলেন?
উত্তর : হযরত ওমর (রা.) উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠলেন।
৯।
মহানবী (স.) হিজরতকালে কার বাড়িতে বিশ্রাম নিয়েছিলেন?
উত্তর : মহানবী (স.) হিজরতকালে পথে আবু মা’বদ নামের পরহিতব্রতী দম্পতির কুটিরে বিশ্রাম নিয়েছিলেন।
১০। কিসের সাধনায় মহানবী (স.)-এর চরিত্র মধুময় হয়েছিল?
উত্তর : সত্যের নিবিড় সাধনায় মহানবী (স.)-এর চরিত্র মধুময় হয়েছিল।
১১। হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুসংবাদে শোকাহত অনুসারীদের কে শান্ত করেছিলেন?
উত্তর : হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুসংবাদে শোকাহত অনুসারীদের আবুবকর (রা.) শান্ত করেছিলেন।
১২। কার শিথিল অঙ্গ মাটিতে লুটাইল?
উত্তর : হযরত ওমর (রা.)-এর শিথিল অঙ্গ মাটিতে লুটাইল।
১৩। ইসলামের দ্বিতীয় খলিফা কে?
উত্তর : ইসলামের দ্বিতীয় খলিফা হলেন ওমর (রা.)।
১৪। আয়েশা (রা.) কার কন্যা ছিলেন?
উত্তর : আয়েশা (রা.) হযরত আবুবকর (রা.)-এর কন্যা ছিলেন।
১৫। ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
উত্তর : ইসলামের প্রথম খলিফা ছিলেন আবুবকর (রা.)।
১৬। মহানবী (স.) কোন গুণ দ্বারা মানুষের মন আকর্ষণ করেছিলেন?
উত্তর : মহানবী (স.) তাঁর মানবীয় গুণাবলি দ্বারা মানুষের মন আকর্ষণ করেছিলেন।
১৭। মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা কার কাজ ছিল?
উত্তর : মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা হযরত মুহম্মদ (স.)-এর কাজ ছিল।
১৮। হুদায়বিয়ার সন্ধিতে মুসলিম স্কন্ধে কী চাপিয়ে দেওয়া হয়েছিল?
উত্তর : হুদায়বিয়ার সন্ধিতে মুসলমানদের স্কন্ধে অপমানের শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল।
১৯। মক্কা বিজয়ের পর মহানবী (স.) কাদের দীক্ষা দিতেন?
উত্তর : মক্কা বিজয়ের পর মহানবী (স.) সত্যানুসন্ধানীদের দীক্ষা দিতেন।
২০। সবার মহাযাত্রা কার দিকে?
উত্তর : সবার মহাযাত্রা আল্লাহর দিকে।
২১। মহানবী (স.)-এর মায়ের আহার্য কী ছিল?
উত্তর : মহানবী (স.)-এর মায়ের আহার্য ছিল শুষ্ক মাংস।
২২। পুলকদীপ্তি অর্থ কী?
উত্তর : পুলকদীপ্তি অর্থ হলো আনন্দের উদ্ভাস।
২৩। মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধের উৎস কী?
উত্তর : মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধের উৎস হলো ‘মরু ভাস্কর’ গ্রন্থ।