<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ক্ষমতার পটপরিবর্তনের পর শিল্পাঞ্চলের </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিয়ন্ত্রণ হাতে রাখা</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> এবং </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিদ্বন্দ্বীদের নিয়ন্ত্রণ নিতে না দেওয়ার চেষ্টা</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">র সমীকরণই হচ্ছে আজকের অশান্ত তৈরি পোশাক শিল্পাঞ্চল। গতকালও বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। পোশাক শিল্পাঞ্চল নবীনগর, চন্দ্রা, বাইপালে, আবদুল্লাপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের যাত্রীরা। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপে ৫৪ ঘণ্টা পর আশুলিয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যবসায়ী, মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, সরকারের নানামুখী উদ্যোগের পরও শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুটসহ কারখানাসংশ্লিষ্ট কিছু ব্যবসার নিয়ন্ত্রণ, কিছু কারখানার নিয়ন্ত্রণ নিয়ে তৎপরতা, বেতন-ভাতাসংক্রান্ত সমস্যা, বাইরের ইন্ধনসহ বিভিন্ন কারণে পোশাক কারখানাগুলোর অস্থিরতা বন্ধ হচ্ছে না। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিজিএমইএর তথ্য অনুসারে, গতকাল বুধবার ৫৮ পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে কাজ বন্ধ করে ৩২ কারখানার শ্রমিকরা চলে যান। আর চাকরির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করায় কারখানা বন্ধ করে দেয় ২৬ কারখানা কর্তৃপক্ষ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে কালের কণ্ঠের প্রতিনিধিরা জানিয়েছেন, গতকাল গাজীপুর বাইপাস এলাকায় চাকরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জানান চাকরিপ্রত্যাশী শ্রমিকরা। তবে বেশির ভাগ কারখানায় উৎপাদনপ্রক্রিয়া স্বাভাবিক ছিল। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জানা যায়, গত সোমবার বার্ডস গ্রুপের মজুরি দেওয়ার কথা ছিল। তারা না দেওয়ায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন। আশুলিয়ায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে টানা ৫৪ ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখার পর গতকাল দুপুর ১টার দিকে যৌথ বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। দুপুর ১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা কারখানা মালিককে আটক করে পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে দুপুর ১টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছেন। এরপর সড়কটিতে যান চলাচল শুরু হয়েছে বলেও জানান তিনি। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><strong>গাজীপুরে বিক্ষোভের জেরে ১৫ কারখানায় ছুটি :</strong> গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গাজীপুরে চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা ফের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। অসন্তোষের মুখে গতকাল অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ততক্ষণে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এক ঘণ্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><strong>রানা প্লাজার মালিকের জামিন বাতিলের দাবি :</strong> রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। তারা সোহেল রানার জামিন বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনস হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ করতে অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে শ্রমিক ফ্রন্ট। গতকাল গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে জানানো হয়েছে, সোহেল রানার জামিন বাতিল, বিচার ত্বরান্বিত করা, শ্রমিক হত্যার বিচার ও শ্রম প্রশাসনের আমূল সংস্কারের দাবিতে আগামী শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ ও গাজীপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><strong>আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক হত্যার নিন্দা ওয়ার্কার্স পার্টির :</strong> আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে গুলিতে নিহত শ্রমিক কাওসার এবং অনেক শ্রমিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। </span></span></span></span></span></p> <p> </p>