<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর কাছে অবিলম্বে সিদ্ধান্ত পেতে চাচ্ছে। সরকারের পক্ষ থেকে গতকাল রবিবার বলা হয়েছে, রাষ্ট্রপতির অপসারণ অনেক বড় একটি সিদ্ধান্ত। এটি নিয়ে তাড়াহুড়ার যেমন সুযোগ নেই, আবার বেশি দেরি করার সুযোগ নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর পক্ষে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। গতকাল তারা ১২ দলীয় জোট ও গণ-অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে। গত শনিবার বৈঠক হয় বিএনপির নেতাদের সঙ্গে। গত শুক্রবার আলোচনা হয় জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে। এসব দলের মধ্যে শুধু বিএনপি এখনো একমত হয়নি। গতকালও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির অবস্থান তো আমরা এভাবে দেব না; আমাদের ফোরাম আছে, সেই ফোরামের মিটিং হবে, সেখানে আলোচনা করে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কিন্তু কবে নাগাদ এই অবস্থান জানানো হবে তা স্পষ্ট করা হয়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশ্ন উঠেছে, তিনি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) এই পদে আর থকতে পারেন কি না, তিনি যা (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে) বলেছেন তা তাঁর সাংবিধানিক শপথ লঙ্ঘনের শামিল কি না, যিনি রাষ্ট্রপতির পদে আছেন, তিনি সাবেক ফ্যাসিস্ট সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি। একটি বিল্পবের মাধ্যমে গঠিত সরকারের যে আদল, সেখানে ওই পদে তাঁকে রাখা সমীচীন কি না। একটি দাবি হচ্ছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উনাকে রাখা যাবে না। কারণ গণবিপ্লবের যে চরিত্র তার সঙ্গে বিষয়টি যায় না। আর কিছু রাজনৈতিক দল বলছে, তাঁকে অপসারণ বা তাঁর পদত্যাগ সাংবিধানিক সংকট সৃষ্টি করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতির অপসারণ, এটি অনেক বড় একটি সিদ্ধান্ত। তাই এটি নিয়ে তাড়াহুড়ার যেমন সুযোগ নেই, আবার বেশি দেরি করার সুযোগ নেই। রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগ যেটিই হোক, তা নিয়ে যখন ঐকমত্য তৈরি হবে তখন সিদ্ধান্তটাও ঐকমত্যের ভিত্তিতেই হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংসদ নেই বা স্পিকার নাই, সেই প্রশ্ন তখন থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ক্ষেত্রে আমাদের অবস্থানটা হচ্ছে, আমরা রাজনৈতিক ঐকমত্য গড়ার চেষ্টা করব। রাষ্ট্রপতির বিষয়টি এমন, এখানে গোপনে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। প্রকাশ্যেই সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি বলছে, তারা রাজনৈতিক সংকট দেখছে; আবার বিএনপিরও দু-একজন নেতা বলছেন, তাঁরা সেই সংকট দেখছেন না। এখন যাঁরা দাবি করছেন, তাঁর অপসারণ দরকার এবং যাঁরা বলছেন, এটা হলে রাজনৈতিক সংকট হবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মূলত ঐক্যটা তাঁদের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্যাসিস্ট সরকারের নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি হলেও তাঁর কাছে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া প্রশ্নবিদ্ধ হয়নি। বিশেষ পরিস্থিতি বলতে একটি শব্দ আছে, যেটি পৃথিবীর সব দেশেই প্রযোজ্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হচ্ছে কি না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো দল নিষিদ্ধে জনদাবি উঠতে পারে, কিন্তু এ বিষয়ে এখনো সরকারের সিদ্ধান্ত নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মির্জা ফখরুল যা বললেন</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়ার আবারও আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ-অভ্যুত্থানের ফসল ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে যদি সংহত করতে হয়, তাহলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা কামনা করে বিশেষ মোনাজাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর মিছিল নিয়ে প্রবেশ করে। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরপর দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতির পদত্যাগ দাবি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আন্দোলন করছে, শনিবার আপনাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে, রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে আপনাদের অবস্থান কী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ প্রশ্নে মির্জা ফখরুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির অবস্থান তো আমরা এভাবে দেব না; আমাদের ফোরাম আছে, সেই ফোরামের মিটিং হবে, সেখানে আলোচনা করে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোনো রকম হঠকারী পদক্ষেপ না নিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় সব কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির সিদ্ধান্ত অনুসরণ করবে ১২ দল </span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতিকে অপসারণ ইস্যুতে বিএনপির সিদ্ধান্তকে অনুসরণ করবে ১২ দলীয় জোট। গতকাল রবিবার বিকেলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে   জোটের পক্ষে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক কিভাবে গঠন করা যায় তা নিয়েই মূলত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাঁদের বক্তব্য তুলে ধরেছেন। আমরা বলেছি, ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিষয়ে আমাদের তাঁর প্রতি কোনো সহানুভূতি নেই। বিএনপি আমাদের প্রধান মিত্র; তাদের সিদ্ধান্তকেই আমরা অনুসরণ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর খিলক্ষেতে জাতীয় পার্টির (কাজী জাফর)  অফিসে  অনুষ্ঠিত বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, মো. ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ ও এ এস এম শামীম। অন্যপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আরিফ সোহেল, উমামা ফাতেমা ও আবদুল হান্নান মাসউদ। আর জাতীয় নাগরিক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন নাসীরউদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংলাপ ডাকার পক্ষে গণ-অধিকার পরিষদ</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ধ্যায় নুরুল হকের নেতৃত্বাধীন গণ-অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈঠক শেষে গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই বৈঠকে তিন ইস্যুতে আমাদের সঙ্গে ঐকমত্য হয়েছে। আমরা বলেছি, রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে আমরা একমত, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন। সে জন্য প্রধান উপদেষ্টা ঐকমত্য সৃষ্টিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে পারেন। আমরা প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক কিভাবে গঠন করা যায় তা নিয়েও কথা বলেছি। সেখানেও আমরা একমত। আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন বাতিলে একমত হয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মন্তব্য সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত হয়। সেই মন্তব্য ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির অপসারণের দাবি ওঠে। সরকারের উপদেষ্টাদের কেউ কেউ রাষ্ট্রপতির ওই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ অবস্থায় ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অতিদ্রুত রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের পক্ষে মত দিয়েছে। গত শনিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেন, জনগণ অবৈধ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ চায়। একই দিনে রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে সারজিস আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব রাজনৈতিক দলের সমর্থন নিয়ে একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষকে রাষ্ট্রপতির আসনে বসাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>