পিলখানা ট্র্যাজেডি

সেই বিভীষিকাময় শোকের দিন আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সেই বিভীষিকাময় শোকের দিন আজ

আজ জাতীয় শহীদ সেনা দিবস। বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও শোকাবহ দিন। ১৬ বছর পর এ দিবসটি আজ ২৫ ফেব্রুয়ারি ভিন্ন পরিবেশে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন হতে যাচ্ছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।

সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করে লাশ গুম এবং পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। তাঁদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়। দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ওই নৃশংস ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর প্রথম বড় ধরনের আঘাত হিসেবেই মূল্যায়ন করে থাকেন। অন্তর্বর্তী সরকারেরও মূল্যায়ন, ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধেও বাংলাদেশ একসঙ্গে এত জন সেনা কর্মকর্তাকে হারায়নি।
এই ভয়াবহ ঘটনায় স্বার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণকারী দেশের সুরক্ষা কবচ বাংলাদেশ সেনাবাহিনী হারায় তার মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাদের, যা সমগ্র সশস্ত্র বাহিনীর মনোবলে বিরূপ প্রভাব ফেলে। এ দিনটি শুধু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য নয়, পুরো জাতির জন্যই শোকাবহ ও হৃদয়বিদারক।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করতে যাচ্ছে।

দিনটিকে জাতীয় দিবস ঘোষণা করার প্রস্তাবনায় বলা হয়েছে, হৃদয়বিদারক এবং শোকাবহ দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা সময়ের চাহিদা।

প্রতিবছর দিনটি যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন করা হলে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হবে, যা শহীদ পরিবারগুলোর অন্তরে সান্ত্বনাবোধ তৈরি করবে। এই দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও আত্মত্যাগের মানসিকতা জাগ্রত করবে। এ ছাড়া জাতীয় পর্যায়ে সেনাবাহিনীর অবদান এবং আত্মত্যাগ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি পাবে। অপরদিকে এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সর্বস্তরের সেনা সদস্যদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্বের প্রতি আরো অঙ্গীকারবদ্ধ হওয়ার অনুপ্রেরণা জোগাবে এবং শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ থেকে শক্তি নিয়ে সেনা সদস্যরা জাতীয় নিরাপত্তার প্রতি আরো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন।

২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনাদিবস ঘোষণার দাবি দীর্ঘদিনের।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এই দাবি জানায়। শহীদ সেনা পরিবারগুলোর অভিযোগ, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এ দাবি পূরণে কোনো উদ্যোগ নেয়নি। বরং পৈশাচিক ও হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের আড়াল করতেই তৎপর ছিল।

বর্বর ওই ঘটনার পর বিষয়টি নিয়ে শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এবং তদন্ত কমিটির কাছে দেওয়া বিডিআরের খুনি সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য উঠে আসে, পিলখানা হত্যাকাণ্ডের দুই বছর আগে থেকেই এর পরিকল্পনা হয়। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০০৭ সালেই বিপথগামী বিডিআর সদস্যরা ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে যোগাযোগ করেন। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগে বেশ কয়েকবার তাপসের সঙ্গে তাঁদের বৈঠক হয়। সর্বশেষ ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক বিডিআর সদস্য তোরাব আলীর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে ব্যারিস্টার তাপস বিডিআর ডিজি (মহাপরিচালক) ও তাঁর স্ত্রীকে হত্যার পরিকল্পনা অনুুমোদন করেন।

ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেখ সেলিমের সঙ্গেও ১০-১২ জন বিডিআর সদস্য দেখা করেন। বিপথগামী বিডিআর সদস্যদের জানানো হয়েছিল, ওই হত্যাকাণ্ড সংঘটনে শেখ হাসিনা সরকারের সম্মতি আছে। সে সময় পিলখানাজুড়ে জয় বাংলা স্লোগান শোনা গেছে। সেনাবাহিনীর তদন্ত কমিটির কাছেও একই স্বীকারোক্তি দেন হত্যাকারীরা। কিন্তু হত্যা পরিকল্পনায় সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা তো দূরের কথা, তাঁরা জিজ্ঞাসাবাদেরও বাইরে থেকে যান।

বর্তমান অন্তর্বর্তী সরকার গত ২৪ ডিসেম্বর বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বর হত্যাযজ্ঞে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদঘাটন, ঘটনার ষড়যন্ত্রকারী, আলামত ধ্বংসকারীদের চিহ্নিত করার জন্য ৯০ দিনের সময় দিয়ে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে এই কমিশনের সভাপতি করা হয়।

এ ছাড়া শহীদ সেনা পরিবারের সদস্যরা গত ১৯ ডিসেম্বর পিলখানা ট্র্যাজেডির ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটিতে) অভিযোগ করেন। ৫৮ জনের এই তালিকায় আরো রয়েছেন শেখ হাসিনার তৎকালীন প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা। সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে কয়েকজন গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্বে ছিলেন।

অভিযোগকারীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে সেদিন জানান, শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে সর্বপ্রথম বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষাব্যবস্থার দুই শক্তিশালী প্রতিষ্ঠান তথা বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ধ্বংসের নীলনকশা প্রণয়ন করে। সেই লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বপ্রথম শিকারে পরিণত হয় তৎকালীন বিডিআরে কর্মরত পেশাদার, সৎ, দক্ষ, মেধাবী ও সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসারদের একটি অংশ। শেখ হাসিনা সেনাবাহিনীর ওই সব দেশপ্রেমিক সেনা অফিসারকে নিজের স্বৈরশাসন পাকাপোক্ত করার লক্ষ্যে প্রথম ও প্রধানতম অন্তরায়-বিপত্তি হিসেবে চিহ্নিত করে তাঁদের এবং তাঁদের পরিবারের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করার মাধ্যমে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার পরিকল্পনা গ্রহণ করেন।

সেদিন যে পদবির সেনা কর্মকর্তারা শহীদ হন : বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত সেই হত্যাযজ্ঞে নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে ৫৬ জন বিডিআরে প্রেষণে এবং একজন র‌্যাবে কর্মরত ছিলেন। তাঁদের একজন মেজর জেনারেল, দুজন ব্রিগেডিয়ার জেনারেল, ১৬ জন কর্নেল, ১২ জন লে. কর্নেল, ২৪ জন মেজর এবং দুজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। দুজন ক্যাপ্টেনের একজনের মেজর পদে পদোন্নতি প্রাপ্য ছিলেন এবং মেজর হিসেবেই তাঁর এবং অপর এক নিহত মেজরের লাশ দ্বিতীয় দফা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর ওই বছরের ২৯ ডিসেম্বর সমাহিত করা হয়। বিপথগামী বিডিআর সদস্যদের গুলিতে সেদিন একজন সৈনিকও নিহত হন।

এ ছাড়া বিদ্রোহে নিহত বিডিআর মহাপরিচালকের স্ত্রী এবং লে. কর্নেল পদমর্যাদার একজন সাবেক সেনা কর্মকর্তা ও তাঁর স্ত্রী, আটজন বিডিআর সদস্য এবং আটজন বেসামরিক ব্যক্তি নিহত হন। মোট ৭৪ জন নিহত হন। নিহত আট বিডিআর সদস্যের মধ্যে সুবেদার মেজর নূরুল ইসলামকে বিদ্রোহে বাধাদানকারী হিসেবে চিহ্নিত করে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়। বেসামরিক ব্যক্তিদের মধ্যে পিলখানায় কর্মকর্তাদের বাসার দুজন কর্মচারী এবং পিলখানার বাইরের তিনজন ছিলেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম

সেনাবাহিনী চাইলে হাসিনা পালানোর পরই ক্ষমতা নিতে পারত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সেনাবাহিনী চাইলে হাসিনা পালানোর পরই ক্ষমতা নিতে পারত
মাহফুজ আনাম

বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে ১ এপ্রিল ইন্ডিয়া টুডের নাথিং বাট ট্রু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে মাহফুজ আনাম বাংলাদেশে চলমান বেশ কিছু ঘটনা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন রাজ চেঙ্গাপ্পা।

অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশের রাজনীতি, গণ-অভ্যুত্থানের পর বিশৃঙ্খল পরিস্থিতি, চলমান সমস্যা ও আগামীতে নির্বাচনসহ শান্তিপূর্ণ দেশ গঠনে করণীয় বিষয়গুলো।

উঠে আসে সেনাবাহিনীর প্রসঙ্গও।

রাজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এই পরিবর্তন প্রক্রিয়ায় পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তারা ক্রমবর্ধমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ২০২৫ সালের মার্চের শুরুর দিকে এক বিরল প্রকাশ্য ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সতর্ক করে বলেছিলেন, দেশ এক বিশৃঙ্খল পরিস্থিতির দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, সেনাপ্রধানের এই কঠোর সতর্কবার্তা ইউনূসের বেসামরিক নেতৃত্বের প্রতি কতটা গুরুতর ইঙ্গিত বহন করে? এটি কি সম্ভব যে, সামরিক বাহিনীর মধ্যে হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হতে পারে?

জবাবে মাহফুজ আনাম বলেন, যদি সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চাইত, তাহলে তাদের জন্য সেরা সুযোগ ছিল যখন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং ইউনূস তখনো কার্যকরভাবে দায়িত্ব গ্রহণ করেননি।

সেই তিন-চার দিন একটা শূন্যতা তৈরি হয়েছিল। সেনাবাহিনী চাইলে তখনই হস্তক্ষেপ করতে পারত। কিন্তু তারা তা করেনি।

মাহফুজ আনাম আরো বলেন, বিভিন্ন বক্তব্যে সেনাপ্রধান বারবার বলেছেন, তারা কেবল ইউনূসের সরকারকে সমর্থন করতেই আগ্রহী।

আপনি যে সতর্কবার্তার কথা বলেছেন, আমি মনে করি সেটি যথাযথ সময়েই দেওয়া হয়েছিল। তবে তা শুধু সরকারের প্রতি নয়, বরং ছাত্রদের প্রতিও ছিল, পাশাপাশি দেশের কিছু অস্থিরতা সৃষ্টিকারী গোষ্ঠীর প্রতি।

তাঁর মতে, সেনাপ্রধানের ভাষা হয়তো কিছুটা কঠোর ছিল, তবে সতর্কবার্তাটি যথাসময়ে এসেছে এবং এর ইতিবাচক প্রভাব পড়েছে পরবর্তী ঘটনাগুলোর ওপর। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, সেনাবাহিনী আসলে তেমন কোনো রাজনৈতিক আগ্রহ দেখায়নি। সূত্র : ইন্ডিয়া টুডে

 

 

মন্তব্য

নতুন করে গড়ে উঠছে বাংলাদেশ, সুযোগ দেখছে ইসলামী কট্টরপন্থীরাও

    প্রতিবেদনটি বিভ্রান্তিকর ও একপেশে : প্রেস উইং দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা উগ্রপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না : মাহফুজ
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নতুন করে গড়ে উঠছে বাংলাদেশ, সুযোগ দেখছে ইসলামী কট্টরপন্থীরাও

বাংলাদেশ যখন গণতন্ত্র পুনর্গঠনের মাধ্যমে নতুন ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে, তখন দেশটিতে ইসলামী কট্টরপন্থার উত্থান লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন শহরে ধর্মীয় মৌলবাদীরা নিজেদের অবস্থান শক্তিশালী করছে, নারীদের খেলাধুলা থেকে বিরত রাখার প্রচেষ্টা চালাচ্ছে এবং ইসলাম অবমাননার অভিযোগে কঠোর শাস্তির দাবি তুলছে।

‘As Bangladesh Reinvents Itself, Islamist Hard-Liners See an Opening’  শিরোনামে এক প্রতিবেদনে এমন দাবিই করেছে নিউইয়র্ক টাইমস। আর এদিকে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকায় ইসলামী শাসনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে নিজেরাই ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি, নতুন সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতারা স্বীকার করেছেন, বাংলাদেশে সেক্যুলারিজমের পরিবর্তে ধর্মীয় নীতিকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

সমালোচকরা বলছেন, অন্তর্বর্তী সরকার কট্টরপন্থী শক্তিকে প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, বরং তারা সংঘাত এড়াতে চাইছে। এর ফলে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, যা মৌলবাদী দলগুলো নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞার ঘটনাগুলো বিশেষ উদ্বেগের কারণ হয়ে উঠেছে। উত্তরবঙ্গের তারাগঞ্জে এক ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা কট্টরপন্থীদের চাপে বাতিল করা হয়। ইসলামী প্রচারকরা নারীদের খেলাধুলাকে অশ্লীলতা আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে চেয়েছে।

প্রতিবেদনটির দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মৌলবাদী উত্থানের ধারাবাহিকতা বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাকিস্তান ও আফগানিস্তানের মতো বাংলাদেশেও ইসলামী শাসনের পক্ষে জনসমর্থন তৈরি হচ্ছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী বর্তমান রাজনৈতিক শূন্যতাকে একটি বড় সুযোগ হিসেবে দেখছে। দলটির নেতারা ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এবং তুরস্কের মডেল অনুসরণ করতে চান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর ও একপেশে বলে উল্লেখ করেছে। প্রেস উইং জানায়, এই প্রতিবেদন বাংলাদেশ সম্পর্কে ভুল চিত্র তুলে ধরেছে এবং দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে অতি সরলীকৃতভাবে উপস্থাপন করেছে।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, নিউইয়র্ক টাইমসের নিবন্ধটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতিকে অবমূল্যায়ন করছে। তারা দাবি করে, এই প্রতিবেদন বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং এটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকি তৈরি করে।

প্রেস উইংয়ের মতে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে ধর্মীয় সহিংসতার সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। শেখ হাসিনার বিদায়ের পর সংঘটিত বিভিন্ন সংঘর্ষকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে উপস্থাপন করা হলেও প্রকৃতপক্ষে এগুলো রাজনৈতিক কারণে সংঘটিত হয়েছে।

প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সন্ত্রাসবাদ দমন কার্যক্রমের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।

 

উগ্রপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না : মাহফুজ আলম

বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা মাথা চাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না, প্রয়োজনে সরকার হার্ডলাইনে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, প্রতিবেদনে বলতে চাওয়া হয়েছে, নতুন পরিস্থিতিতে শেখ হাসিনা চলে যাওয়ার কারণে দেশে চরমপন্থা-উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে। আমরা মনে করি, এ সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না।

বুধবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই-আগস্টের গণ-আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি। বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে বাড্ডা থানা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর কিছুদিন তো সরকারই ছিল না। এর পর থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পুরনো ঘটনাগুলো তুলে ধরলে তো হবে না। ধীরে ধীরে সব কিছুর উন্নতি হচ্ছে, আরো উন্নতি হবে।

 

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে : রিজভী

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে রিজভী বলেন, পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে। অবৈধ টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে।

 

 

মন্তব্য
রিউমার স্ক্যানারের প্রতিবেদন

অনলাইনে গুজব বাড়ছে মার্চে ২৯৮ ভুল তথ্য শনাক্ত

    মোট ভুলের ৩৫ শতাংশ রাজনৈতিক সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে ২৩টি ভুল তথ্য প্রচার
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অনলাইনে গুজব বাড়ছে মার্চে ২৯৮ ভুল তথ্য শনাক্ত

চলতি বছরের মার্চ মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৮টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এর আগে গত জানুয়ারিতে ২৭১ ও ফেব্রুয়ারিতে ২৬৮টি ভুল তথ্য শনাক্ত করে প্রতিষ্ঠানটি। রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে গত মার্চে প্রকাশিত ফ্যাক্টচেক থেকে জানা গেছে, এ সময়ে ২৯৮টি ভুল তথ্যের মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি (১০৫) ভুল তথ্য ছড়িয়ে পড়ে। এটি মোট ভুল তথ্যের ৩৫ শতাংশ।

এ ছাড়া জাতীয় বিষয়ে ১০৩টি, আন্তর্জাতিক বিষয়ে ১২টি, ধর্মীয় বিষয়ে ৩৬টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে তিনটি, শিক্ষা বিষয়ে তিনটি, প্রতারণা বিষয়ে ১২টি এবং খেলাধুলা বিষয়ে ১৬টি ভুল তথ্য শনাক্ত হয়েছে মার্চে।

গেল মাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে সাতটিসহ এই বাহিনীকে জড়িয়ে ২৩টি ভুল তথ্য প্রচার দেখেছে রিউমার স্ক্যানার। এ ছাড়া বাংলাদেশ পুলিশের বিষয়ে তিনটি এবং র‌্যাব ও বিজিবিকে জড়িয়ে একটি করে ভুয়া তথ্য ছড়ানো শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটির তথ্য মতে, এসব ঘটনায় ভিডিওকেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি, ১৪৩টি।

এ ছাড়া তথ্যকেন্দ্রিক ১১০টি ও ছবিকেন্দ্রিক ৪৫টি ভুল ছিল। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ১৬৮টি, বিভ্রান্তিকর হিসেবে ৯৭টি ও বিকৃত হিসেবে ৩১টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে।

রিউমার স্ক্যানার বলছে, প্ল্যাটফর্ম হিসেবে গত মাসে ফেসবুকে সবচেয়ে বেশি, ২৭৩টি ভুল তথ্য ছড়িয়েছে। এ ছাড়া এক্সে ৬২টি, টিকটকে সাতটি, ইউটিউবে ৪৪টি, ইনস্টাগ্রামে ২৬টি ও থ্রেডসে অন্তত পাঁচটি ভুল তথ্য প্রচারিত হয়েছে।

১৬টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার জানিয়েছে, গত মাসে ভারতীয় গণমাধ্যমে চারটি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করা হয়েছে। এ ছাড়া তিনটি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্যের প্রচার করা হয়েছে। মার্চে ২৬টি সাম্প্রদায়িক অপতথ্য প্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এর অর্ধেকই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে করা হয়েছে।

রিউমার স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে, গেল মাসে অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে ১৫টি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ২২টি ভুল তথ্য প্রচার করা হয়েছে।

সরকারের উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে দুটি (বিপক্ষে), সৈয়দা রিজওয়ানা হাসানকে জড়িয়ে একটি (বিপক্ষে), আসিফ নজরুলকে জড়িয়ে চারটি (বিপক্ষে), সালেহউদ্দিন আহমেদকে জড়িয়ে দুটি (বিপক্ষে), মো. তৌহিদ হোসেনকে জড়িয়ে একটি (বিপক্ষে) এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জড়িয়ে একটি (বিপক্ষে) ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।

রিউমার স্ক্যানার ফ্যাক্টচেকগুলো বিশ্লেষণে দেখেছে, মার্চে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে সবচেয়ে বেশি (৭টি) ভুল তথ্য প্রচার করা হয়। আর দলটির আমির শফিকুর রহমানকে জড়িয়ে দুটি অপতথ্য ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ছয়টি অপতথ্য প্রচার করা হয়েছে।

বিএনপিকে জড়িয়ে চারটি (৭৫ শতাংশই বিপক্ষে), দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি (পক্ষে) ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে দুটি (পক্ষে) ভুল তথ্য এবং ছাত্রদলকে জড়িয়ে চারটি (বিপক্ষে) অপতথ্য প্রচার করা হয়।

এ ছাড়া মার্চে বাংলাদেশ আওয়ামী লীগকে জড়িয়ে ছয়টি অপতথ্য (৮৩ শতাংশই পক্ষে) ও ছাত্রলীগকে জড়িয়ে একটি ভুল তথ্য (পক্ষে) শনাক্ত করা হয়েছে। আর দলটির সভাপতি শেখ হাসিনাকে জড়িয়ে ৩৩টি ভুল তথ্য (৮৫ শতাংশই পক্ষে) প্রচারের প্রমাণ মিলেছে।

মার্চে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জড়িয়ে দুটি অপতথ্য (বিপক্ষে) শনাক্ত করা হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে চারটি (বিপক্ষে) অপতথ্যর প্রচার করা হয়েছে। দলটির নেতা হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে ছয়টি (বিপক্ষে), সারজিস আলমকে জড়িয়ে তিনটি (বিপক্ষে), তাসনিম জারাকে জড়িয়ে চারটি (বিপক্ষে), হুমায়রা নুরকে জড়িয়ে একটি (বিপক্ষে), আব্দুল হান্নান মাসউদকে জড়িয়ে একটি (বিপক্ষে) অপতথ্য প্রচার দেখা গেছে।

রিউমার স্ক্যানার দেখেছে, মার্চে বিভিন্ন সুপরিচিত ব্যক্তি এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ১৭টি মৃত্যুর গুজব প্রচার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ৯টি কনটেন্ট ও পাঁচটি ডিপফেক ভিডিও শনাক্ত করা হয়েছে। মার্চে ধর্ষণ সম্পর্কিত খবর, তথ্য, ছবি ও ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে প্রচার বাড়ার ঘটনা লক্ষ করা যায়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মার্চের মানবাধিকার প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, মার্চে দেশে ধর্ষণের সংখ্যা গত ফেব্রুয়ারি মাসের চেয়ে দ্বিগুণের বেশি বেড়েছে। এতে জনমনে শঙ্কার অবকাশের সুযোগ নিয়ে অপতথ্যের প্রচার ছিল। এর পরিপ্রেক্ষিতে রিউমার স্ক্যানার মার্চে ধর্ষণবিষয়ক ২৭টি ভুল তথ্য শনাক্ত করেছে। রমজান ও ঈদ পালনকে ঘিরে যথাক্রমে ১৬টি ও ছয়টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।

মার্চে গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম এবং নকল ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ৩৮টি ঘটনায় দেশি-বিদেশি ৩৯টি সংবাদমাধ্যমকে জড়িয়ে ৪৫টি ভুল তথ্য প্রচারিত হয়েছে। এভাবে ভুল তথ্য প্রচারে যমুনা টিভি (১০), জনকণ্ঠ (৫) ও আমার দেশের (৪) নাম বেশি ব্যবহার করা হয়েছে।

 

মন্তব্য

সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে : খালেদা জিয়া
মা-ছেলে একসঙ্গে ঈদ উদযাপন করলেন লন্ডনে। মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর এই ছবি ঈদের দিন নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ আট বছর পর লন্ডনে বড় ছেলে, পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঈদের দিন গত সোমবার ঢাকায় দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। নেতাদের উদ্দেশে বেগম জিয়া বলেন, একে অন্যকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুল্যান্সে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেন।

লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঈদের দিন সাংবাদিকদের বলেন, ম্যাডাম উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটিয়েছেন। ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তাঁরাই সাজিয়েছেন।

কারণ দীর্ঘদিন পর ম্যাডাম আপনজনদের সঙ্গে ঈদ করছেন; এখানে অনেক আবেগ জড়িত।

খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ উদযাপন করছেন। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন।

এরও আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন।

নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় : গত সোমবার রাত ৯টার দিকে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া ঈদ মোবারক জানান এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। বড় পর্দায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনও।

এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন।

সবার উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠা করতে হবে। পরে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। দীর্ঘদিন পর সবাইকে এভাবে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় আগামী দিনের পথচলায় দেশবাসীর দোয়া ও আল্লাহর সাহায্য কামনা করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরো অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বব চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমানসহ দলের সিনিয়র নেতারা। এ ছাড়া খালেদা জিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিকীও ছিলেন এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে।

এদিকে গত রবিবার যুক্তরাজ্যে ঈদের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল ১০টায় লন্ডনের কিংসমিডো স্টেডিয়ামের খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ উজ্জামান সোহেল জানিয়েছেন, তারেক রহমানের সঙ্গে ঈদের জামাতে অংশ নিতে কিংসমিডো স্টেডিয়ামে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী উপস্থিত হন।

লন্ডনের পার্কে মাকে নিয়ে হাঁটলেন তারেক রহমান : যুক্তরাজ্যের লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছেলে তারেক রহমানের বাসায় আনন্দঘন পরিবেশে সময় কাটছে তাঁর। এর মধ্যেই গত মঙ্গলবার লন্ডনের একটি পার্কে ছেলে তারেক রহমানের সঙ্গে মুক্ত পরিবেশে ঘুরতে বের হয়েছেন তিনি। এ ছাড়া খালেদা জিয়াকে নিয়ে পার্কে বেড়ানোর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, পার্কের ভেতরের ফুটপাতে খালেদা জিয়াকে হুইলচেয়ারে করে একজন এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় তাঁর পাশেই তারেক রহমান ও পরিবারের সদস্যদের হাঁটতে দেখা যায়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকেও হুইলচেয়ারের সামনে থেকে হাঁটতে দেখা গেছে।

উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি মাসে লন্ডনে যান খালেদা জিয়া। গত ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ