রংপুর অঞ্চলের রপ্তানি বাণিজ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে রংপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে স্থানীয় পুলিশ লাইনস মাঠে গত সোমবার এ মেলার শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। পরদিন মঙ্গলবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতি, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে এই মেলায় সার্কাস, হাউজিসহ বিভিন্ন ধরনের পণ্যের স্টল স্থান পেয়েছে।