মহামারি করোনার মধ্যে তৈরি পোশাকের বৃহৎ ক্রেতা দেশগুলো গুটিকয়েক দেশ থেকেই বেশি পোশাক কিনেছে। বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো অনেক দেশকে তারা বঞ্চিত করেছে। এতে দেশের গার্মেন্ট শিল্প মালিকরা নানামুখী চ্যালেঞ্জে পড়েছেন। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় ক্রেতাদের কাছে ঠেকে গার্মেন্ট মালিকরা শেখেনি এবং তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি।
মহামারিতে পোশাক রপ্তানি নিয়ে সংলাপ
ঠেকেও শেখেননি মালিকরা
নিজস্ব প্রতিবেদক

গত মঙ্গলবার রাতে ভার্চুয়ালি এই সংলাপটি অনুষ্ঠিত হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ঢাকা, ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ অফ শ্রীলঙ্কা (আইপিএস), কলম্বো এবং সাউদার্ন ভয়েজের সহযোগিতায় এই সংলাপটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা আরো বলেন, গত জানুয়ারি থেকে জুন ২০২০ পর্যন্ত ক্রেতারা রপ্তানি আদেশ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি বড় সরবরাহকারী দেশকে বঞ্চিত করেছে।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনা করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং আইপিএসের অর্থনীতিবিদ কিথমিনা হিউজ জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে যে বড় দেশগুলো এই মহামারির সময়ে সীমাবদ্ধ সংখ্যক সোর্সিং দেশগুলোতে বেশি গিয়েছে। চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ক্রেতাদের কাছে ঠেকে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি।
শ্রীলঙ্কার কালেক্টিভ স্টোরের সহপ্রতিষ্ঠাতা বিনু বিক্রমাসিংহ বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা এই অতিমারির জন্য চ্যালেঞ্জের সম্মুখীন, বিশেষ করে ঋণ পাওয়া ও নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে।
সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান সংলাপে বলেন, যে পোশাক খাতের ভ্যালু চেইনের সব অংশীজনরা অতিমারিতে প্রভাবিত হয়েছিল তাই এই গবেষণার ফলাফলগুলো গুরুত্বপূূর্ণ। এই খাতকে টেকসই করে সমাধানের দিকে এগিয়ে যেতে সব অংশীজনকে কিছু নির্দিষ্ট ভূমিকা পালন করতে হবে বলে তিনি মনে করেন।
এ ছাড়া সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, আইএলও সরবরাহকারী দেশগুলোকে আন্তর্জাতিক চাহিদা ব্যবস্থাপনার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক ক্রয়কারী দেশগুলোকে একত্রিত করার ক্ষেত্রে একটি উদ্যোক্তা ভূমিকা গ্রহণের বিষয়টি বিবেচনা করতে পারে। সরকার, নিয়োগকারী এবং শ্রমিকদেরসহ ত্রিপক্ষীয় সংলাপ করা উচিত, যাতে কেবল কভিড সংকটের তাত্ক্ষণিক প্রভাব নয়, দীর্ঘমেয়াদি সংকট সমাধানের জন্য বেকার বীমা ব্যবস্থার পারস্পরিক সমন্বিত ব্যবস্থা তৈরি করতে হবে।
সম্পর্কিত খবর

টবি লুটকে
- প্রধান নির্বাহী কর্মকর্তা, শপিফাই

এআই দিয়ে সম্ভব নয় এমন কাজের জন্যই শুধু কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শপিফাইয়ের সিইও টবি লুটকে। নতুন কর্মী চাওয়ার আগে বিভাগগুলোকে হাতে-কলমে দেখাতে হবে যে এআই দিয়ে কোন কাজটি তারা করতে পারছেন না। সম্প্রতি কর্মীদের উদ্দেশে লেখা একএক্স পোস্টে এ কথা জানান। টবি লুটকের মতে, সঠিকভাবে এআই ব্যবহার করাও একটি দক্ষতা।

দেশে আসছে টেকনো ৪০ সিরিজ
বাণিজ্য ডেস্ক

এবার বাংলাদেশে আসছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো। এই ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ১২০ হার্জের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। টেকনো ক্যামন ৪০-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আর ক্যামন ৪০ প্রোর দাম ২৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।