<p>বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) প্রথম নির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ২০২৪-২৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী পরিষদের কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড এবং ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মার্স সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবে এলাহী চৌধুরী।</p> <p>প্রেসিডেন্ট এম এ জব্বার বলেন, ‘বাংলাদেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতি এবং বৈশ্বিক প্রযুক্তিগত প্রবণতার সঙ্গে সারিবদ্ধ করার ক্ষেত্রে আমরা কাজ করব। আশা করি এ ক্ষেত্রে আমাদের সংগঠন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবে এলাহী চৌধুরী বলেন, ‘প্রযুক্তিগত সমাধান এবং ব্যবসা ব্যবস্থাপনায় অভিজ্ঞতার মাধ্যমে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে কাজ করে যাব। আশা করি আমরা বাংলাদেশে একটি টেকসই সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে বড় অবদান রাখতে পারব।’</p> <p>নির্বাচিত অন্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) ড. মিজানুর মোহাম্মদ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন প্রাইভেট লিমিটেড; ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোজাহেদুল হক আবুল হাসানাত, চিফ টেকনিক্যাল অফিসার, ডায়নামিক সলিউশন ইনোভেটরস।</p> <p> </p>