<p>কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়ে তিন বছর করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন ওয়ালটনের সিনেডি, সিনেক্সা ও এসিসি ব্র্যান্ডের ২২ ইঞ্চি পর্যন্ত সব মডেলের মনিটরে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন ক্রেতারা। জানা গেছে, ওয়ালটন ও এসিসি ব্র্যান্ডের ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের প্যানেল ও মাদারবোর্ডের যন্ত্রাংশে এই সুবিধা পাওয়া যাচ্ছে। ওয়ালটন কম্পিউটার প্রডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, ‘সর্বাধুনিক বিশ্বমানের মনিটরের পাশাপাশি তিন বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ক্রেতাদের মনে মনিটর পণ্য সম্পর্কে আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় করবে।’</p> <p> </p>