ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

নতুন করদাতাদের মধ্যে আয়কর রিটার্ন দেন ৩০%

  • প্রতিবছর আমাদের যে রাজস্ব আয় হয়, তার চেয়ে ব্যয়ের পরিমাণ অনেক বেশি। আমাদের অভ্যন্তরীণ ঋণও বেড়ে যাচ্ছে। তাই ঋণ কমাতে আমাদের অবশ্যই রাজস্ব আহরণের পরিমাণ বাড়াতে হবে -মো. আবদুর রহমান খান, চেয়ারম্যান, এনবিআর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
নতুন করদাতাদের মধ্যে আয়কর রিটার্ন দেন ৩০%

এক যুগে দেশে নতুন করদাতা যুক্ত হয়েছে এক কোটি ১১ লাখ মানুষ। কিন্তু টিনধারী এসব মানুষের মধ্যে মাত্র ৩০ শতাংশ আয়কর রিটার্ন দেন। বাকি ৭০ শতাংশের বিষয়ে আয়কর আইনজীবী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের কাজ করতে হবে বলে জানিয়েছেন অভ্যন্তীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পরও কেন তাঁরা রিটার্ন দিচ্ছেন তা খুঁজে বের করতে হবে।

রিটার্নধারীর সংখ্যা বাড়াতে হবে। গত বুধবার রাত ১১টায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম আয়কর আইনজীবীদের বার্ষিক ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

আবদুর রহমান খান বলেন, আগে আয়কর দাতার সংখ্যা ছিল ২১-২২ লাখ। গত ১০-১২ বছরে এক কোটি ১১ লাখ নতুন আয়কর দাতা নিবন্ধন হয়েছে।

কিন্তু তাদের মধ্যে ৩০ শতাংশ আয়কর রিটার্ন দেন। আইনজীবীরা তাদের ক্লায়েন্টদের আয়কর না দিলে কী সমস্য হবে সেটা বুঝিয়ে বলেন না। আবার এনবিআরের যে পরিদর্শকরা আছেন তাঁরা করদাতাদের বাড়ি ভিজিট করেন না, তদারকি করেন না। ব্যাংক অ্যাকাউন্টে আয়কর দাতার টাকা-পয়সা কেমন আছে সেটাও দেখেন না।

তিনি বলেন, আমরা একটি ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। কারণ প্রতিবছর আমাদের যে রাজস্ব আয় হয়, তার চেয়ে ব্যয়ের পরিমাণ অনেক বেশি। আমাদের অভ্যন্তরীণ ঋণও বেড়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের এই ঘানি টানতে হবে। তাই ঋণ কমাতে আমাদের অবশ্যই রাজস্ব আহরণের পরিমাণ বাড়াতে হবে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, একটা দেশের রাজস্ব আয়ের কত শতাংশ আয়কর থেকে আসে, সেটা ওই দেশ কতটা সভ্য তার একটি মাপকাঠি নির্দেশ করে। আমরা এখনো সভ্য জাতি থেকে বহুদূরে। তাই আয়কর আদায়ের হিস্যা বৃদ্ধি করতে হবে।

আইন সংশোধনের কথা জানিয়ে আবদুর রহমান খান বলেন, অনেক ক্ষেত্রে আমাদের আয়কর আইন, মূসক আইন, শুল্ক আইনের অপব্যবহার ঘটে। আবার এগুলো সময়োপযোগীও না। এই তিনটা আইন ব্যাপকভাবে সংস্কার করতে হবে। আমাদের যে পরিমাণ আয়কর আদায় হয়, এর সমপরিমাণ লোকসান হয়। ট্যাক্স  অ্যাডমিনিস্ট্রেশন ও ট্যাক্স পলিসি পৃথক লিডারশিপে নিতে হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দীন চৌধুরী বলেন, সামনে রমজান। এ রমজানে যাতে দ্রব্যমূল্যের দাম কম থাকে এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান পদক্ষেপ নেবেন। যাতে সাধারণ মানুষ রমজানে দ্রব্যমূল্য নিয়ে কষ্ট না পান।

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মো. তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাকাউল্লা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য মো. শাহীন আক্তার হোসেন, বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজ উদ্দিন আহমেদ, ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য মো. জাকির হোসেন, চট্টগ্রাম কর কমিশনার (আপিল) শামিনা ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কর কমিশনার মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম কর-২-এর কর কমিশনার মো. আবদুস সোবহান, চট্টগ্রাম কর অঞ্চল-৩-এর কর কমিশনার মো. মঞ্জুর আলম, চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ওয়ালটন : দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এনেছে নতুন মডেলের ১৩টি হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমাবে। ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যাচ্ছে।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/28-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯২তম সভা হয়েছে গত মঙ্গলবার।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম ও অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসানসহ অন্য কর্মকর্তারা।

প্রাসঙ্গিক
মন্তব্য
সংক্ষিপ্ত

ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন

ঈদের ছুটির আগে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৯ ও ১৯১৭ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল ডিএসইতে ৩১৫ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের কার্যদিবস থেকে ১১৭ কোটি ৭৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ