<p><strong>রক্তদানের বিধান</strong></p> <p>প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে রক্তদানের বিধান কী? জানালে উপকৃত হবো।</p> <p>মোবারক, গাজীপুর</p> <p>উত্তর : কেউ যদি রক্তশূন্যতার কারণে মৃত্যুর মুখে উপনীত হয় অথবা রক্তশূন্যতার কারণে কঠিন রোগে আক্রান্ত হয়, এ অবস্থায় তাকে রক্ত দান করা এবং তার জন্য তা গ্রহণ করা ইসলামের দৃষ্টিতে জায়েজ। তবে এর জন্য বিনিময় গ্রহণ করা জায়েজ নয়।</p> <p>(ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৪৩৭)</p>