<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুনর্গঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের কমিটি। তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি রয়েছে নবগঠিত সাদা দলে। গতকাল রবিবার কমিটির অনুমোদন দেওয়া হয়। বিদ্যমান অভ্যন্তরীণ সাংগঠনিক দুর্বলতা ও বিভিন্ন অসংগতির পরিপ্রেক্ষিতে কমিটি পুনর্গঠিত হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সাদা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি  ঘোষণা করেছে। আগামী তিন মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটি অনুষদভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কমিটির মেয়াদ হবে এক বছর। প্রতিবছর দলের কমিটি পরিবর্তিত হবে এবং নতুন নেতৃত্ব আসবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত সাদা দল বিদ্যমান অভ্যন্তরীণ সাংগঠনিক দুর্বলতা ও বিভিন্ন অসংগতির পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধারে দীঘ সংগ্রামের প্রেক্ষাপটে সংঘটিত জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনা ধারণ করে সাদা দল এগিয়ে যেতে সংকল্পবদ্ধ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমিটিতে থাকা উপদেষ্টা পরিষদের তিন সদস্য হলেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন ও রসায়ন বিভাগের অধ্যাপক ড.  মো. এমরান কাইয়ুম। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। কমিটিতে থাকা দুই যুগ্ম আহ্বায়ক হলেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া বিভিন্ন বিভাগের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সমন্বয়ে ১০ জন সদস্য রয়েছেন কমিটিতে। তাঁরা হলেন অধ্যাপক ড. মো. শাহ এমরান, অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, অধ্যাপক ড. সাইয়েদ মাহমুদ উল্লাহ, অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক, অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন ও অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী।</span></span></span></span></p>