জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, আসন্ন জাতীয় নির্বাচন একটি গণপরিষদ নির্বাচন হওয়া উচিত, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা প্রথমে জাতিকে একটি গণতান্ত্রিক সংবিধান উপস্থাপন করবেন। এর মাধ্যমে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেতে পারে।
বিদেশি কূটনীতিকদের সম্মানে গতকাল সোমবার রাজধানীর বনানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপি নেতারা। অনুষ্ঠানে লিখিত বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।
ইফতার অনুষ্ঠানে ২৭ দেশের মিশনপ্রধান অথবা মিশন প্রতিনিধি অংশ নেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘দেশের সব শ্রেণির ছাত্র ও জেন-জি জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। তারা ছিল নিরস্ত্র, কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ। হাসিনার শাসনামলে হাজার হাজার মানুষ নিহত বা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছিলেন।
এই নৃশংসতা স্পষ্টভাবে নথিভুক্ত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার জুলাইয়ের বিদ্রোহের একটি কেন্দ্রীয় দাবি হিসেবে রয়ে গেছে। এই সাহসী তরুণরা আমাদের দেখিয়েছেন যে নাগরিকরা যখন তাদের রাজনৈতিক ব্যবস্থার ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন তারা চিরকাল চুপ থাকে না। তারা জেগে ওঠে। তারা লড়াই করে। এবং তারা স্বপ্ন দেখে। আর সে কারণেই আমরা এখানে আছি। ন্যাশনাল সিটিজেন পার্টির জন্ম হয়েছে প্রয়োজনীয়তা থেকে।’
তাঁদের রাজনৈতিক তিনটি উদ্দেশ্য রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জনগণের ন্যায়বিচার, সংস্কার এবং একটি গণপরিষদ নির্বাচন, যা পরবর্তী সংসদ হিসেবেও কাজ করবে।
গণপরিষদ নির্বাচন প্রয়োজন এ জন্য যে বর্তমান বিদ্যমান সংবিধান মৌলিকভাবে ত্রুটিপূর্ণ। কেবল একটি নতুন সংবিধানের মাধ্যমেই আমরা একটি প্রকৃৃত গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারি। জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনে বিশেষভাবে বাংলাদেশে গভীর কাঠামোগত সংস্কারের আহ্বান জানানো হয়েছে।’
লিখিত বক্তব্যে সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘এনসিপি বহুদলীয় গণতন্ত্রে দৃঢ়ভাবে বিশ্বাস করে। আমরা সাংস্কৃতিক বৈচিত্র্য, অন্তর্ভুক্তিমূলক দায়িত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর নির্মিত সমাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
ইফতার অনুষ্ঠানে যেসব দেশের মিশনপ্রধান উপস্থিত ছিলেন সেই দেশগুলো হলো আর্জেন্টিনা, চীন, ইরান, ডেনমার্ক, স্পেন ও নরওয়ে। মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেসব দেশ হলো তুরস্ক, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সুইডেন, নরওয়ে, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। এ ছাড়া ছিল জার্মানি, চীন, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নেপাল, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, কসোভো, নেদারল্যান্ডস, কানাডা, জাপান, শ্রীলঙ্কা ও রাশিয়া।
এনসিপি আহ্বায়ক নাহিদের দাবি : নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। সরকারের উচিত এবং আমরা সেই দাবি জানাচ্ছি, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। দলটির নিবন্ধন বাতিল করতে হবে। আমরা সংস্কারের কথা বলছি। মানুষ আসলে পরিবর্তন চায়। আবার সংস্কারে অনেকেরই অনাগ্রহ। যতই অনাগ্রহ থাকুক না কেন, আমরা যারা জুলাই গণ-অভ্যুত্থানে ছিলাম, তারা অবশ্যই পরিবর্তনের লক্ষ্যে কাজ করব।’
গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বাংলা ভবন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নানা ধরনের বাস্তবতা আছে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাস্তবতার মধ্যে আছি।’
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।