ঢাকার কেরানীগঞ্জে গতকাল শনিবার দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রাজশাহীতে গতকাল জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে নিহত হয়েছেন দুলাভাই।
চার দিনের ব্যবধানে খুলনায় একাধিক মামলার দুই আসামিকে হত্যা করা হয়েছে।
এর মধ্যেই সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া এবং বাংলাদেশ রেলওয়ের একজন ঠিকাদারকে মারধর করায় নগরবাসী আতঙ্কিত। এ ছাড়া মানিকগঞ্জে এক দিনে দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
কালের কণ্ঠের সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর—
কেরানীগঞ্জ (ঢাকা) : প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজারে নিজ ইট-বালুর গদিতে বসা ছিলেন জোবায়ের হোসেন (৩৫)। দুপুর ১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা সোবহান ঢালীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে গদিতে হামলা করে।
এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করে জোবায়ের। হামলাকারীরা পেছন পেছন দৌড়ে জোবায়েরকে কোপাতে থাকে। এক পর্যায়ে পাশের একটি চায়ের দোকানে ঢুকে প্রাণ বাঁচানোর আকুতি জানান জোবায়ের। হামলাকারীরা সেখান থেকে টেনে-হিঁচড়ে দোকানের বাইরে এনে কুপিয়ে ও গুলি করে হত্যা নিশ্চিত করে। এরপর ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
নিহত জোবায়েরের বাবার নাম মৃত মীর হাবিবুর রহমান। গোলামবাজার মজিদপাড়ায় তাঁদের বাড়ি।
স্থানীয় একটি সূত্র জানায়, গোলামবাজার এলাকায় একটি জমি নিয়ে থানা শুভাঢ্যা ইউনিয়ন তাঁতি লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুক ও স্থানীয় সেন্টুর মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমি সেন্টু দেখভাল করতে জোবায়েরকে দায়িত্ব দেন।
বিষয়টি ভালোভাবে নেননি মোল্লা ফারুক। তাঁর ইশারায় সোবহান ঢালীর নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ বিষয়ে জানতে মোল্লা ফারুকের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
রাজশাহী : জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে শাহমখদুম থানা।
গতকাল সকালে উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় একটি বিরোধপূর্ণ জমি পরিমাপ করার সময় এই হত্যাকাণ্ড হয়। নিহতের নাম রুহুল আমিন (৩০)। শ্যালক মিন্টু হাঁসুয়া দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারী কালের কণ্ঠকে জানান, আসামিকে ধরতে কাজ করছে পুলিশ। একটি অভিযোগ দায়ের হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।
খুলনা : গত ১৫ মার্চ রাতে নগরীর বাগমারা ব্রিজের কাছে শাহীন নামের একজন নিহত হন। ওই ঘটনার চার দিনের মাথায় বুধবার দুপুরে ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং সাজাপ্রাপ্ত আসামি ফারুখ মোল্লা (৪৮) সন্ত্রাসী হামলায় নিহত হন। নিহত ওই দুই ব্যক্তিই চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশ জানায়।
কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবীব জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
মানিকগঞ্জ : সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে গড়পাড়া, ভাড়ারিয়া ও আটিগ্রাম ইউনিয়ন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তনিমা আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয়। তনিমা রানাদিয়া এলাকার রফিক মিয়ার মেয়ে।
এর আগে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আফসানা আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয় আটিগ্রাম ইউনিয়নের বরুণ্ডী গ্রাম থেকে। আফসানা শিবালয়ের আরিচা এলাকার রেজাউল হকের স্ত্রী।
এ ছাড়া সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয়ের অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা আশিক খাঁ (২৪) নিহত হয়েছেন। গতকাল দুপুরে ওই কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
জেলার হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।