ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

ইনু-মেননের খোশগল্প, পলক চান পরিবারের সঙ্গে কথা বলতে

  • ► নতুন মামলায় সাবেক চার মন্ত্রী সাংবাদিকসহ ১২ জন গ্রেপ্তার
  • ► সালমান এফ রহমান ফের তিন দিনের রিমান্ডে
  • ► স্বাভাবিক জীবনে ফিরতে চান সাংবাদিক ফারজানা রুপা
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ইনু-মেননের খোশগল্প, পলক চান পরিবারের সঙ্গে কথা বলতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর ছয় থানার বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চার মন্ত্রী, সাংবাদিকসহ ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মালেক রয়েছেন।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

স্বাভাবিক জীবনে ফিরতে চান সাংবাদিক রুপা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন সাংবাদিক ফারজানা রুপা। গতকাল সোমবার রাজধানীর মিরপুর থানার এক হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে আদালতে হাজির করা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে তাঁকে তোলা হয়। এ সময় একই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাঁর স্বামী শাকিল আহমেদকে আনা হয়।

তাঁদের উপস্থিতিতে শুনানি শুরু হয়। তখন স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানান রুপা। আদালতের অনুমতিতে তিনি বলেন, আমার ছোট্ট শিশুসন্তান আছে। আমি আর আমার স্বামী দুজনই কারাগারে। ছয় মাস হয়ে গেছে।
আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই।

খোশগল্প করলেন ইনু-মেনন

মিরপুর মডেল থানার মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গতকাল সোমবার সকাল ১০টা ২২ মিনিটের দিকে তাঁদের দুজনকে হাজতখানা থেকে আদালতে তোলা হয়। এ সময় মেনন ও ইনু দুজন খোশগল্প শুরু করেন। তবে তাঁরা কোন বিষয়ে কথা বলেন তা জানা যায়নি। পরে তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

যেকোনো শর্তে পরিবারের সঙ্গে কথা বলতে চান পলক

কাঠগড়ায় তোলা হলে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলেন। এ সময় পলক তাঁকে বলেন, কারাগার থেকে তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাঁকে দেওয়া হচ্ছে না।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

৫ লাখ ৩০ হাজার অভিবাসীর বৈধতা বাতিল যুক্তরাষ্ট্রে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
৫ লাখ ৩০ হাজার অভিবাসীর বৈধতা বাতিল যুক্তরাষ্ট্রে

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনিজুয়েলার এসব বৈধ অভিবাসীকে অবৈধ বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের প্যারোল (সাময়িক প্রবেশাধিকার) প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

স্থানীয় স্পন্সর থাকা সাপেক্ষে ওই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ট্রাম্প অভিবাসননীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন। তাঁর দাবি, ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে।
এ জন্য তিনি ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন।

গত ৬ মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় দুই লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কি না, সে বিষয়েও তিনি শিগগির সিদ্ধান্ত নেবেন।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে।

বাইডেন ২০২২ সালে ভেনিজুয়েলাবাসীর জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং ২০২৩ সালে তা কিউবা, হাইতি ও নিকারাগুয়ায়ও সম্প্রসারিত হয়।

তাঁর প্রশাসন এসব দেশের অভিবাসীদের উচ্চমাত্রার অবৈধ প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চার দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল।

অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন নতুন কিছু আইনি পথ চালু করেছিল, যার মধ্যে সীমান্ত পারাপারে কড়াকড়িও ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে প্যারোল সুবিধাভোগী প্রায় পাঁচ লাখ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন। তবে তাঁদের মধ্যে কারা এরই মধ্যে অন্য কোনো আইনি মর্যাদা পেয়েছেন বা সুরক্ষা লাভ করেছেন, তা স্পষ্ট নয়।

সোমবার ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে।

গত জানুয়ারিতে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের নীতি অনুসারে, যুক্তরাষ্ট্রে দুই বছরের কম সময় ধরে বসবাসরত নির্দিষ্ট কিছু অভিবাসীর ক্ষেত্রে দ্রুত নির্বাসন (এক্সপেডাইটেড রিমুভাল) প্রক্রিয়া প্রয়োগ করা যেতে পারে। সূত্র : রয়টার্স, এএফপি

মন্তব্য

কেরানীগঞ্জে ব্যবসায়ী কটিয়াদীতে ছাত্রদল নেতা খুন

    আরো দুই জেলায় ৩ খুন
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কেরানীগঞ্জে ব্যবসায়ী কটিয়াদীতে ছাত্রদল নেতা খুন

ঢাকার কেরানীগঞ্জে গতকাল শনিবার দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রাজশাহীতে গতকাল জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে নিহত হয়েছেন দুলাভাই।

চার দিনের ব্যবধানে খুলনায় একাধিক মামলার দুই আসামিকে হত্যা করা হয়েছে।

এর মধ্যেই সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া এবং বাংলাদেশ রেলওয়ের একজন ঠিকাদারকে মারধর করায় নগরবাসী আতঙ্কিত। এ ছাড়া মানিকগঞ্জে এক দিনে দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

কালের কণ্ঠের সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর

কেরানীগঞ্জ (ঢাকা) : প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজারে নিজ ইট-বালুর গদিতে বসা ছিলেন জোবায়ের হোসেন (৩৫)। দুপুর ১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা সোবহান ঢালীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে গদিতে হামলা করে।

এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করে জোবায়ের। হামলাকারীরা পেছন পেছন দৌড়ে জোবায়েরকে কোপাতে থাকে। এক পর্যায়ে পাশের একটি চায়ের দোকানে ঢুকে প্রাণ বাঁচানোর আকুতি জানান জোবায়ের। হামলাকারীরা সেখান থেকে টেনে-হিঁচড়ে দোকানের বাইরে এনে কুপিয়ে ও গুলি করে হত্যা নিশ্চিত করে।
এরপর ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।

নিহত জোবায়েরের বাবার নাম মৃত মীর হাবিবুর রহমান। গোলামবাজার মজিদপাড়ায় তাঁদের বাড়ি।

স্থানীয় একটি সূত্র জানায়, গোলামবাজার এলাকায় একটি জমি নিয়ে থানা শুভাঢ্যা ইউনিয়ন তাঁতি লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুক ও স্থানীয় সেন্টুর মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমি সেন্টু দেখভাল করতে জোবায়েরকে দায়িত্ব দেন।

বিষয়টি ভালোভাবে নেননি মোল্লা ফারুক। তাঁর ইশারায় সোবহান ঢালীর নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এ বিষয়ে জানতে মোল্লা ফারুকের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

রাজশাহী : জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে শাহমখদুম থানা।

গতকাল সকালে উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় একটি বিরোধপূর্ণ জমি পরিমাপ করার সময় এই হত্যাকাণ্ড হয়। নিহতের নাম রুহুল আমিন (৩০)। শ্যালক মিন্টু হাঁসুয়া দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারী কালের কণ্ঠকে জানান, আসামিকে ধরতে কাজ করছে পুলিশ। একটি অভিযোগ দায়ের হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

খুলনা :  গত ১৫ মার্চ রাতে নগরীর বাগমারা ব্রিজের কাছে শাহীন নামের একজন নিহত হন। ওই ঘটনার চার দিনের মাথায় বুধবার দুপুরে ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং সাজাপ্রাপ্ত আসামি ফারুখ মোল্লা (৪৮) সন্ত্রাসী হামলায় নিহত হন। নিহত ওই দুই ব্যক্তিই চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশ জানায়।

কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবীব জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

মানিকগঞ্জ : সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে  দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে গড়পাড়া, ভাড়ারিয়া ও আটিগ্রাম ইউনিয়ন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তনিমা আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয়। তনিমা রানাদিয়া এলাকার রফিক মিয়ার মেয়ে।

এর আগে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আফসানা আক্তারের (১৬) মরদেহ উদ্ধার করা হয় আটিগ্রাম ইউনিয়নের বরুণ্ডী গ্রাম থেকে। আফসানা শিবালয়ের আরিচা এলাকার রেজাউল হকের স্ত্রী।

এ ছাড়া সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয়ের অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা আশিক খাঁ (২৪) নিহত হয়েছেন। গতকাল দুপুরে ওই কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।

জেলার হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

আরাকান আর্মির ছোড়া গুলিতে বান্দরবান সীমান্তে আহত ২

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
শেয়ার
আরাকান আর্মির ছোড়া গুলিতে বান্দরবান সীমান্তে আহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩৪-৩৫ সীমান্ত পিলার এলাকায় মায়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শূন্য রেখা সীমান্তসংলগ্ন ঘুমধুম-কক্সবাজার সীমানাঘেঁষা ভাজাবুনিয়া গ্রামের চিতারখুমে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ঘুমধুমের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (২০) ও ভাজাবুনিয়া গ্রামের রোহিঙ্গা আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)। হোসাইন কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৪-৩৫-এর মধ্যবর্তী স্থানের শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ মিটার পূর্বদিকে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখল করা কবরস্থান পোস্ট থেকে আরাকান আর্মির সদস্যরা সাত-আট রাউন্ড ফায়ার করেন। এ সময় গুলিতে সীমান্তে মায়ানমারের অভ্যন্তরে দুজন গুলিবিদ্ধ হন। একজনের বাঁ পায়ে ও অন্যজনের পিঠে গুলি লেগেছে। তাঁরা সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) জাফর ইকবাল জানান, দুই যুবকের পায়ে দুটি গুলি লেগেছে। তাঁদের রাতেই কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হলে ওই দুজনকে গতকাল শনিবার সকালে কুতুপালং থেকে  কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনই হাসপাতাল থেকে পালিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, ঘুমধুম সীমান্তে গুলিতে দুজন আহত হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তারা বর্তমানে কোথায় আছে এটাও জানি না।

মন্তব্য
সরকারকে ৯ আন্তর্জাতিক সংগঠন

মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিন

মত প্রকাশের কারণে বাংলাদেশে গ্রেপ্তার, সহিংসতা, হেনস্তার মতো ঘটনা ঘটছে উল্লেখ করে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা ৯টি আন্তর্জাতিক সংগঠন। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছে সংগঠনগুলো।

গত শুক্রবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এই আহবান জানায়। বিবৃতিদাতা মানবাধিকার সংগঠনগুলো হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকল নাইনটিন, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, সিভিকাস : ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ফর্টিফাই রাইটস, ফ্রন্টলাইন ডিফেন্ডার্স, পেন আমেরিকা ও দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

বিবৃতিতে সাম্প্রতিক সময়ে সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ সাধারণ নাগরিকদের ওপর হামলার বেশ কিছু ঘটনা তুলে ধরে বলা হয়েছে, এ ধরনের হামলা বন্ধ এবং এসব ঘটনা তদন্তে বাংলাদেশকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, মত প্রকাশের কারণে বিভিন্ন ব্যক্তি ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার চর্চা অবিলম্বে এবং নিঃশর্তে বন্ধ করতে হবে।

সংগঠনগুলো বলেছে, ক্ষমতায় আসার পর থেকে অন্তর্বর্তী সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এর মধ্যে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে, তা-ও আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক মানদণ্ডের সঙ্গে সংগতি রাখতে ব্যর্থ হয়েছে।

খসড়া এই আইনেও আগের আইনের বিতর্কিত বিষয় রয়ে গেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ