চিকিৎসাসেবা গ্রহণ করা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু আমাদের দেশে দেখা যায় তার ভিন্ন চিত্র। খ্যাতিমান ও প্রভাবশালী ব্যক্তি সহজেই উন্নত চিকিৎসা পেয়ে যান, অথচ সাধারণ মানুষকে সেই একই সেবা পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা এবং হয়রানির শিকার হতে হয়। সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবায় যে দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনা লক্ষ করা যায়, তা অত্যন্ত হতাশাজনক। হাসপাতালগুলোতে চিকিৎসকের সংকট, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উদাসীনতার কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রে এ ধরনের বৈষম্য কাম্য নয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, দেশের প্রত্যেক নাগরিকের জন্য সমান ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জামের সরবরাহ এবং জরুরি সেবা ব্যবস্থাপনায় দক্ষতা নিশ্চিত করা জরুরি। ভিআইপি সংস্কৃতির অবসান ঘটিয়ে সব নাগরিকের জন্য সমান সুযোগ তৈরি করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করা হোক।
নুসরাত জাহান অর্পিতা
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা