<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহের কোটচাঁদপুরে বাঁওড়ের মাছ লুটের পাশাপাশি জেলে সম্প্রদায়ের নৌকা ও জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে জেলেদের নৌকা ও মাছ ধরার জাল পুড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না জেলে সম্প্রদায়। উপজেলার ফুলবাড়ী মৎস্য সমবায় সমিতির সভাপতি প্রশান্ত কুমার জানান, সমিতির মাধ্যমে কুশনা বাঁওড়টি বাংলা ১৪২৬ সালে সরকারের কাছ থেকে ছয় বছরের জন্য ইজারা নেন তাঁরা। যার মেয়াদকাল ১৪৩১ সনের ৩০ চৈত্র মাস পর্যন্ত। কিন্তু ৬ আগস্ট সকাল থেকে প্রকাশ্যে মাছ লুট শুরু হয়, যা এখনো চলছে। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা প্রশাসন, থানা, এমনকি রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরলেও আমাদের কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রশান্ত কুমার আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে মাছ লুটের বিষয় নিয়ে থানা ও আর্মির কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি।</span></span></span></span></p> <p> </p>