<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পদত্যাগ করার জন্য বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বিনিয়োগকারীরা। তাঁরা গতকাল বৃহস্পতিবার তাঁর পদত্যাগের দাবিতে মতিঝিল থেকে লং মার্চ করে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের সামনে খন্দকার রাশেদ মাকসুদের পতদ্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় বিনিয়োগকারীরা বিএসইসির সামনের সড়ক অবরোধ করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অযোগ্য বিএসইসির চেয়ারম্যান হঠাও দেশের পুঁজিবাজার বাঁচাও</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্লোগান দিতে থাকেন। দাবি আদায়ে বিকেল সাড়ে ৩টার দিকে বিএসইসি ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন তাঁরা। বিকেল সাড়ে ৪টার দিকে বিনিয়োগকারীরা মূল সড়কে শুয়ে পড়েন।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় বিনিয়োগকারীরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান অবস্থা থেকে মার্কেটকে উত্তোলন করতে হবে। কোনো কম্পানি যদি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হতো সেই কম্পানি জেড ক্যাটাগরিতে চলে যেত; কিন্তু বর্তমান চেয়ারম্যান কিছু কম্পানিকে জেড ক্যাটাগরিতে নিয়ে মার্কেটকে ধ্বংস করে দিয়েছে। এখন এই অপদার্থ, অথর্ব, অজ্ঞানী ও বিবেকহীন মাকসুদের পদত্যাগই আমাদের মূল দাবি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ধ্যায় বিনিয়োগকারীদের সঙ্গে ঢাকা পুলিশের তেজগাঁও জোনের ডিসি রুহুল কবির আলোচনায় বসেন। রুহুল কবির বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনার শান্ত হোন। আপনাদের দাবিগুলো প্রয়োজন হলে অর্থ উদেষ্টার কাছে তুলে ধরা হবে। এ ছাড়া আপনাদের সঙ্গেও অর্থ উপদেষ্টার সাক্ষাতের আয়োজনের চেষ্টা করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে বিএসইসি চেয়ারম্যানকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ ভবন ত্যাগ করেন। তাঁরা বিএসইসি চেয়ারম্যানকে শনিবারের মধ্যে পদত্যাগের সময় দেন।</span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>