<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক আইজিপি ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের বিরুদ্ধে এক পরিবারের ১৩০ একর জমি দখলের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি করে ভুক্তভোগী মরহুম নূরুল আমিনের পরিবার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নূরুল আমিনের ছেলে বদরুল আমিন বলেন, কিশোরগঞ্জের কদিয়াটি থানার মানিকখালি এলাকায় তাঁর বাবার নামে থাকা ১৩০ একর জমি দখল করেছেন নূর মোহাম্মদ। পদ-পদবির প্রভাব খাটিয়ে তিনি পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া, শারীরিক ও মানসিক নির্যাতনসহ প্রাণনাশের হুমকি দেন। তাঁর অত্যাচারে গ্রাম ছেড়ে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় এসে ভাড়া থাকলেও সেখানেও তিনি ক্রমাগত অত্যাচার করতে থাকেন। পরে বাধ্য হয়ে বাবা দেশ ছেড়ে ২০১০ সালে বিদেশে চলে যান। ২০১১ সালে নূর মোহাম্মদ চাকরি থেকে অবসর নিলে বাবা দেশে ফেরেন। সাবেক প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে ন্যায়বিচার পাননি জানিয়ে বদরুল আমিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১০ থেকে ২০১২  সাল পর্যন্ত গণমাধ্যমগুলোতে নূর মোহাম্মদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে দুদকের প্রাথমিক তদন্তে তাঁর জমি দখলের সত্যতা পাওয়া যায়। ২০১৬ সালে আমার বাবা মামলা করলে ওই জায়গার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন সহকারী জজ আদালত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p> <p style="text-align:left"> </p>